রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৫ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রাবি ছাত্রলীগের ২৬তম সম্মেলন আজ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দীর্ঘ সাড়ে সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন আজ সোমবার (১৮ সেপ্টেম্বর)। দীর্ঘদিন পর এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বর পদপ্রত্যাশীদের ব্যানার, ফেস্টুনে ভরপুর। ক্যাম্পাসজুড়ে প্রতিনিয়ত পদপ্রার্থীদের শোডাউন, রাজনৈতিক আড্ডা ও আলাপে জমে উঠেছে ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা গেছে, রাবির সাবাস বাংলাদেশ মাঠে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের উদ্বোধন করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। এদিন সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত থাকবেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আয়েন উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী, উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. সাখাওয়াত হোসেন রনি, উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. সাব্বির হোসেন এবং সহসম্পাদক আদনান হোসেনের উপস্থিত থাকবেন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি মো. গোলাম কিবরিয়া বলেন, ‘সম্মেলন উপলক্ষে ক্যাম্পাস রাজনীতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রাণবন্ত একটি সম্মেলনের প্রায় সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।’

তিনি আরও বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসারে বিবাহিত, অছাত্র, বয়স নেই- এমন কারও নেতৃত্বে আসার সুযোগ নেই। এ ছাড়া যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে কাজ করেছে; সৎ ও যোগ্য এমন প্রার্থীরাই নেতৃত্ব আসবে বলে আশাবাদী।’ গত বছরের ১২ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে শেষ পর্যন্ত সম্মেলন হয়নি। এরপর এ মাসের ৮ তারিখে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্মেলনের তারিখ জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা ৮-এ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

নিজ দলের প্রার্থীকেই অবাঞ্ছিত ঘোষণা গণঅধিকারের নেতাকর্মীদের

লক্ষ্মীপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিয়ের আগে যে ৭ প্রস্তুতি নেওয়া জরুরি

প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি পায় : মারিয়া মিম

রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, কারাগারে জেষ্ঠ্য সহকারী সচিব

বিএনপি ও জামায়াতের নেতাকে শোকজ

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যদণ্ড কার্যকর

সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে মুখোমুখি জায়েদ-তানিয়া

১০

দেশে ফিরতে চান সালাউদ্দিন

১১

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হাবিব ওয়াহিদ

১২

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

১৩

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

১৪

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

১৫

১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ 

১৬

২৫ বছরের কৃষি পরিকল্পনা ঠিক করেছে সরকার

১৭

ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার কংগ্রেসের মুসলিম নারী সদস্য

১৮

ঘুমের মধ্যে পায়ের রগে টান লাগলে যে দোয়া পড়বেন

১৯

অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

২০
X