খুলনা ব্যুরো
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

অনশনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
অনশনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটের কিছু সংখ্যক শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় এ কর্মসূচি শুরু করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে বিকেল ৩টা থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আমরণ অনশন শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের এ দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন।

এদিকে শিক্ষার্থীদের আমরণ অনশন থেকে সরে এসে আলোচনার টেবিলে বসার তাগিদ নিয়ে দুপুর আড়াইটার দিকে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক, সহকারী পরিচালক, ডেপুটি পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অবস্থান নেন।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, অধ্যাপক ড. তৌহিদ হোসেন, অধ্যাপক ড. রাজিয়া খাতুন, অধ্যাপক ড. রোকনউদ্দিন, অধ্যাপক ড. ইলিয়াস এনাম, অধ্যাপক ড. আরিফুজ্জামান, অধ্যাপক ডক্টর মনির হোসেন, অধ্যাপক ড. আওলাদ হোসেন, অধ্যাপক ড. আহমেদ হাসান আলী, অধ্যাপক ড. কাউসার আহমেদ রিজভী, অধ্যাপক ড. শরিফুল ইসলাম, অধ্যাপক ড. মো. নুরুন্নবী মোল্লা, ড. সাইফুল ইসলাম, রুবায়েত মোস্তাক, ড. আওলাদ হোসেন, ড. রফিকুল ইসলাম, রাজন রায়হান।

শিক্ষকদের উদ্দেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রথম দাবিগুলো যদি মেনে নিতেন তাহলে আমরা এক দফায় আসতাম না। তারা শিক্ষকদের অনুরোধ করে বলেন, আমাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে আপনারা আমাদের সঙ্গে বসে পড়ুন। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সঙ্গে আপনারা একাত্মতা পোষণ করেন। আমরা কুয়েট ক্যাম্পাসকে সুন্দর রাখতে চাই। সবার সঙ্গে আমরা সুন্দর সম্পর্ক রাখতে চাই। আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করুন। আমরা বিশ্বাস রাখি আমাদের দাবির সঙ্গে আপনারা একাত্মতা প্রকাশ করে এখানে বসবেন।

তারা আরও বলেন, আমরা অনেক দিন ধরে আমাদের যৌক্তিক দাবির ব্যাপারে আপনাদের বলছি। কিন্তু আপনারা আমাদের দাবিকে গুরুত্ব দেননি। আমরা ৪৮ ঘণ্টা খোলা আকাশের নিচে ছিলাম। আপনারা তখন আসেননি।

শিক্ষার্থীরা আমরণ অনশনের দাবিতে অনড় থাকায় টানা আড়াই ঘণ্টা তাদের সঙ্গে আলোচনা করে অনেকটা ব্যর্থ মনোরথে শিক্ষকরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার ত্যাগ করেন।

এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আলোচনার দুয়ার খোলা আছে। আমরা আবারও তোমাদের কাছে আসব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

বিজয় থালাপতি এখন বিপাকে

১০

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১১

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১২

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৩

সুর নরম আইসিসির

১৪

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৫

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৬

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৭

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

১৮

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

১৯

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X