কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বাঙালিদের কাছে আলু কেন এত জনপ্রিয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলার প্রতিটি রান্নাঘরে আলুর উপস্থিতি চোখে পড়ার মতো। আজকের দিনে বাঙালিদের কাছে আলু যেন নিছক এক সবজি নয়—এটি ইতিহাস, সংস্কৃতি এবং স্বাদের অনন্য এক প্রতিনিধি। তবে আলুর এই অগাধ জনপ্রিয়তার পেছনে কেবল স্বাদ বা ব্যবহারিক দিক নয়, রয়েছে এক গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভূমিকা, যা একে বাঙালির জীবনের সঙ্গে অটুটভাবে জুড়ে দিয়েছে।

ব্রিটিশদের হাত ধরে আলুর আগমন

আলুর উৎপত্তি দক্ষিণ আমেরিকায়, তবে ভারতবর্ষে এর আগমন হয় ব্রিটিশ শাসনকালে। ১৭শ ও ১৮শ শতকে ব্রিটিশরা আলুকে কৃষিজ ফসল হিসেবে ভারতবর্ষে চাষ শুরু করে। বাংলার উর্বর মাটি এবং অনুকূল আবহাওয়া আলু চাষে উপযোগী হওয়ায় এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

যদিও এটি বিদেশি ফসল ছিল তবে বাঙালিরা একে বিদেশি বলে দূরে ঠেলে দেয়নি; বরং বাঙালির উদ্ভাবনী রন্ধনশৈলীর জোরে আলু এমনভাবে স্থানীয় রান্নায় ঢুকে পড়ে যে, আজ আর একে আলাদা করে চেনা যায় না। বাঙালি মাংসের রান্না, নিরামিষ ঘরোয়া তরকারি, এমনকি সবার প্রিয় আলুর দম—সব জায়গাতেই আলু আপন জায়গা দখল করে নিয়েছে।

ঐতিহাসিকভাবে আলু হয়ে উঠেছে দুর্ভিক্ষ, খাদ্যসংকট এবং দুর্যোগকালে এক আশীর্বাদ। ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষে অন্যান্য খাদ্য কম থাকলেও আলু অনেক পরিবারকে বাঁচিয়ে রেখেছিল। এর সংরক্ষণযোগ্যতা, পুষ্টিগুণ ও সহজলভ্যতাই তখন আলুকে করে তোলে জীবনরক্ষাকারী খাদ্য।

লোককথা, উৎসব ও স্মৃতিতে আলু

বাঙালি লোকসংস্কৃতিতেও আলুর ছায়া পড়েছে। পল্লি এলাকায় আজও বহু রান্নার রীতিতে বয়োজ্যেষ্ঠরা বলেন, ‘আলু দিলেই চলে’—এ যেন এক মনের তৃপ্তি। এমনকি নববর্ষ বা পুজোর সময়, খিচুড়ি বা লুচির পাশে যে আলুর দম বা চচ্চড়ি থাকে, তা শুধু খাবার নয়—একটি আবেগ, একটি সাংস্কৃতিক অভ্যাস।

আরও পড়ুন : প্রচণ্ড মাথাব্যথা দূর করতে যা করবেন

আরও পড়ুন : একটিমাত্র ভুলে চা হয়ে যায় বিষ

কেন আলু টিকে আছে এত বছর?

বহু রান্নায় ব্যবহারযোগ্য: আলুর অন্যতম প্রধান গুণ হচ্ছে এর বহুমুখী ব্যবহার। ভাজি, দম, ঝাল, ঝোল, চচ্চড়ি, দালনা, কিংবা কাটলেট—সব রান্নাতেই আলুর জায়গা পাকা। মাছের ঝোল থেকে শুরু করে নিরামিষ পর্যন্ত আলু প্রায় সব খাবারের সঙ্গেই খাপ খায়। এমনকি বিরিয়ানি, পরোটা কিংবা পুরির পুরেও আলু অনিবার্য।

স্বাদে মিশে যেতে পারার ক্ষমতা: আলুর বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি অন্যান্য উপকরণের স্বাদ নিজের মধ্যে গ্রহণ করতে পারে এবং গোটা পদকে একটি মোলায়েম, মসৃণ স্বাদ দেয়। মাংস বা মাছের ঝোলে আলু দিলে তা শুধু পরিমাণই বাড়ায় না; বরং সেই ঝোলের স্বাদে মিশে আলুও অসাধারণ সুস্বাদু হয়ে ওঠে।

সহজলভ্য ও সস্তা: আলু একটি সাশ্রয়ী সবজি। বাজারে সারাবছরই আলু পাওয়া যায়, এবং অন্য অনেক সবজির তুলনায় এর দাম কম। তাই যে কোনো অর্থনৈতিক অবস্থার মানুষরাই এই সবজি সহজে গ্রহণ করতে পারেন।

সংরক্ষণে সুবিধাজনক: অন্যান্য সবজির মতো আলু দ্রুত নষ্ট হয় না। ঠান্ডা ও শুকনো জায়গায় কয়েক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়। ফলে একবার কিনে অনেকদিন ব্যবহার করা যায়, যা গৃহস্থালি ব্যবস্থাপনায় বড় সুবিধা।

ভাতের সঙ্গে উপযুক্ত সংযোজন: বাঙালিদের প্রধান খাদ্য ভাত। ভাতের সঙ্গে এমন কোনো তরকারি নেই, যাতে আলু ব্যবহার করা যায় না। আলু ভাজা, আলু চচ্চড়ি, আলু-পটোলের তরকারি, কিংবা সরষে আলু—সবই ভাতের সঙ্গে দারুণ খাপে খায়।

আজকের বাঙালির রান্নাঘরে আলু থাকা মানেই একটি ঐতিহাসিক সংযোগ বহন করা। এটি শুধু একখণ্ড সবজি নয়—এটি ব্রিটিশ আমলের ইতিহাস, দুর্ভিক্ষের স্মৃতি, উৎসবের আনন্দ এবং বাঙালির রন্ধন ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ। সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক উপকরণ বদলে গেলেও, আলু রয়ে গেছে বাঙালির চিরকালীন সঙ্গী—ইতিহাস আর সংস্কৃতির অনন্য এক মেলবন্ধন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

চৌকি কোর্টে অভিযোগের হেল্পলাইন চালু

১০

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

১১

আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু

১২

গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত

১৩

জামিন পেলেন বিএনপির ১৩ নেতাকর্মী

১৪

বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া

১৫

সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা

১৬

সাদা পাথর বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত প্রশাসনের

১৭

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে রিয়াল মাদ্রিদের আপত্তি

১৮

টঙ্গীতে মানববন্ধনে হামলা, আহত ৫

১৯

গলায় চানাচুর আটকে শিশুর করুণ মৃত্যু

২০
X