দেশের খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ড. মো. আজিজুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টায় সিলেট মাউন্ট আদোরা হাসপাতালে তার মৃত্যু হয়।
আজিজুর রহমান প্রজ্ঞাবান, সদয় ও নৈতিকতায় দৃঢ় ছিলেন। শিক্ষক ও চিকিৎসক হিসেবে তার বর্ণাঢ্য জীবনে তিনি মানবসেবা, শিক্ষা ও চিকিৎসার মাধ্যমে সমাজের কল্যাণে নিজেকে নিবেদিত করেছেন।
আজিজুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
মন্তব্য করুন