কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জিপিওর সম্পদ সুরক্ষায় সমাবেশ 

সমাবেশে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : কালবেলা
সমাবেশে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : কালবেলা

ঢাকা জেনারেল পোস্ট অফিসের (জিপিও) সম্পদ ও স্থাপনা অব্যবহৃত এবং পরিত্যক্ত উল্লেখ করে রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠানটির ভূ-সম্পত্তিতে সচিবালয় বর্ধিত করার পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। যদি সেখানে সচিবালয় বর্ধিত করার সিদ্ধান্ত থেকে সরে আসা না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১৯ মে) ঢাকা জিপিওর সম্পদ সুরক্ষা মুভমেন্টের ব্যানারে ডাক বিভাগীয় সর্বস্তরের কর্মচারীদের অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরসহ বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

ক্ষুব্ধ কর্মচারীরা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়ে জিপিওর সম্পত্তিতে সচিবালয় বর্ধিত করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়ে তা অনুমোদন করানো হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে ডাক বিভাগের ঘোর আপত্তির কথা জানিয়ে অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে মতামত পাঠানো হয়েছে। এরপরও এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পুরো ডাক ব্যবস্থার ওপর চরম আঘাত নেমে আসবে। জনমনেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।

বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি ও ডাক কর্মচারী নেতা আবু নাসির খান বলেন, বাংলাদেশ ডাক বিভাগের প্রাণকেন্দ্র ঢাকা জিপিও। ১৯৬২ সালে ঢাকা জিপিও ভবন নির্মিত হয়। ৬০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী এ ভবনটিতে বর্তমানে ২৫টি দপ্তরের কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে।

এখানে প্রায় দুই হাজার ডাক কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। প্রতিদিন হাজার হাজার মানুষ ডাক সেবা নেন। অথচ পতিত ফ্যাসিস্ট সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়ন করার হীন উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গোপনে অন্যায়, অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে মিসগাইড ( ভুল বুঝিয়ে) করে ঢাকা জিপিও’র সম্পদ ও স্থাপনা অব্যবহৃত ও পরিত্যক্ত আখ্যা দিয়ে জিপিওর ভূ-সম্পত্তিতে সচিবালয় বর্ধিত করার অপপ্রয়াস চালাচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের ধ্বংসাত্মক সিদ্ধান্তের বিপরীতে সারাদেশে ডাক বিভাগের কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ, ক্ষোভ ও হতাশার সঞ্চার হয়েছে। আগামী তিনদিনের মধ্যে এই ধ্বংসাত্মক সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। প্রতিবাদ সমাবেশে মো. রোকন উদ্দিন, মো. জাকির হোসেন, আরিফুজ্জামান চৌধুরী, মো. মোশারফ হোসেন প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।

এ সময় জিপিওর অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ, পোস্টমাস্টার জেনারেল মো. আলতাফুর রহমান, অতিরিক্ত পিএমজি মোহাম্মদ ওমর ফারুক, মো. আখতারুজ্জামান, ডিপিএমজি শাহনাজ সিদ্দিকী, কাজী ইসমত জেরিন, মোহাম্মদ মনিরুজ্জামান, ওয়াহিদুজ্জামান, সন্জিত চন্দ্র পণ্ডিতসহ সকল পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

ইরানে ডজনের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

সময়ের ভুল মূল্যায়নেই কি হাতছাড়া হলো বাংলাদেশের জয়?

ইরানের পক্ষে লন্ডনে বিশাল বিক্ষোভ

‘জোর যার মুল্লুক তার’ এ রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে : হান্নান মাসুদ

লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি

নির্বাচনের দিকে পুরোদমে হাঁটছে ইসি, নিচ্ছে যেসব প্রস্তুতি

চাঁদাবাজির সময় তাঁতি দল নেতাকে গণপিটুনি

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত

ইরানের ভাঙন চেয়েছিল ইসরায়েল, উল্টো জুড়ে যাচ্ছে

১০

এবার আল আকসায় হামলার পরিকল্পনা ইসরায়েলের?

১১

খালেদা জিয়া সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছেন : আসাদুজ্জামান রিপন

১২

ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি

১৩

ঢাকা কলেজ এইচএসসি- ’৯৬ ব্যাচের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৪

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার, মানতে হবে যেসব নির্দেশনা

১৫

ম্যাথুজের মতো সম্মানের সঙ্গে বিদায় চান শান্ত

১৬

৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ : এস এম জিলানী

১৭

পেসাররা আরেকটু ভালো করতে পারত : শান্ত

১৮

রাজশাহীতে সিসিএসের উদ্যোগে মতবিনিময় সভা

১৯

আমি আশ্বাস দিতে আসিনি, কাজ করতে এসেছি : চসিক মেয়র

২০
X