রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের প্রথমদিনে মনোনয়ন জমা দিয়েছেন প্রায় ১০০ জন প্রার্থী। প্রতিষ্ঠানিক ছুটি থাকায় শুক্র (৫ সেপ্টেম্বর) ও শনিবার (৬ সেপ্টেম্বর) মনোনয়ন জমা বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ও সিনেটের বিভিন্ন পদে ২৯ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া হল সংসদে ১৭টি হলে প্রায় ৭১ জন মনোনয়ন জমা দিয়েছেন। তবে কোনো প্যানেল বা ছাত্র সংগঠনের প্রতিনিধিদের মনোনয়নপত্র দাখিল করতে দেখা যায়নি।
এর আগে মনোনয়নে সংগ্রহের সময় তিন দফা বাড়ানোর পর বুধবার (৩ সেপ্টেম্বর) শেষ হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। নয় দিনে রাকসু ও সিনেট প্রতিনিধি হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেন ১২৩৩ প্রার্থী। এর মধ্যে রাকসুর কেন্দ্রীয় ২৩টি পদে ৩৯৫, সিনেটে ৮৪ জনের পাশাপাশি হল সংসদ নির্বাচনে ১৭টি হলে ৭৫৪ মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
এদিকে ছাত্রদলের আন্দোলনের মুখে নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির পর রাকসুর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৯ হাজার।
তফসিল অনুযায়ী, ৭ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল শেষ হওয়ার পর ৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা নিয়ে প্রার্থীদের আপত্তি ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর প্রত্যাহার ও ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৫ সেপ্টেম্বরে ভোট অনুষ্ঠিত হবে।
রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেতাউর রহমান জানান, শুক্র ও শনিবার প্রাতিষ্ঠানিক ছুটি থাকায় এ দুদিন মনোনয়ন দাখিল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার প্রার্থীরা আবারও মনোনয়ন জমা দিতে পারবেন। আমরা আশা করছি শেষদিন সব ছাত্র সংগঠনের প্যানেলসহ সব প্রার্থী স্বতঃস্ফূর্তভাবে মনোনয়ন জমা দিবেন।
মন্তব্য করুন