কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
একাদশে ভর্তি

দ্বিতীয় ধাপে কলেজ পেল ২ লাখ ৭২ হাজার শিক্ষার্থী

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে প্রথম ধাপে নির্বাচিতদের মধ্যে মাইগ্রেশনের আবেদন করা শিক্ষার্থীরা কে, কোন কলেজ পেয়েছে, তাও প্রকাশ করা হয়েছে। শনিবার রাতে একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। নতুন করে আবেদনকারীরা এবং প্রথম ধাপে আবেদন করেও কলেজ না পাওয়া শিক্ষার্থীরা এই ধাপে আবেদন করেছে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, প্রথম ধাপে আবেদন করে কলেজ পেয়েও নিশ্চয়ন করেনি ২ লাখ ৮২ হাজার শিক্ষার্থী। সে কারণে প্রথম ধাপে কলেজ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। আবার ওই পৌনে তিন লাখ শিক্ষার্থীর সবাই দ্বিতীয় ধাপেও আবেদন করেনি। ফলে মোট কলেজ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে আবেদন করে কলেজ পেয়েছে ২ লাখ ৭২ হাজার ৮১৭ জন। আবেদন করেও কলেজ পায়নি ২২ হাজারের বেশি শিক্ষার্থী। আর ২৩ হাজারের বেশি শিক্ষার্থী প্রথম ধাপে মাইগ্রেশনের সুযোগ পেয়েছে। তবে, নিশ্চয়নকারী কমে যাওয়ায় এখন দুই ধাপ মিলিয়ে কলেজ পাওয়া শিক্ষার্থী এখন ১২ লাখ ৫১ হাজার ৯২৮ জন। যা প্রথম ধাপে ছিল ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন। অন্যদিকে, এখন পর্যন্ত জিপিএ-৫ পেয়েও কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৯১ জন। এটি প্রথম ধাপে ছিল ৮ হাজার ৫৫৮ জন। এবার এসএসসিতে পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। অন্যদিকে, একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে ২৬ লাখ ৪ হাজার ৮৫৬টি।

জানা গেছে, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়ন শুরু হয়েছে রোববার সকাল ৮টা থেকে। আজ সোমবার রাত ৮টা পর্যন্ত এ নিশ্চায়ন প্রক্রিয়া চলবে। শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ে ৩৩৫ টাকা ফি পরিশোধ করে এ নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। এদিকে দ্বিতীয় ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের জন্য তৃতীয় ধাপে আবেদনের সুযোগ থাকছে। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে।

একাদশে ভর্তি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ বছর বিভিন্ন কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় সিনেমায় হাসিনার চরিত্র, ট্রেলারে উঠে এলো ভারত-বাংলাদেশের সম্পর্ক

নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ ভরিতে কত?

পাচারের সময় ৭২ বস্তা সরকারি চালসহ মাঝি আটক

চোখ দেখেই বোঝা যাবে শরীরে কী রোগ হয়েছে

কেরালায় মস্তিষ্কখেকো অ্যামিবা সংক্রমণে ১৯ জনের মৃত্যু, বাঁচার উপায় কী

গাজায় চালু থাকা কয়েকটি হাসপাতালের কাছে হামলা, নিহত ১৯

আজ রাজধানীতে বিক্ষোভে নামছে জামায়াতসহ ৭ দল, জেনে নিন সময়-স্থান

‘টুপি পরার অপরাধে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো’

লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি

১০

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক

১১

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

১২

ভারতের কারাগারে বাংলাদেশি ৩ কিশোর, উৎকণ্ঠায় পরিবার

১৩

দূরে সরে যাচ্ছে চাঁদ, ‘বিপদে’ পড়ছে পৃথিবী?

১৪

বিশ্লেষণ / ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন কি সম্ভব

১৫

৪ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল, পাবেন আবাসন সুবিধা

১৬

‘ফেসবুক মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারাচ্ছে অনেকেই’

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

১৯

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

২০
X