জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমানের ৯ ও জুবাইদার ৩ বছরের কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বুধবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণার পর পল্টনে বিক্ষোভ করে তারা।
বিক্ষোভ মিছিলটি জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা তারেক রহমানের ডাকে দেশের ১৭ কোটি মুক্তিকামী জনতা এই সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নেমে এসেছে। তারেক রহমানের এই জনপ্রিয়তা দেখে সরকার হিংসায় জ্বলে-পুড়ে যাচ্ছে। তাই আদালতকে অবৈধভাবে ব্যবহার করে আজকের এই অবৈধ রায় দিয়েছে। নিঃসন্দেহে এ রায় হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের ফরমায়েশি রায়কে এ দেশের মানুষ ধিক্কার জানায়। যতই উদ্দেশ্যপ্রণোদিত রায় দেওয়া হোক না কেন, এ ধরনের রায়কে জনগণ রাজপথেই জবাব দেবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইব্রাহিম কবির মিঠু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেলসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
মন্তব্য করুন