সোনারগাঁওয়ে গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেল ৩টায় মুফতি আবু বকর সিদ্দিক কাসেমীর সভাপতিত্বে এ ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) আদর্শকে আঁকড়ে ধরতে পারলেই দুনিয়া ও আখেরাতে শান্তি।
তিনি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আহুত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের বিশ্বাস এই মহাসম্মেলন দেশের নবী প্রেমিকদের জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাদিয়ানী সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে উল্লেখ করেছেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, বিষয়টি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলে তা সম্প্রদায়টির জন্য সুরক্ষা হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের পূর্বে আহমদীয়া জামাত নামধারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হলে দেশের আলেম সমাজ ও তৌহিদি জনতা রাজপথে নামতে বাধ্য হবে।
এ সময় মুফতি নুরুল্লাহ হাশেমীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কাইউম সূবহানী, মাওলানা মীর ইদরীস নদভী, মাওলানা আব্দুল কাদির, আল্লামা বেলাল হুসাইন, মাওলানা এহতেশামুল হক কাসেমী উজানী, মাওলানা মহিউদ্দীন খান, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ইয়ামিন হুসাইন আজমী, মুফতি ইউনুস, মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন