রংপুর ব্যুরো
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১২:৫১ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পরকীয়ার জেরে এক প্রেমিকের হাতে আরেক প্রেমিক খুন

গ্রেপ্তারকৃত শাহের বানু ওরফে শাহনাজ ও মঞ্জুরুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত শাহের বানু ওরফে শাহনাজ ও মঞ্জুরুল ইসলাম। ছবি : কালবেলা

এক প্রেমিককে দিয়ে আরেক প্রেমিককে খুন করার অভিযোগ উঠেছে শাহনাজ নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ওই নারী এবং তার বর্তমান প্রেমিক মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার (২৭ জুন) রংপুর নগরীর হাজিরহাট রনচণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ জুন) বিকেলে নগর ডিবি অফিসে এক সংবাদ সম্মেলনে এর আদ্যোপান্ত তুলে ধরেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর হাজীরহাট রনচন্ডী এলাকার তমিজ উদ্দিনের স্ত্রী শাহের বানু ওরফে শাহনাজ (৩০) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৬)।

আবু মারুফ হোসেন জানান, ২০০৮ সালে শাহনাজের সঙ্গে রনচন্ডি এলাকার তমিজ উদ্দিনের সঙ্গে বিয়ে হয়। স্বামী বয়স্ক হওয়ায় শাহনাজ তার শারীরিক চাহিদা পূরণে ২০১০ সালে মঞ্জুরুলের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

তিনি বলেন, শাহনাজ একই সময়ে আরেক প্রতিবেশী সাদ্দাম হোসেনের সঙ্গে একই সম্পর্কে জড়ান। কিছুদিন পর সাদ্দামকে এড়িয়ে চলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিষয়টি শাহনাজ মঞ্জুরুলকে জানান এবং যে কোনো মূল্যে তাকে তাদের সম্পর্কের মাঝ থেকে সরিয়ে দিতে বলেন।

উপকমিশনার বলেন, শাহনাজের পরিকল্পনায় গত ২৬ জুন রাত ২টার দিকে শাহনাজের বাড়ির উঠানে সাদ্দাম হোসেনকে দেখতে পায় মঞ্জুরুল। বাড়ির লোকদের কাছে ধরা পড়ার ভয়ে তারা দুজন (সাদ্দাম ও মঞ্জুরুল) সেখান থেকে বেরিয়ে মাঠের দিকে যেতে থাকে। সাদ্দাম পেছন থেকে হাঁসুয়া নিয়ে মঞ্জুরুলকে সামনে রেখে এগিয়ে যেতে থাকে। এরই এক পর্যায়ে সাদ্দাম কাঁদায় পা পিছলে পড়ে যায়। সুযোগ বুঝে সঙ্গে থাকা দা দিয়ে সাদ্দামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মঞ্জুরুল। এ ঘটনাটি মঞ্জুরুল পরে শাহনাজকে অবগত করে।

আবু মারুফ বলেন, শাহনাজের স্বামীর বয়স প্রায় ৭৫ বছর এবং তার স্বামী ছেলেকে নিয়ে আলাদা ঘরে থাকত। একাই একটি ঘরে থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়েছিল শাহনাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

হাজিরহাট থানার ওসি রজব আলী জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে অটোচালক সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রণচন্ডি এলাকার তহির উদ্দিনের ছেলে। আমরা যখন লাশ উদ্ধার করি তখন ক্লুলুলেস ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করে জিজ্ঞেসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় সাদ্দামের মা ইসমত আরা বেগম বাদী একটি হত্যা মামলা করেন। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার পরশুরাম জোন মো. আল ইমরান হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

উল্লেখ্য সহকারী পুলিশ কমিশনার পরশুরাম জোন মো. আল ইমরান হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিনা করে মাত্র ২৪ ঘণ্টার কম সময়ে আসামি গ্রেপ্তার হয়। আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পালানোর প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট?

প্লট দুর্নীতি / শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু

ভাসমান বীজতলা তৈরিতে সফল খুলনার রোকেয়া

ব্রাজিল থেকে ১২০ টাকায় গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন

ন্যূনতম কর একটা কালাকানুন : এনবিআর চেয়ারম্যান

ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন

শপথ নিলেন হাইকোর্টের ২৫ বিচারপতি

সাকিবের প্রিয় ‘শিকারের’ তালিকায় তামিম, দেখে নিন পুরো তালিকা

‘ভয়ংকর আফ্রিদির’ মুখোশ খুললেন তানভীর রাহী

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

১০

তথ্য গোপন করে প্রধান শিক্ষক, অতঃপর...

১১

পুঁজিবাজারের প্রতারক চক্র গোয়েন্দা সংস্থার নজরে: ডিএসই

১২

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম 

১৩

চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

১৪

রাতে খাওয়ার পরও ক্ষুধা লাগার কারণ জেনে নিন

১৫

বৃষ্টি-গরম নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৬

প্রেমের স্মৃতি টেনে কিমের সঙ্গে দেখা করতে চাইলেন ট্রাম্প

১৭

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

১৮

নদীভাঙনের কবলে শতবর্ষী স্কুল, হুমকিতে মাঠ ও শহীদ মিনার

১৯

আবারও সেরা ব্রাজিল, কলম্বিয়াকে হারিয়ে জিতল টানা তৃতীয় শিরোপা

২০
X