পায়ে হেঁটে পাশের গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন বৃদ্ধা ফাতেমা (৬০)। পথে সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। প্রথমে তাকে কেউ চিনতে পারেনি। পরে তার ছেলে গিয়ে মায়ের হাত, পায়ের জুতা ও শাড়ি দেখে শনাক্ত করে তিনি তার মা।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পীরগঞ্জ-রাণীশংকৈল মহাসড়কের পুরাতন সেন্টার এ দুর্ঘটনা ঘটে। ফাতেমা বেগম (৬০) উপজেলার গোগর মাঝাটলা গ্রামের আজিজুর রহমানের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন দুপুরে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি ১০ চাকা বিশিষ্ট ট্রাক ঢাকা মেট্রো-উ ১১-৩৪১৭। ট্রাকের চালক পাবনার আমিনপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের সন্তোষ শেখের ছেলে ওসমান আলী (৪২)।
তিনি প্রিমিয়ার সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ে রাণীশংকৈল যাওয়ার পথে পুরাতন সেন্টার নামক স্থানে পথচারী ফাতেমা বেগমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। পরে সামনের চাকায় পিষ্ট হয়ে ফাতেমার মুখসহ দেহ খণ্ড-বিখণ্ড হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাক ও চালককে আটক করেন। নিহতের ছেলে কালাম বলেন, আমার মা আজ দুপুরে পায়ে হেঁটে পাশের গ্রাম সহোদর নানি বাড়ি যাচ্ছিলেন।
এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালকসহ ঘাতক ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।
মন্তব্য করুন