কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম

মডেল মেঘনা আলম। ছবি : সংগৃহীত
মডেল মেঘনা আলম। ছবি : সংগৃহীত

প্রতারণার মামলায় জামিন ও ডিটেনশন আইনে আটকাদেশ বাতিলের পর কারামুক্ত হলেন আলোচিত মডেল মেঘনা আলম। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি। ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় তিনি জামিন পান। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত শুনানি শেষে নারী বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন।

গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মডেল মেঘনা কারাগারে পাঠানো হয়। পরে তার ৩০ দিনের আটকাদেশ বাতিল হয়েছিল। গত ১৭ এপ্রিল এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান।

মামলায় অভিযোগ থেকে জানা গেছে, মেঘনা আলম, দেওয়ার সমিরসহ অজ্ঞাতনামা ২/৩ জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক/প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে কৌশলে বিভিন্ন উপায়ে অবৈধ পন্থা অবলম্বনের মাধ্যমে তাদের সম্মানহানীর ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে।

দেওয়ান সমির কাওয়াই গ্রুপের নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও এবং সানজানা ইন্টারন্যাশনাল নামক একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের ফার্মের মালিক মর্মে জানা যায়। এ ছাড়া ইতোপূর্বে মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। বিভিন্ন আকর্ষণীয়, সুন্দরী মেয়েদেরকে তার প্রতিষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে সহজে যাতায়াত নিশ্চিত করতো।

দেওয়ান সমির তার ম্যানপাওয়ার ও অন্যান্য ব্যবসাকে অধিকতর লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে চক্রান্তের অংশ হিসেবে অসৎ উদ্দেশ্যে তার সহযোগী আসামিদের সহায়তায় ও অসৎ উদ্দেশ্যে বিভিন্ন কূটনীতিককে টার্গেট করে ব্ল্যাকমেইল করে বড় অঙ্কের টাকা চাঁদা হিসেবে দাবি করে আদায় করে থাকে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল মেঘনা আলমকে আটক করে ডিবি। এরপর ওইদিন রাতে শুনানি শেষে ডিটেনশন আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মডেল মেঘনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে ১৭ এপ্রিল ধানমন্ডি থানার প্রতারণার মামলায় মেঘনা গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া মেঘনার সহযোগী দেওয়ান সমিরকে গ্রেপ্তার করে গত ১২ এপ্রিল ভাটারা থানার প্রতারণা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া গত ১৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২২ এপ্রিল এ মামলায় তার আরও ৪ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ড শেষে গত ২৭ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কের উপরে অবৈধ সিএনজি স্ট্যান্ড, আটক ৪

৫ প্রকৌশলী ও এক স্থপতিকে বরখাস্ত

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

উপসচিব এনকেবির ভাইরাল পোস্ট  / পুলিশের গোলাবারুদের হিসাব হয় ধানমন্ডির এক বাসায় 

রাজবাড়ীতে হত‌্যা মামলায় দুজনের যাবজ্জীবন

পঞ্চগড়ে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

দুই ভাইয়ের সঙ্গে এক নারীর বিয়ে, যে তথ্য সামনে এলো

ডেঙ্গুতে একদিনে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬

২০২৬ বিশ্বকাপের ড্রয়ের সময় ও ভেন্যু চূড়ান্ত!

সংসদীয় আসন বাড়ছে গাজীপুরে, কমছে বাগেরহাটে : ইসি

১০

জকসুর রোডম্যাপ চেয়ে আলটিমেটাম 

১১

সংবাদের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান প্রধান বিচারপতির

১২

কাজে না আসা নীতিমালাগুলো পরিবর্তন করে এগোতে হবে : প্রধান উপদেষ্টা

১৩

৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, ১৪ দেশে সুনামি সতর্কতা

১৪

ঐকমত্য কমিশনের আলোচনা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে : আলী রীয়াজ

১৫

৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

শাকিবের সিনেমা নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন পরিচালক-প্রযোজক

১৭

হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি ‘হত্যা’

১৯

চাঁদাবাজদের নাম প্রকাশের দাবি ফারুকের

২০
X