গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহজাহান আলী (৪৫) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে উপজেলার নাকাইহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহজাহান আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়া গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এক ওষুধের দোকানে ৫০ হাজার টাকা দাবি করেন শাহজাহান আলী। বিষয়টি সন্দেহ হলে দোকানি তাকে আটক করেন। পরে বাজারের লোকজন এসে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
নাকাই হাট বাজারের বিপ্লব ডেন্টাল কেয়ারের ডাক্তার বিপ্লব বলেন, শাহজাহান আলী প্রথমে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়। পরে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি জানাজানি হলে ব্যবসায়ী ও স্থানীয়রা গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ কালবেলাকে বলেন, ভুয়া ম্যাজিস্ট্রেটের খবর পেয়ে পুলিশ গিয়ে শাহজাহান আলীকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে একটি প্রতারণা থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন