বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
একাদশে ভর্তি

দ্বিতীয় ধাপে কলেজ পেল ২ লাখ ৭২ হাজার শিক্ষার্থী

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে প্রথম ধাপে নির্বাচিতদের মধ্যে মাইগ্রেশনের আবেদন করা শিক্ষার্থীরা কে, কোন কলেজ পেয়েছে, তাও প্রকাশ করা হয়েছে। শনিবার রাতে একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। নতুন করে আবেদনকারীরা এবং প্রথম ধাপে আবেদন করেও কলেজ না পাওয়া শিক্ষার্থীরা এই ধাপে আবেদন করেছে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, প্রথম ধাপে আবেদন করে কলেজ পেয়েও নিশ্চয়ন করেনি ২ লাখ ৮২ হাজার শিক্ষার্থী। সে কারণে প্রথম ধাপে কলেজ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। আবার ওই পৌনে তিন লাখ শিক্ষার্থীর সবাই দ্বিতীয় ধাপেও আবেদন করেনি। ফলে মোট কলেজ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে আবেদন করে কলেজ পেয়েছে ২ লাখ ৭২ হাজার ৮১৭ জন। আবেদন করেও কলেজ পায়নি ২২ হাজারের বেশি শিক্ষার্থী। আর ২৩ হাজারের বেশি শিক্ষার্থী প্রথম ধাপে মাইগ্রেশনের সুযোগ পেয়েছে। তবে, নিশ্চয়নকারী কমে যাওয়ায় এখন দুই ধাপ মিলিয়ে কলেজ পাওয়া শিক্ষার্থী এখন ১২ লাখ ৫১ হাজার ৯২৮ জন। যা প্রথম ধাপে ছিল ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন। অন্যদিকে, এখন পর্যন্ত জিপিএ-৫ পেয়েও কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৯১ জন। এটি প্রথম ধাপে ছিল ৮ হাজার ৫৫৮ জন। এবার এসএসসিতে পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। অন্যদিকে, একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে ২৬ লাখ ৪ হাজার ৮৫৬টি।

জানা গেছে, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়ন শুরু হয়েছে রোববার সকাল ৮টা থেকে। আজ সোমবার রাত ৮টা পর্যন্ত এ নিশ্চায়ন প্রক্রিয়া চলবে। শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ে ৩৩৫ টাকা ফি পরিশোধ করে এ নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। এদিকে দ্বিতীয় ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের জন্য তৃতীয় ধাপে আবেদনের সুযোগ থাকছে। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে।

একাদশে ভর্তি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ বছর বিভিন্ন কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুর ক্যান্টিনে ভাঙচুর করা ব্যক্তির বিষয়ে যা জানা গেল

শেষ মুহূর্তে সিলেট টাইটান্সের বড় চমক

শ্রাবণের পরিবর্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী আজাদ

সিলেটে এক ঘণ্টা অবস্থান করবেন তারেক রহমান, কড়া নিরাপত্তা

ভোটারদের কাছে নিরাপত্তাই এখন বড় রাজনৈতিক প্রত্যাশা

স্লোগানে-স্লোগানে রাতেও মুখর ৩০০ ফিট এলাকা

লন্ডন থেকে দেশের পথে তারেক রহমান

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ

অবসরকালীন ছুটিতে দুলাল মাহমুদ

দুটি সরকারি, দুটি বেসরকারি / কোয়ার্টারে বাংলাদেশের চার জুটি

১০

তারেক রহমানের জন্য মসজিদ-মাদ্রাসায় দোয়ার আহ্বান কায়কোবাদের

১১

নতুন দায়িত্ব পেলেন আলী রীয়াজ

১২

জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

১৩

ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি

১৪

হাতে বিষ, শরীরে কাফনের কাপড় জড়িয়ে সাংবাদিকের কর্মসূচি

১৫

রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচন / দ্বিতীয় দফার ভোট ২ জানুয়ারি ঢাকায়, ব্যালট বাক্স রাখা হয়েছে থানায়

১৬

সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৭

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৮

সিলেট-২ আসনে বিএনপির চূড়ান্ত টিকেট পেলেন ইলিয়াসপত্নী লুনা

১৯

মগবাজারে বোমা হামলায় নিহত যুবকের পরিচয়

২০
X