ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৫:০৬ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির সেন্ট্রাল লাইব্রেরিতে ছাত্রীদের মারামারি, চুলাচুলি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে ছাত্রীদের মারামারি। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে ছাত্রীদের মারামারি। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক হলের ক্যান্টিনে কথাকাটাকাটির জের ধরে কেন্দ্রীয় গ্রন্থাগারে (সেন্ট্রাল লাইব্রেরি) এসে এক নারী শিক্ষার্থীর ওপর হামলা করে মারধর করেছে আরেক নারী শিক্ষার্থী। সোমবার (০৪ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তিনতলার এক্সটেনশনে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, অভিযুক্ত এই নারীর নাম হাসনাহেনা তমা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি কবি সুফিয়া কামাল হলের সাবেক আবাসিক শিক্ষার্থী। বর্তমানে তিনি বিভিন্ন চাকরির প্রস্তুতির জন্য পড়াশোনা করছেন।

অন্যদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী।

ঘটনার পর পরই হামলাকারী ওই নারী শিক্ষার্থীসহ দুজনকেই সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে নেওয়ার পর অভিযুক্তের স্বামীকে ডেকে আনলে তিনি তার স্ত্রীর কর্মকাণ্ডের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং আর কোনোদিন তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এবং আবাসিক হল ব্যবহার করবেন না মর্মে লিখিত দেন। একইসঙ্গে, অভিযুক্ত ওই নারীও নিজের ভুল স্বীকার করেন।

এসময় প্রক্টর অফিসের সামনে অবস্থানরত কেন্দ্রীয় গ্রন্থাগারের মারামারির ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী কালবেলাকে বলেন, আজ সেন্ট্রাল লাইব্রেরিতে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। আমরা লাইব্রেরিতে পড়াশোনা করছিলাম, এমন সময় তিনতলায় আইবি বিভাগের ২০১১-১২ সেশনের হাসনাহেনা তমা নামে পরিচয় দানকারী এক মেয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের এক আপুকে হঠাৎ করেই মারধর করা শুরু করে। এর আগে তারা কী যেন বলছিল। আপুটি পড়াশোনা করা অবস্থায় প্রথমেই তাকে একটি থাপ্পড় দেয়, তারপর উনি দাঁড়িয়ে গেলে তার চুলে ধরে টেবিলে তার মাথাকে আঘাত করতে থাকে। এসময় তার অনেকগুলো চুল ছিঁড়ে ফেলেছে এবং টেবিলে এমনভাবে আঘাত করেছে, তার চশমার গ্লাসে দাগ পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে গিয়ে অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে পারছিলাম না, সে এতটাই এগ্রেসিভ ছিল।

তারা বলেন, ঘটনার সূত্রপাত সকালে রোকেয়া হলের ক্যান্টিন থেকে। আমরা শুনেছি, ওখানে না কি সে (অভিযুক্ত) অনেক কিছু খেয়ে মাত্র ২০ টাকা বিল দিচ্ছিল, তখন যে আপুটার ওপর সে হামলা করেছে সেই আপুটা না কি বলেছিল, আপনি এত কিছু খেয়ে মাত্র বিশ টাকা বিল দিচ্ছেন কেন? সেটা নিয়ে তাদের মধ্যে একটু কথাকাটাকাটি হয়তো হয়েছিল। সেই জেরেই মূলত লাইব্রেরিতে তার তার এই কাণ্ড। লাইব্রেরিতে আসার পর তাকে খুঁজে খুঁজে বের করে বাইরে নিয়ে যাওয়ার কথা বললে বাইরে না যাওয়ায় লাইব্রেরির ভেতরেই তার ওপর হামলা চালায় সে।

নিয়মিত কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়াশোনা করা আজকের ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী বলেন, তার এই ধরনের কর্মকাণ্ডের জন্য সাইন্স লাইব্রেরইতে সে অবাঞ্চিত, সেখানে সে যেতে পারে না। কয়েক দিন আগে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতেই ওয়াশরুমের সিরিয়াল নিয়ে অন্যান্য মেয়েদের সঙ্গে ঝামেলা করেছে। নামাজের রুমে ময়লা করা নিয়েও ঝামেলায় জড়িয়েছে। বিভিন্ন জায়গায় এরকম ঝামেলা করলে মেয়েরা যখন রিপ্লাই দেয়, তাদের ওপর তখন সে এগ্রেসিভ হয়ে যায়। লাইব্রেরিতে যারা পড়াশোনা করেন তারা সবাই জানে এর কাহিনি, সবাই বিরক্ত। তার স্বামী না কি বিসিএস ক্যাডার এবং ম্যাজিস্ট্রেট, এগুলো পরিচয় দিয়ে সে বরাবরই অনেক মেয়েদের সঙ্গে এমন এগ্রেসিভ আচরণ করে।

ঘটনার ভুক্তভোগী নারী শিক্ষার্থী বলেন, লাইব্রেরিতে আমার ওপর যে হাত তুলেছে তার নাম হাসনাহেনা তমা। সুফিয়া কামাল হলে না কি তার অ্যাটাচ ছিল। তার সেশন ছিল ২০১১-১২। সে আমাদের রোকেয়া হলে প্রতিদিন নিয়ম অমান্য করে ঢুকে এবং ক্যান্টিনে খায়। আমাদের মেয়েদের হলগুলোর নিয়ম হলো, বর্তমান স্টুডেন্ট হলেও এক হলের কেউ আরেক হলে ঢুকতে পারে না। কিন্তু, সে নিয়মের তোয়াক্কা না করেই রেগুলার হলে ঢুকে। আজ সকালে আমি ক্যান্টিনে খেতে গেছি, সেও গেছে। যখন আমি দেখলাম, সে ক্যান্টিনে ডিম, পরোটা, ডাল এবং সবজি খাওয়াতে ৪০ টাকার বেশি বিল আসলেও সে মাত্র ২০ টাকা বিল দিচ্ছে, তখন আমি তাকে বলেছি, আপু আপনি এতকিছু খেয়েও যে ২০ টাকা বিল দিচ্ছেন? এটা আমি আসলে কখনোই বলতাম না, কিন্তু আমি জানি, সে হলের বাইরের, অবৈধভাবে ঢুকে এবং লাইন ব্রেক করে এসে ক্যান্টিনের খাবার নেয়। বিল ২০ টাকা দেওয়া প্রসঙ্গে আমি কথা বলায় সে ক্ষিপ্ত হয়ে হয়ে যায়। তখন সে বলে আমি ডিম বাসা থেকে নিয়ে এসেছি। এরপর আমি আর কথা না বাড়িয়ে চলে যাই ক্যান্টিন থেকে।

এই শিক্ষার্থী তাকে মারধরের ঘটনা বর্ণনায় বলেন, হলের ওই ঘটনার পর লাইব্রেরিতে আসছি, এটা সে খেয়াল করেছে। লাইব্রেরির তিনতলায় এসে আমি পড়াশোনা করছি, এমন সময় সে এসে বলে, তোর সঙ্গে আমার কথা আছে, তুই বের হ। তার এই কথাটা একটু আক্রমণাত্মক মনে হলো। যার কারণে আমি বলেছি, না আপনার সঙ্গে আমার তো কোনো কথা নাই। আপনি যান, আমি পড়াশোনা করছি। তখন সে বলে উঠল যে, কখন বের হবি? আমি তখন বললাম, ঠিক নাই। এসময় সে বলে উঠলো, যদি এখন না বের হস, তাহলে তোকে আমি থাপড়াব এবং সঙ্গে সঙ্গেই সে আমার গালে সজোরে একটা থাপ্পড় মারে। এরপর যখন আমি দাঁড়ালাম, তখন সে আমার চুলে ধরে আমার মুখ টেবিলের মধ্যে বারবার লাগিয়ে আঘাত করতে থাকে। এ সময় আমার নাক, কপাল এবং মুখে প্রচণ্ড ব্যথা পাই। চশমায় দাগ পড়ে যায়। হাত কেটে যায়। সে আমার অনেকগুলো চুলও ছেড়ে ছিঁড়ে ফেলেছে।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের আরেক নারী শিক্ষার্থী বলেন, সেন্ট্রাল লাইব্রেরিতে মেয়েদের যে কমনরুম আছে সেখানে নামাজের জায়গায় উনি সবসময় নোংরা করে রাখেন, টয়লেটের যে সাবান আছে সেই সাবান দিয়ে খাবারের বক্স ধৌত করেন এবং এই ধরনের কিছু বিষয় নিয়ে আমি তাকে বুঝিয়ে বলার পরে সে আমার ওপর রেগে ছিল। একদিন নামাজের জায়গায় তার বক্সগুলো রাখা ছিল, তখন সেগুলো আমি একটু সাইড করে রাখার কারণে, আমি যে জায়গায় আমার জায়নামাজটা রাখি সেখানে সে একটা চিরকুট রেখে আসে। যেখানে লেখা ছিল- ‘তুমি কোন মহারানি? তুমি কেন আমার বক্স সরিয়ে রাখছ? তোমাকে যদি পাই তাহলে উপর থেকে ফেলে দেব।’ এর কিছুদিন পর তাকে বলেছিলাম, আপু আপনি আমাকে এই কথাটা কেন লিখেছেন? এবং আমার জায়নামাজটা ফেলে রাখার কারণ জিজ্ঞেস করলে সে আমার ওপর চড়াও হয়ে বলতেছিল, তুই নিচে আয়, বাইরে আয়, তোরে সিঁড়ি থেকে নিচে ফেলে দেব, এই সেই। মানে আমাকে সে লাইব্রেরির ভেতরেই মারবে এরকম একটা পরিস্থিতি করেছিল।

অভিযুক্তের স্বামী প্রক্টর অফিসে অবস্থান করাকালে বলেন, আমার স্ত্রীর চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, কোনো চাকরি হচ্ছে না দীর্ঘদিন। যার কারণে, ও একটু মানসিকভাবে বিপর্যস্ত আছে। যার কারণে হয়তো এই কাজটি হয়ে গেছে। এজন্য তার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সামনে এদিকে তার না আসার ব্যাপারে, আমি আমার সাধ্যানুযায়ী চেষ্টা করব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের মতো একটা সেনসেটিভ জায়গায় এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার পরপরই দুজনকেই আমাদের অফিসে নিয়ে আসা হয় এবং পরেই আমরা হাসনাহেনা তমার স্বামীকে ডেকে আনি। ঘটনা জানার পর তমা তার নিজের ও অন্যান্য শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় লাইব্রেরি বা হলগুলোতে আর আসবেন না এই মর্মে তার স্বামী একটি লিখিত দেন এবং দুঃখপ্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০ মে : আজকের নামাজের সময়সূচি

এপ্রিলে সীমান্তে ১০১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

আওয়ামী লীগকে নিষিদ্ধে সর্বদলীয় কনভেনশনের আহ্বান এবি পার্টির

আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে : সপু

সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর ওপর নিরাপত্তা নির্ভর করে না : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না : আমিনুল হক

কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে পানি ছেটানো নিয়ে যা জানাল ডিএনসিসি

স্কুল পড়ুয়া ৩৭ শিক্ষার্থী পেল বাইসাইকেল

১০

স্বাস্থ্য পরামর্শ / হিটস্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করতে হবে

১১

বাবাকে হত্যায় মেয়ে শিফার দোষ স্বীকার

১২

সুন্দরবন দিয়ে ৬২ জনকে পুশইন বিএসএফের

১৩

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

১৪

নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, প্রাণনাশের হুমকি

১৫

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে এনসিপির বিশেষ বার্তা

১৬

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

১৯

শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিলেন ঢাবি ছাত্রদল নেতা

২০
X