পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি জয়, সাধারণ সম্পাদক রহিম

পাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি জয় (বামে) ও সাধারণ সম্পাদক রহিম (ডানে)। ছবি : কালবেলা
পাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি জয় (বামে) ও সাধারণ সম্পাদক রহিম (ডানে)। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আওয়াল কবির জয় সভাপতি ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ক্লাবে শিক্ষক সমিতির নির্বাচন শুরু হয়ে বিকেল ২টা পর্যন্ত চলমান থাকে। ভোট গ্রহণ ও গণনা শেষে বিকেল সাড়ে ৪টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কামরুজ্জামান খান।

নির্বাচনে ১৩২ জন ভোটারের মধ্যে ১২৯ জন ভোট প্রদান করেন।

এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে দুটি প্যানেলে নির্বাচনে অংশ নেয়।

নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত ব্যানারে ‘জয় ও আব্দুর রহিম পরিষদ’ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন এবং বঙ্গবন্ধুর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণাকারী প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত ব্যানারে ‘অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম ও অধ্যাপক ড. শামীম রেজা পরিষদ’ থেকে কার্যনির্বাহী সদস্য পদে ৪ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আওয়াল কবির জয় ৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম পেয়েছেন ৫৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুর রহিম ৭৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা পেয়েছেন ৫১ ভোট।

‘জয় ও আব্দুর রহিম পরিষদ’ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি ড. শরিফুল হক (৭২), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূর আলম (৬৮), যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাহমিনা তাসনিম নাহার (৬৭), কার্যনির্বাহী সদস্য ড. মোহাম্মদ নাজমুল ইসলাম(৬৭), ড. মো. আশরাফুল ইসলাম(৬২), ড. মো. নাজমুল হোসেন(৭৯), ড. মো. শাহাজান আলী(৬৮), মো. কামরুল হাসান কনক(৬৬) ও শায়লা আকতার(৬৩)।

এদিকে ‘অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম ও অধ্যাপক ড. শামীম রেজা পরিষদ’ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী (৬৬), ড. মো. ওমর ফারুক (৬৮), ড. মো: একরামুল ইসলাম(৭৬),ও মোছা. রাহেনা বেগম (৬৬)।

নবনির্বাচিত সভাপতি ড. মো: আওয়াল কবির জয় বলেন, ‘আমাকে এবং আমার প্যানেলকে যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। নির্বাচন কমিশন সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছেন সে জন্য তাদেরকে ধন্যবাদ। আমরা আগামীদিনে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাব।’

সাধারণ সম্পাদক ড. মো: আব্দুর রহিম বলেন, ‘নির্বাচনের ফলাফল নিয়ে আমরা সন্তুষ্ট। এই নির্বাচন নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি, তার ফলাফল আমরা আজকে পেয়েছি। আমাদের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে, সবাই মিলে আগামীদিনে ভালো কিছু প্রত্যাশা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সাদাপাথর লুটকাণ্ডে এবার কোম্পানীগঞ্জ থানার ওসি বদলি

দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পূর্নাঙ্গ সূচি

প্রধান সড়কে ব্যাটারি রিকশা চললে গাড়ির ট্যাক্স দেব না : চমক

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক

কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধের দায়িত্ব নিলেন বিএনপি নেতা

নুরের ওপর হামলা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটে আঘাত, বললেন খোদ উপদেষ্টা

৯ তারিখে ব্যালট বিপ্লব হবে : সাদিক কায়েম

আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চরিত্র হনন করা হচ্ছে : সাদিক কায়েম

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : সানাউল্লাহ

ভোরবেলার স্বপ্ন কি আসলেই সত্য হয়?

১০

বাবা হারানোর সময় ‘পাঁচ তারকা জেলে’ ছিল সিরাজ, দাবি বোলিং কোচের

১১

গাজার সামরিক প্রধানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করল হামাস যোদ্ধারা

১২

একই পরিবারের পাঁচজনসহ ৯ জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান

১৩

ভূমিকম্পের ক্ষতি থেকে বাঁচতে মালয়েশিয়ায় বিশেষ নামাজ

১৪

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ 

১৫

সুস্থ হওয়ার পর মামলা করবেন নুর : রাশেদ খান

১৬

নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে : উপদেষ্টা আসিফ

১৭

ভেনিসে ঝড় তুললেন এমা স্টোন

১৮

বিয়ের আলোচনার জন্য ডেকে যুবককে পিটিয়ে মারল মেয়ের পরিবার

১৯

‘রাজনীতিবিদরা গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার দিলে সেটাই হবে বড় সংস্কার’

২০
X