কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

২৮৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগ প্রদানের দাবি

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নিয়োগ বঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিরা। ছবি : কালবেলা
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নিয়োগ বঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিরা। ছবি : কালবেলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ২৮৫ শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি অবিলম্বে নিয়োগ প্রদানের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে নিয়োগ বঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিরা সহকারী শিক্ষক পদে অবিলম্বে তাদের নিয়োগের দাবি জানান।

তারা জানান, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও কোটা বাস্তবায়ন না হওয়ায় আড়াই বছরেও নিয়োগ পাননি। ৩৭ হাজার ৫৭৪ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিলেও এতিম/প্রতিবন্ধী কোটা বিভাজনে ১০ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়নি। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের ভুলের কারণে এই নিয়োগটি কাযকরী হয়নি। কারণ তারা ভেবেছিল এই পদটি দ্বিতীয় শ্রেণীর।

তারা আরও জানান , জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আমরা এ ব্যাপারে পত্র মারফত জানতে চাইলে তারা আমাদের জানায় এটা তৃতীয় শ্রেণী। এই জটিলতার কারণে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় আমাদের নিয়োগ দেয়নি। এরপর আদালতের দ্বারস্থ হই আমরা। ২০২৪ সালের ১৪ জানুয়ারি মামলার রায়েও ২৮৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে সহকারী শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দেয়।

দৃষ্টি প্রতিবন্ধী চাকরি প্রত্যাশী সাজ্জাদ হোসেন সাজু বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ৩৫ (১) এ বলা হয়েছে, প্রতিবন্ধিতার ধরণ অনুযায়ী, উপযোগী কোনে কাজে নিযুক্ত হতে কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে বঞ্চিত বা তার প্রতি বৈষম্য করা বা তাকে বাধাগ্রস্ত করা যাবে না।

তিনি আরও বলেন, জাতিসংঘের ইউএনসিআরপিডিতে বলা হয়েছে প্রতিবন্ধিতার কারণে কেউ কোনো বৈষ্যমের শিকার হবে না। তাহলে আমরা কেনো বৈষম্যের শিকার হচ্ছি। প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, সমাজকল্যাণ উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি আদালতের রায়ের ভিত্তিতে আমাদের নিয়োগ দেওয়া হোক।

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি আজিজুল হাকিম বলেন, আমার জেলা পাবনার বেড়া উপজেলায় সহকারী শিক্ষক পদে ৭৮ জনের নিয়োগ হলেও কোনো প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগ হয়নি।

তারা জানান, আমাদের জীবন থেকে আড়াই বছর হারিয়ে গেছে। এদিকে চাকরির বয়সসীমা ৩২ করা হয়েছে। আমাদের নিয়োগ না দিলে আমাদের ভবিষ্যত হারিয়ে যাবে।

আমাদের দাবি না মানলে, আমরা ২৮৫ নিয়োগ প্রাথী আলোচনার মাধ্যমে আন্দোলনের ডাক দিবো।

এসময় আরও বক্তব্য দেন দৃষ্টি প্রতিবন্ধী কামাল হোসেন, কৌশিক আহমেদ সজীব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভশ্রীর নতুন 

রাকসুর নির্বাচিতদের গেজেট রাতে, শপথ ২৬ অক্টোবর

নীরবতা শেষে নতুন রূপে অ্যাডেল

জোবায়েদ হত্যা : দোষীদের ফাঁসির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশের মানুষ আধিপত্যবাদ আর মেনে নেবে না : রাশেদ প্রধান

স্কুল-কলেজ কমিটির সভাপতি পদে সরকারি কর্মকর্তা মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত

যে কারণে মায়ামিতে বাতিল করা হলো বার্সেলোনার ম্যাচ

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দুই দলের সংলাপ

ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার মেয়ের মুক্তি দাবি বাবার

মারা গেলেন জনপ্রিয় গায়ক ঋষভ ট্যান্ডন

১০

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬

১১

মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন

১২

বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক হবে : আমীর খসরু

১৩

হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

১৪

কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না?

১৫

স্ক্রিনশট যাচাই করছে পুলিশ, কারাগারে বুয়েটছাত্র শ্রীশান্ত

১৬

ফের বিয়ে করলেন জেমস, হয়েছেন বাবাও 

১৭

সড়কের নিরাপত্তা উন্নয়নে জেস টায়ারের ব্যতিক্রমী আয়োজন

১৮

শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী / সাবেক আইজিপি অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

১৯

ইবতেদায়ি শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা 

২০
X