কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৩:৪৯ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিমানের বহুল আলোচিত ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট বন্ধ হচ্ছে

ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট। ছবি : সংগৃহীত
ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট। ছবি : সংগৃহীত

বিমানের বহুল আলোচিত ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট ১ জুলাই থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

রোববার (১৮ মে) বিমানের মুখপাত্র মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ওই রুটে যারা অগ্রিম টিকিট কেটেছিলেন, তারা কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড বা পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন। এজন্য বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার বা সংশ্লিষ্ট এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

২০২৩ সালের পয়লা সেপ্টেম্বর ঢাকা থেকে জাপানের নারিতা রুটের ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে শুরু থেকেই যাত্রী সংকটে ছিল এই রুট। ফলে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি ঢাকা-নারিত-ঢাকা রুটে লোকসান দিয়ে আসছিল।

রুটটি বন্ধ করে দেওয়ার কারণ সম্পর্কে বিমানের মুখপাত্র রওশন কবীর জানান, বিমানের বহরে এয়ারক্র্যাফট স্বল্পতা রয়েছে। বর্তমানে হজ ফ্লাইট চলায় এয়ারক্র্যাফট স্বল্পতা আরও বেড়েছে। তা ছাড়া ব্যবসায়ীক বাস্তবতার নিরিখে ওই রুটে ফ্লাইট পরিচালনা আগামি ১ জুলাই থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর জাপানের সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর। এটি টোকিও স্টেশনের ৫৭.৫ কিলোমিটার (৩৫.৭ মাইল) পূর্বে এবং নারিতা স্টেশন থেকে ৭ কিমি (৪.৩ মাইল) দক্ষিণ-পূর্বে নারিতা শহরে অবস্থিত। বিমানবন্দরটির কিছু অংশ শিবায়ামা শহরে অবস্থিত।

জাপানে আগত বা জাপানগামী অধিকাংশ যাত্রীবাহী বিমান চলাচল নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সম্পন্ন হয়। এছাড়া এই বিমানবন্দর এশিয়া এবং আমেরিকা মহাদেশের মধ্যে বিমান চলাচলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ২০০৭ সালে ৩৫,৪৭৮,১৪৬ জন যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছে। এটি জাপানের দ্বিতীয় ব্যস্ততম যাত্রীবাহী এবং আকাশ-পথে মালামাল পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর।

নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অষ্টম ব্যস্ততম মালামালবাহী বিমানবন্দর। জাপান এয়ারলাইন্স, অল নিপ্পন এয়ারওয়েজ এবং নিপ্পন কার্গো এয়ারওয়েজ এই বিমানবন্দরটিকে প্রধান আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে। যুক্তরাষ্ট্রভিত্তিক ডেলটা এয়ার লাইন্স এই বিমানবন্দরকে এশিয়ার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করে।

এছাড়া ইউনাইটেড এয়ারলাইন্স ও ভিয়েতনাম এয়ারলাইন্সের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর একটি প্রথম শ্রেণির বিমানবন্দর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অপারেশন সিঁদুর’ নিয়ে পোস্ট, গ্রেপ্তার মুসলিম অধ্যাপক

ডি ব্রুইনাকে লিভারপুলে আমন্ত্রণ সালাহর

ইশরাকের শপথ ইস্যুতে যা জানাল স্থানীয় সরকার মন্ত্রণালয়

শতভাগ উৎসব ভাতা চান এমপিওভুক্ত শিক্ষকরা

আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানই পিইউবির মূল লক্ষ্য

আজীবন নিষেধাজ্ঞার আশঙ্কায় অসুস্থ হয়ে পড়েছেন ব্রাজিল তারকা

ছাত্রশিবিরের সভাপতির নামে ভাইরাল ফটোকার্ডটি ভুয়া

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬৪২ কোটি টাকা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

১০

‘ভার্চুয়াল জগতে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নেই’

১১

প্রথম ম্যাচেই দিল্লির একাদশে মোস্তাফিজ

১২

ওরস্যালাইন-এন এখন নতুন প্যাকে ‘এসএমসি ওরস্যালাইন’

১৩

জীবনে নায়িকাই হতে চাননি নুসরাত ফারিয়া

১৪

চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান

১৫

যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল, তবে মানতে হবে শর্ত

১৬

পথচারী এবং সাইকেলিস্টদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’

১৭

হাতকড়া ভেঙে পালাল হত্যা মামলার আসামি

১৮

৩৫ সাংবাদিক নিয়ে বাস উল্টে খাদে

১৯

ঢাকায় আ.লীগের মিছিলের সময় আটক ১১

২০
X