কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘শীর্ষ সন্ত্রাসী’ মামুনকে দুই বছর আগেও হত্যার চেষ্টা হয়েছিল

নিহত তারিক সাইফ মামুন। সংগৃহীত ছবি
নিহত তারিক সাইফ মামুন। সংগৃহীত ছবি

২৮ বছর আগের এক মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে রাজধানীর আদালত পাড়ার কাছে দিনে দুপুরে গুলিতে নিহত হয়েছেন এক সময়ের শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘটনা ঘটে।

২৫ বছরের যুবক জাহিদ আমিন ওরফে হিমেলকে ১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর পিসি কালচার হাউজিং এলাকায় গুলি করে হত্যা করা হয়। সেদিন হিমেলের বন্ধু সাইদও আহত হয়। এ ঘটনায় হিমেলের মা জাফরুন নাহার সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত করে একই বছরের ১৭ সেপ্টেম্বর তারিক সাইফ মামুনসহ ৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। অপর আসামিরা হলেন- ওসমান, মাসুদ ওরফে নাজমুল হোসেন, রতন, ইমন এবং হেলাল।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমিনুন নেসার আদালতে এদিন মামলাটি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালতে হাজিরা দেন তারিক সাইফ মামুন। তবে কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এজন্য আদালত আগামী বছরের ৪ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। আদালত থেকে বের হন মামুন। যান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১০টা ৫১ মিনিটের দিকে হাসপাতাল থেকে তিনি বের হচ্ছিলেন। প্রধান ফটক পার হয়ে একটু সামনে রাস্তায় গেলে দৌড় দিয়ে আবার হাসপাতালে ঢুকে পড়েন। তখন হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনকেও ছোটাছুটি করতে দেখা যায়।

হাসপাতালের নিরাপত্তার কাজে দায়িত্বে থাকা মো. তারেক জানান, দুজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। তবে সেই গুলি গিয়ে লাগে হাসপাতালের জানালার গ্লাসে। তারা আরও পাঁচ রাউন্ড গুলি করেন। তিনটি গিয়ে মামুনের শরীরে লাগে। তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। তবে অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। শুনেছি তিনি মারা গেছেন।

তিনি জানান, শুনেছি যে লোক গুলিবিদ্ধ হয়েছে তার কাছে একজন ভিক্ষুক খাবারের জন্য টাকা ভিক্ষা চেয়েছিলেন। সেই টাকা দিতে নাকি তিনি হাসপাতালে এসেছিলেন। আবার কেউ কেউ বলছেন, তিনি গাড়ি পার্কিং করতে এসেছিলেন।

যোগাযোগ করা হলে মামুনের আইনজীবী মেহেদী হাসান জানান, তিনি আদালতে হাজিরা দিয়েছেন। মামলাটি ১৯৯৭ সালের। সাক্ষীরা আসে না। আদালতকে মামলাটি শেষ করার জন্য বলি। পরে আবার সাক্ষীর জন্য তারিখ ধার্য করা হয়।

মামুন কেন হাসপাতালে গিয়েছিলেন জানতে চাইলে বলেন, এটা তো বলতে পারব না। আমার অন্য মামলা থাকায় আমি চলে গিয়েছিলাম। তিনিও আদালত থেকে বের হয়ে যান।

ঘটনার পর তারিক সাঈদ মামুনের খালাতো ভাই হাফিজ সাংবাদিকদের জানান, আমার ভাই একজন সাধারণ মানুষ। কি কারণে তাকে কে হত্যা করল আমি জানি না। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। কারা তাকে হত্যা করেছে, কী কারণে করেছে আমার জানা নেই।

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ২০ বছরের বেশি সময় জেল খেটে ২০২৩ সালে জামিনে মুক্তি পান মামুন। তিন মাসের মাথায় তেজগাঁও বিজি প্রেস এলাকায় তাকে হত্যার চেষ্টা হয়। সে সময় রাস্তার ওপর মামুনের গাড়ি আটকে এলোপাতাড়ি গুলি চালানো হলে ভুবন চন্দ্র শীল নামে এক আইনজীবী গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। হামলার লক্ষ্যে থাকা মামুনকে খুন করতে না পারলেও সে সময় চাপাতি দিয়ে কোপায় হামলাকারীরা।

মামুন সে সময় পুলিশকে বলেছিলেন, তেজগাঁওয়ের ওই হামলার পেছনে পুলিশের আরেক তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমনের হাত রয়েছে ।

সোহেল চৌধুরী হত্যা মামলায় গত বছরের ৯ মে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারিক সাইফ মামুনসহ ৬ জন খালাস পান। তবে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন একই ট্রাইব্যুনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল থেকে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

‘চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না’

আশরাফুলের ব্যাটিং কোচ হওয়া নিয়ে যা বললেন শান্ত

ওজন বাড়তে থাকলে প্রথমে জানান দেয় শরীরের কোন অংশ? জানলে অবাক হবেন

উত্তরা খালপাড়ে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে জাতীয় বীর ঘোষণা, উত্তাল ইন্দোনেশিয়া

মুন্সীগঞ্জে দুগ্রুপের দ্বন্দ্বের জেরে গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ১

স্কুলে ভর্তির আবেদন ও লটারির তারিখ প্রকাশ

গাজীপুরে ৫ সংসদীয় আসনই থাকবে : হাইকোর্ট

দুই ম্যাচের অভিযানে ঢাকায় হামজা

১০

চুপিসারে নিজ রাজ্য ভ্রমণ করে গেলেন মেসি

১১

নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা

১২

মাত্র ৬০ দিনে নির্মূল হবে ফ্যাটি লিভার, খাদ্য তালিকায় রাখুন এই  ৫ খাবার

১৩

কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

১৪

‘ঢাকা লকডাউন’ সফলের কার্যক্রম চালাচ্ছিলেন যুবলীগ নেতা, অতঃপর...

১৫

আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

১৬

গণভবনে নিয়ে আপসের চেষ্টা করা হয়েছে : স্নিগ্ধ

১৭

বাগেরহাটে সংসদীয় আসন থাকবে ৪টি

১৮

ঢাকা ও করাচির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নয়া মানুষ’

১৯

জামায়াত নানা অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে : মির্জা ফখরুল

২০
X