যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধ্যাপককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে সিন্ডিকেট ৫৪৮তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এবং সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ৩১ জানুয়ারি দুপুরে উপাচার্য শিরীণ আখতার বরাবর এক শিক্ষার্থী নিজ বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিন এর বিরুদ্ধে লিখিতভাবে যৌন হয়রানি, যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ দেন। এরপরে বিষয়টি নিয়ে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভাগের শিক্ষার্থীরা অভিযুক্ত ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে লাগাতার মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করতে থাকে।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিভাগের সকল কার্যক্রম থেকে গত ১ ফেব্রুয়ারি ওই অধ্যাপককে সাময়িকভাবে অপসারণ করে কর্তৃপক্ষ। পরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন সেলে অভিযোগের আলোকে তদন্ত কমিটি গঠন করা হয়।
গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তদন্ত কমিটি যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ সেলে রিপোর্ট জমা দেয়। পরে শুক্রবার সকালে তদন্ত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওই দিন রাতে জরুরি সভা ডাকেন উপাচার্য শিরীণ আখতার। সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তে অভিযুক্ত অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
মন্তব্য করুন