ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে থাকা বহিরাগত ও ভবঘুরেদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (১৯ মে) বিকেলে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভবঘুরে, মাদকাসক্ত ও অপ্রকৃতস্থমুক্ত ক্যাম্পাসের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান শাখা সংগঠনের আহ্বায়ক আব্দুল কাদের।
তিনি বলেন, বহিরাগত ও ভবঘুরেদের কারণে ঢাবি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা সবসময় আতঙ্কিত থাকে। তারা ভবঘুরেদের দ্বারা নানাভাবে হেনস্তার শিকার হয়। বিশেষ করে মেয়েদের হলগুলোর সামনের ফুটপাতে ভবঘুরেরা বেশি থাকে। ফলে মেয়েরা হলে প্রবেশের সময় এবং বের হওয়ার সময় নিরাপত্তাহীনতায় ভোগে।
কাদের বলেন, আমরা এ সমস্যা নিরসনে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি প্রস্তাবনা দিয়েছি। আমরা এও বলেছি দুটি পিক আওয়ারে, সকাল ৬টা থেকে ১০টা এবং সন্ধ্যা ৬টা থেকে ১০টা, এই দুই সময়ে মেয়েদের হলের সামনে দুইটা প্রক্টরিয়াল টিম মোতায়েন করতে।
কাদের বলেন, ক্যাম্পাসে ভবঘুরে ও উদ্বাস্তু নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন অসহায়ত্ব প্রকাশ করেছে। তারা বলেছে, কোনো ভবঘুরেকে উচ্ছেদ করলে এক ঘণ্টা পর সে আবার এসে বসে যায়। এজন্য রাষ্ট্রের সহায়তায় ভবঘুরেদের স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
ভবঘুরে উচ্ছেদে ছাত্রসংগঠনগুলোর ভূমিকাসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু ছাত্রসংগঠন ভবঘুরে উচ্ছেদে বাধা সৃষ্টি করেছে। তারা তাদের মাদার সংগঠনের পারপাস সার্ভ করতে ব্যস্ত। এসময় কাদের সেসব সংগঠনকে ছাত্রদের সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন