বায়োচারে কৃষকের সম্ভবনাময় অর্থনীতির দ্বার খুলতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গাজীপুর সিসিডিবি ক্লাইমেট সেন্টারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত দেশে প্রথমবারের মতো কার্বন ফেস্ট এগ্রিডিকার্বাথনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বায়োচার (কার্বনসমৃদ্ধ জৈব সার) জমিতে ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্যও রক্ষা হচ্ছে। একটি সম্ভাবনাময় কৃষি প্রযুক্তি, যা মাটিতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলভাবে কার্বন সঞ্চয়ের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি চর্চা নিশ্চিত করে। কৃষিতে এর প্রয়োগ শুধু ফসল উৎপাদন বৃদ্ধিতেই নয়, বরং কার্বন বাজারে বায়োচারের অন্তর্ভুক্তি কৃষকদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বারও খুলে দিতে পারে।
বক্তারা বলেন, কার্বন ফেস্টের উদ্যোগ বাংলাদেশের কার্বন-সহনশীল ভবিষ্যতের জন্য শক্তিশালী একটি পদক্ষেপ। ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের কার্বন ক্রেডিট, কার্বন ফাইন্যান্স, কার্বন মার্কেট, কার্বন ট্রেডিং, কার্বন সিকোয়েস্ট্রেশন ও কার্বন নিউট্রালিটির ব্যাপারে আরও গভীর উপলব্ধি তৈরি হবে। ভবিষ্যতে তাদের জলবায়ু বিষয়ক উদ্ভাবনের ব্যাপারে আরও বেশি আগ্রহী করে তুলবে।
আয়োজকদের ভাষ্যমতে, আয়োজনটি বাংলাদেশের কার্বন সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধান এগিয়ে নেওয়ার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। এতে কার্বন ফেস্ট জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ, জলবায়ু প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, কার্বন উদ্যোক্তা, বিভিন্ন পেশাজীবী, কৃষিবিদ, উন্নয়নকর্মী, গবেষক এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও মতামত উঠে এসেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে জাতীয় এবং ক্রমান্বয়ে আন্তর্জাতিকভাবে কার্বন সেক্টরকে উপলক্ষ্য করে এমন অনুষ্ঠান আয়োজন করেছেন তারা।
ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) এক্সিকিউটিভ ডিরেক্টর জুলিয়েট কেয়া মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো: সাইফুল ইসলাম আফ্রাদ, সিসিডিবির ডেপুটি ডিরেক্টর চন্দন চার্লস গোমেজ, এনভোলিড লিমিটেডের সিইও মোরশেদুল বারী এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রায়হান ফেরদৌস প্রমুখ।
এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হেলভেটাস বাংলাদেশ, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, গ্রামীণ শক্তি, ওএইচএসই ফাউন্ডেশন, কার্বোবোন, ফিউচার কার্বন লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশের প্রথম কার্বন ফেস্টে প্যানেল আলোচনা, পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন, ভিডিও ডকুমেন্টারি কম্পিটিশন, কার্বন কোয়েস্ট, জলবায়ু প্রতিযোগসহ তিনটি অনলাইন ট্রেইনিং সেশন আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গাজীপুরের বেশ কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে সহযোগিতা করেছে এনভোলিড লিমিটেড, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টদ (আইসিসিসিএডি) ও এগ্রোট্রেন্ডস।
মন্তব্য করুন