কুমিল্লায় নাঙ্গলকোটে তিশা ট্রান্সপোর্টের একটি বাস পার্কিংয়ে থাকা অবস্থায় চুরি হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলার লোটাস চত্বর থেকে বাসটি চুরি হয়। বাসটি লাকসাম-ঢাকা রুটে চলাচল করতো।
তিশা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল হোসেন বলেন, বাসটির মালিক হাবিবুর রহমান ঢাকায় থাকেন। আমি বাসটি পরিচালনা করি। চালক বৃহস্পতিবার মধ্যরাতে নাঙ্গলকোটের লোটাস চত্বরে বাসটি পার্কিং করে রাখা ছিল। ভোর সাড়ে ৪টার দিকে বাসটি চুরি হয়। জানতে পেরেছি বাসটি নোয়াখালীর দিকে নিয়ে গেছে চোর চক্র।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বাসটি খুঁজে বের করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন