কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জিপিওর সম্পদ সুরক্ষায় সমাবেশ 

সমাবেশে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : কালবেলা
সমাবেশে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : কালবেলা

ঢাকা জেনারেল পোস্ট অফিসের (জিপিও) সম্পদ ও স্থাপনা অব্যবহৃত এবং পরিত্যক্ত উল্লেখ করে রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠানটির ভূ-সম্পত্তিতে সচিবালয় বর্ধিত করার পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। যদি সেখানে সচিবালয় বর্ধিত করার সিদ্ধান্ত থেকে সরে আসা না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১৯ মে) ঢাকা জিপিওর সম্পদ সুরক্ষা মুভমেন্টের ব্যানারে ডাক বিভাগীয় সর্বস্তরের কর্মচারীদের অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরসহ বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

ক্ষুব্ধ কর্মচারীরা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়ে জিপিওর সম্পত্তিতে সচিবালয় বর্ধিত করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়ে তা অনুমোদন করানো হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে ডাক বিভাগের ঘোর আপত্তির কথা জানিয়ে অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে মতামত পাঠানো হয়েছে। এরপরও এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পুরো ডাক ব্যবস্থার ওপর চরম আঘাত নেমে আসবে। জনমনেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।

বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি ও ডাক কর্মচারী নেতা আবু নাসির খান বলেন, বাংলাদেশ ডাক বিভাগের প্রাণকেন্দ্র ঢাকা জিপিও। ১৯৬২ সালে ঢাকা জিপিও ভবন নির্মিত হয়। ৬০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী এ ভবনটিতে বর্তমানে ২৫টি দপ্তরের কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে।

এখানে প্রায় দুই হাজার ডাক কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। প্রতিদিন হাজার হাজার মানুষ ডাক সেবা নেন। অথচ পতিত ফ্যাসিস্ট সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়ন করার হীন উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গোপনে অন্যায়, অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে মিসগাইড ( ভুল বুঝিয়ে) করে ঢাকা জিপিও’র সম্পদ ও স্থাপনা অব্যবহৃত ও পরিত্যক্ত আখ্যা দিয়ে জিপিওর ভূ-সম্পত্তিতে সচিবালয় বর্ধিত করার অপপ্রয়াস চালাচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের ধ্বংসাত্মক সিদ্ধান্তের বিপরীতে সারাদেশে ডাক বিভাগের কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ, ক্ষোভ ও হতাশার সঞ্চার হয়েছে। আগামী তিনদিনের মধ্যে এই ধ্বংসাত্মক সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। প্রতিবাদ সমাবেশে মো. রোকন উদ্দিন, মো. জাকির হোসেন, আরিফুজ্জামান চৌধুরী, মো. মোশারফ হোসেন প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।

এ সময় জিপিওর অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ, পোস্টমাস্টার জেনারেল মো. আলতাফুর রহমান, অতিরিক্ত পিএমজি মোহাম্মদ ওমর ফারুক, মো. আখতারুজ্জামান, ডিপিএমজি শাহনাজ সিদ্দিকী, কাজী ইসমত জেরিন, মোহাম্মদ মনিরুজ্জামান, ওয়াহিদুজ্জামান, সন্জিত চন্দ্র পণ্ডিতসহ সকল পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছর পর গৃহকর্মী মাকে যেভাবে ফিরে পেলেন ছেলে

১৭ পুলিশ কর্মকর্তার বদলি

মেট্রো স্টেশনে সাইকেল পার্কিং ব্যবস্থার পরিকল্পনা ডিএনসিসির

চুয়াডাঙ্গায় ৫০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড

সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের মশাল মিছিল

তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করতে হবে : লায়ন ফারুক

টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

‘ডামি নির্বাচন’ : টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা

জামায়াতের নারী নেত্রীদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম

১০

কোরবানির মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দেবে ডিএনসিসি

১১

ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

১২

অপারেশন সিঁদুর নিয়ে ক্ষুব্ধ রাহুল, চাইলেন হিসাব

১৩

শাবিপ্রবি অধ্যাপককে হেনস্তার ঘটনায় যুবক গ্রেপ্তার

১৪

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : মোস্তফা জামান

১৫

যে কারণে দলে নেই সেঞ্চুরিয়ান ইমন

১৬

দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনতা মানবে না : জমিয়ত সভাপতি

১৭

প্রাথমিকে শিক্ষকদের শৃঙ্খলা মামলায় নজরদারি বাড়াল অধিদপ্তর

১৮

এফবিসিসিআইর ডিজিটাল রূপান্তর : ব্যবসায়িক নেতাদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সেবা

১৯

‘উন্নয়নমূলক কার্যক্রমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সমন্বয় বাড়ানো দরকার’

২০
X