মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

এবার প্রকাশ্যে মাভাবিপ্রবি ছাত্রশিবির

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাভাবিপ্রবি শাখা। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে প্রকাশ্যে এলো এ সংগঠন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক নবীন শিক্ষার্থী নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। ছাত্রশিবিরের মাভাবিপ্রবি শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানটিতে বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. আহসান হাবীব ইমরোজ, টাঙ্গাইল শহর ছাত্রশিবিরের সভাপতি মামুন আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আহসান হাবীব মাসুদসহ মাভাবিপ্রবি শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান সময়ে আমাদের দেশে সবচেয়ে বড় সংকট হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। আর এটি মোকাবিলায় নিজেদের ইতিহাস ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। আমরা যদি নিজেদের সংস্কৃতিকে ধারণ করতে না পারি, নিজেদের মূল্যবোধের যথার্থ চর্চা না করতে পারি তাহলে এই আগ্রাসন মোকাবিলা করা সম্ভব নয়। তাই আমাদের সবাইকে নিজ ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতি হীনমন্যতা না রেখে সেটিকে জীবনের প্রতিটি ধাপে ধারণ করতে হবে।

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির নৈতিক মূল্যবোধকে সংরক্ষণ করতে চায়। আমরা ইতিহাস ও ঐতিহ্য চর্চায় আমাদের নিজস্ব ধারা সৃষ্টি করতে চাই। পাশাপাশি আমাদের তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। রাজনৈতিকভাবে সচেতন না হলে আমরা আধিপত্যবাদীদের হাত থেকে আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারব না।

সভাপতির বক্তব্যে মাভাবিপ্রবি শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ধর্ম, নৈতিকতা ও অন্যের অধিকারের প্রতি আমাদের খেয়াল রাখা প্রয়োজন। আমাদের জীবন যেন সৃষ্টিকর্তা বিমুখ না হয়ে যায় সেদিকে দৃষ্টি দিতে হবে।

উল্লেখ্য, মাভাবিপ্রবি ছাড়াও সম্প্রতি শাবিপ্রবি, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করে সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য এক লাখ টন চাল কিনছে পাকিস্তান

এক নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি

এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরামে সভাপতিত্ব করেন ড. মো. সবুর খান

উচ্ছেদ আশঙ্কায় ৪০০ পরিবার, আশ্রয় রক্ষার দাবি স্থানীয়দের

বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে ‘বাউল সন্ধ্যা’

ব্যাংক বন্ধে গ্রাহক তাৎক্ষণিক যত টাকা পাবেন

আমলাতান্ত্রিকতার কারণে শিক্ষকরা অনাহারে জীবন-যাপন করছেন : রিজভী

কখনও এক, কখনও তিন ম্যাচ: এমএলএস প্লে-অফের বিভ্রান্তিকর নিয়মের ব্যাখ্যা

থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা

সড়কে লবণ ফেলে, কাফনের কাপড় পরে চাষিদের প্রতিবাদ

১০

হত্যা মামলায় ২ ভাইয়ের ফাঁসি

১১

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

১২

বিডিআর বিদ্রোহ মামলায় মুক্তি পেলেন ৩৫ জন

১৩

রান্না শিক্ষার কোর্সে ভিড়, সুযোগ পেতে বসতে হলো পরীক্ষায়

১৪

মাইকেয়ার হেলথ হাসপাতালে মিনিমাল ইনভেসিভ সার্জারির অত্যাধুনিক মেশিন উদ্বোধন

১৫

আবারও কি ব্যালন ডি’অরের দৌড়ে মেসি?

১৬

নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

১৭

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, মুহূর্তেই জানবেন যেভাবে 

১৮

ট্রাকচাপায় সড়কেই প্রাণ গেল বাবা-মেয়ের

১৯

মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর

২০
X