কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
একাদশে ভর্তি

দ্বিতীয় ধাপে কলেজ পেল ২ লাখ ৭২ হাজার শিক্ষার্থী

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে প্রথম ধাপে নির্বাচিতদের মধ্যে মাইগ্রেশনের আবেদন করা শিক্ষার্থীরা কে, কোন কলেজ পেয়েছে, তাও প্রকাশ করা হয়েছে। শনিবার রাতে একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। নতুন করে আবেদনকারীরা এবং প্রথম ধাপে আবেদন করেও কলেজ না পাওয়া শিক্ষার্থীরা এই ধাপে আবেদন করেছে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, প্রথম ধাপে আবেদন করে কলেজ পেয়েও নিশ্চয়ন করেনি ২ লাখ ৮২ হাজার শিক্ষার্থী। সে কারণে প্রথম ধাপে কলেজ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। আবার ওই পৌনে তিন লাখ শিক্ষার্থীর সবাই দ্বিতীয় ধাপেও আবেদন করেনি। ফলে মোট কলেজ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে আবেদন করে কলেজ পেয়েছে ২ লাখ ৭২ হাজার ৮১৭ জন। আবেদন করেও কলেজ পায়নি ২২ হাজারের বেশি শিক্ষার্থী। আর ২৩ হাজারের বেশি শিক্ষার্থী প্রথম ধাপে মাইগ্রেশনের সুযোগ পেয়েছে। তবে, নিশ্চয়নকারী কমে যাওয়ায় এখন দুই ধাপ মিলিয়ে কলেজ পাওয়া শিক্ষার্থী এখন ১২ লাখ ৫১ হাজার ৯২৮ জন। যা প্রথম ধাপে ছিল ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন। অন্যদিকে, এখন পর্যন্ত জিপিএ-৫ পেয়েও কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৯১ জন। এটি প্রথম ধাপে ছিল ৮ হাজার ৫৫৮ জন। এবার এসএসসিতে পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। অন্যদিকে, একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে ২৬ লাখ ৪ হাজার ৮৫৬টি।

জানা গেছে, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়ন শুরু হয়েছে রোববার সকাল ৮টা থেকে। আজ সোমবার রাত ৮টা পর্যন্ত এ নিশ্চায়ন প্রক্রিয়া চলবে। শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ে ৩৩৫ টাকা ফি পরিশোধ করে এ নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। এদিকে দ্বিতীয় ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের জন্য তৃতীয় ধাপে আবেদনের সুযোগ থাকছে। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে।

একাদশে ভর্তি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ বছর বিভিন্ন কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনজি চালকদের জরুরি নির্দেশনা দিলেন এসএমপি কমিশনার

যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ

মুফতি অপহরণ  / আগেই কোনো পক্ষকে দায়ী না করার আহ্বান জিএমপির

বিশেষ একটি প্রতীকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে কোথায় আছে : মুরাদ

নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে সরাতে হবে : আমীর খসরু 

সুবিধাবাদী মহল ইসলামকে নিজেদের মতো উপস্থাপন করতে চাইছে : জমিয়ত

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি সব সিদ্ধান্ত বাতিলের দাবি

৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক 

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ২১ দফা দাবি বিএফইউজের 

প্রভাতফেরী’র সদস্য মরহুমা হাসনেয়ারার স্মরণসভা

১০

বিএনপিতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী

১১

নির্বাচনের আগেই গণভোট হতে হবে : মামুনুল হক

১২

চলনবিল থেকে বিশ্বমঞ্চে, রেজোয়ানের ভাসমান স্কুল পেল ইউনেস্কো পুরস্কার

১৩

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

১৪

বাংলাদেশে অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের দুটি নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করল এস সি জনসন

১৫

পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মীরা

১৬

বিভাজন কোনোভাবেই জয় আনবে না : ডা. জাহিদ

১৭

‘বাংলাদেশের জন্য তারেক রহমানের ভিশনারি নেতৃত্বের বিকল্প নেই’

১৮

খতমে নবুওয়তের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

১৯

একটা দল শেখ হাসিনার মতোই মিথ্যাচার করছে : রিজভী

২০
X