সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সব রুটে রাতভর যানবাহনের প্রচণ্ড চাপ থাকলেও সকালে কমতে শুরু করেছে গাড়ির পরিমাণ। ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে জেলার সব মহাসড়ক। নেই তেমন কোনো যানজট।
রোববার (১৬ জুন) সকালের দিকেও গাড়ির বেশ চাপ লক্ষ্য করা গেলেও বেলা ১১টার পর থেকে তার উল্টো চিত্র দেখা যায়। কমতে থাকে যানজটও।
শনিবার (১৫ জুন) রাতভর হাজার হাজার গাড়ির বহর আসে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে প্রচণ্ড যানজট থাকার কারণে পশ্চিমপাড়ে গাড়ির চাপ বেড়ে যায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, রাতে এলেঙ্গা থেকে সেতুর পূর্বপাড় পর্যন্ত দীর্ঘ গাড়ির লাইন ছিল। চাপ সামলাতে সেতুর ঢাকামুখী লেন বন্ধ করে দিয়ে উভয় লেনেই উত্তরবঙ্গগামী গাড়ি ছাড়া হয়। ভোরের দিকে চাপ কিছুটা কমে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুল ওদুদ বলেন, রাত থেকে সকাল পর্যন্ত ব্যাপক গাড়ির চাপ ছিল। তবে কোথাও যানজট বা ধীরগতি ছিল না। সকাল ১১টার পর থেকে মহাসড়কে চাপ কমতে থাকে।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জাফর উল্লাহ বলেন, রাত থেকে সকাল পর্যন্ত চাপ থাকলেও এখন ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে জেলার সব রুট।
এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫১ হাজার ৮৯১টি যানবাহন চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা।
মন্তব্য করুন