কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘ভার্চুয়াল জগতে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নেই’

জাতীয় প্রেস ক্লাবে ‘টেলিযোগাযোগ, ইন্টারনেট ও প্রযুক্তিসেবা রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে ‘টেলিযোগাযোগ, ইন্টারনেট ও প্রযুক্তিসেবা রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ১০ মাসেও টেলিযোগাযোগ ও ইন্টারনেট নিয়ে বিতর্কিত আইনগুলো বাতিল না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় ভার্চুয়াল জগতে নাগরিকদের নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নেই বলেও দাবি করেন অনেকে।

রোববার (১৮ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘টেলিযোগাযোগ, ইন্টারনেট ও প্রযুক্তিসেবা রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এমন উদ্বেগ জানানো হয়।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্ব ও সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, বাংলাদেশ ন্যাপ মাহসচিব এম গোলাম মোস্তাফা ভূঁইয়া, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, ভাসানী অনুসারী পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাদের আলমাস, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া ও লেবার পার্টির সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।

বক্তারা বলেন, যেসব আইন নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের অধিকার এবং পরিবার বা সমাজের নিরাপত্তাকে ক্ষুণ্ন করে সেসব আইন বাতিল হবে এটা সাধারণ নাগরিকদের চাওয়া ছিল। কিন্তু গত ১০ মাসেও কেন এসব আইনগুলো বাতিল হলো না এসব ব্যাপারে সরকারের স্পষ্ট কোনো উত্তর নেই।

সাইফুল হক বলেন, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নিরাপত্তার তেমন কোনো ব্যবস্থা নেই। যে কোনো সময় যে কোনো ইস্যুতে কোনো মানুষকে ইচ্ছা করলে সাইবার বুলিং করে তার চরিত্র হনন করতে পারে। যারা এসব কাজগুলো করছেন তাদের বিরুদ্ধে এখনো কোনো আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি বলেন, যে বিষয়গুলো নাগরিক নিরাপত্তা ক্ষুণ্ন করছে সেগুলো চিহিৃত করে সে বিষয়ে সুস্পষ্ট আইন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

রাজেকুজ্জামান রতন বলেন, আমরা সবাই দেশের আইসিটি ও টেলিযোগাযোগ সেবার মান উন্নয়নের কথা বলি। এখন লক্ষ্য করা যাচ্ছে যরা জনগণের অধিকার নিয়ে কথা বলেন তাদের কণ্ঠরোধ করার নতুন কৌশল সৃষ্টি হয়েছে, এটা খুবই দুঃখজনক।

লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহম্মেদ বলেন, গত ৮/৯ মাস ধরে শুনছি ইন্টারনেটের দাম কমছে, উন্নয়ন হচ্ছে, বাস্তবে কিছুই নেই।

দিদারুল ভূঁইয়া বলেন, এই সরকারকে আমরাই মেন্ডেট দিয়ে ক্ষমতায় রেখেছি। তারা অঙ্গিকার করেছিলেন বিবর্তনমূলক সব কালাকানুন বাতিল করবেন। কিন্তু ৯ মাসেও ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার নিরাপত্তা আইন কোনটাই বাতিল হয়নি। বরং নতুন করে গণমানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার কলকৌশল শুরু হয়েছে।

আলোচনা সভায় আইসিটি ও টেলিকম খাতসংশ্লিষ্ট ব্যক্তি, স্টেইকহোল্ডার ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু পরীক্ষা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধ

ঐকমত্য কমিশনের বৈঠক / সংসদ নির্বাচনে আলাদা ব্যালট রাখার কথা বলেছে বিএনপি

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

‘সাধারণ মানুষের প্রত্যাশা ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি’

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় সিইউজের নিন্দা

কুর্দিস্তানে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে

হোয়াইটওয়াশ করার মিশনে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

ভারত-পাকিস্তান ম্যাচে পোকামাকড়ের উপদ্রব!

৫৮ বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১১০ ধারা প্রয়োগ করা হবে : ঢাকা জেলা প্রশাসক

১০

একতা থাকলে ক্লিন গ্রিন হেলদি সিটি গড়া সম্ভব : চসিক মেয়র

১১

ধানমন্ডিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

১২

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা উপদেষ্টার বার্তা

১৩

ছুটি শেষে রাকসুর প্রচার শুরু, রয়ে গেছে শঙ্কা

১৪

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

১৫

অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন : নাহিদ

১৬

নতুন সংকট তৈরি হলে আরও একটা গণঅভ্যুত্থান হবে : মঞ্জু

১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

১৮

তাহিরপুরে বালু মহালের জায়গা নির্ধারণ করে দিল প্রশাসন

১৯

সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন

২০
X