কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নতুন কমিটি

বাঁ থেকে ঢাবি বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের মনোনয়নপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম (দক্ষিণ) এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার (উত্তর)।
বাঁ থেকে ঢাবি বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের মনোনয়নপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম (দক্ষিণ) এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার (উত্তর)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সভাপতিত্ব করেন।

এতে সাদা দলের ২০২৫-২৬ সালের জন্য কেন্দ্রীয় আহ্বায়ক ও দুজন যুগ্ম আহ্বায়ক নির্বাচন করা হয়। সাদা দলের কেন্দ্রীয় কমিটির সভা সংখ্যাগরিষ্ঠ ইউনিটের সমর্থনপ্রাপ্ত হিসেবে নিম্নোক্তদের ২০২৫-২৬ সালের জন্য আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনয়ন চূড়ান্ত করে।

মনোনয়নপ্রাপ্তরা হলেন- আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম (দক্ষিণ) এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার (উত্তর)। সাদা দলের সাধারণ সভায় এ নামগুলো উপস্থাপন করা হলে সভা তা অনুমোদন করে।

সাদা দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে সাদা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি ইউনিট থেকে একজন আহ্বায়ক ও দুজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিট কমিটিগুলোকে লিখিতভাবে বলা হয়। ইউনিট কমিটিগুলো নির্ধারিত গত ৫ ডিসেম্বর তারিখের মধ্যে নিজ নিজ ইউনিটের সাধারণ সভা করে একজন আহ্বায়ক ও দুজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করে।

ইউনিটগুলো থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো সাদা দল কেন্দ্রীয় কমিটির গত ২২ ডিসেম্বরের সভায় উপস্থাপন করা হয়। এতে দেখা যায়- ১২টি ইউনিটের মধ্যে ৮টি ইউনিট থেকে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নাম আহ্বায়ক হিসেবে প্রস্তাব করা হয়। অন্যদিকে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারের নাম ৪টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়। যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালামের নাম ৭টি ইউনিট থেকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেছানী-এর নাম ৪টি ইউনিট থেকে এবং ফলিত রসায়ন ও কেমি-কৌশল বিভাগের অধ্যাপক ড. এএফএম মুস্তাফিজুর রহমানের নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

যুগ্ম আহ্বায়ক (উত্তর) হিসাবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নাম ৭টি ইউনিট থেকে, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্ উল ইসলামের নাম ৪টি ইউনিট থেকে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মুহা. রুহুল আমীনের নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যামেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন, রানওয়েতে হুড়োহুড়ি

জেডআরএফ‘র বোর্ড অব ডাইরেক্টরসের ষষ্ঠ সভা অনুষ্ঠিত

নারী ইউরো ফাইনাল / অনন্য কীর্তির সামনে স্পেন, ইংলিশদের প্রতিরোধ মিশন

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

ইনস্টাগ্রামে এলো নতুন সুবিধা, রিলস দেখা হবে আরও সহজ

বৈষম্যবিরোধী নেত্রীর পদত্যাগ

স্ত্রীর বিলাসবহুল চাহিদা মেটাতে চুরির পথ বেছে নিলেন নববিবাহিত যুবক

ছক্কার ঝড় তুলতে বিশেষজ্ঞ কোচ আনছে বিসিবি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ওয়ালমার্টে দোকানে ছুরিকাঘাতে আহত ১১

১০

গ্রিন-ম্যাক্সওয়েল ঝড়ে ক্যারিবীয়দের আবারও নাস্তানাবুদ করল অজিরা

১১

চাঁদাবাজির ঘটনা নিয়ে উমামার স্ট্যাটাস

১২

নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র

১৩

নিষেধাজ্ঞায় থাকা মেসিকে ছাড়া মায়ামির গোলশূন্য ড্র

১৪

নদীতে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার

১৫

সোনাক্ষীকে নিয়ে স্বামীর আফসোস

১৬

ঠান্ডা পানি খেলে কি আসলেই ওজন বাড়ে? কী বলছেন পুষ্টিবিদরা

১৭

২৭ জুলাই: আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১৮

বিএনপি দেশ-জাতির কল্যাণে রাজনীতি করে : মিফতাহ্ সিদ্দিকী

১৯

জুলাই আন্দোলনে বেশি ভূমিকা বিএনপির : আমীর খসরু

২০
X