কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:১৯ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর পুলিশ বক্স

মেয়র বললেন ‘ব্যাঙের ছাতা’, মন্ত্রী বললেন ‘প্রয়োজন’

ফার্মগেটে ফুটওভার ব্রিজ উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা
ফার্মগেটে ফুটওভার ব্রিজ উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা

এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন নিয়ে পুলিশ বক্স উঠে যাচ্ছে। এতে শহরটা নষ্ট হয়ে যায়, শহর দেখতে ভালো লাগে না। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের এমন মন্ত্যব্যের জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ব্যাঙের ছাতার মতো নয়। পুলিশ তার প্রয়োজনেই বক্স তৈরি করেছে।

রাজধানীর ফার্মগেটে ফুটওভার ব্রিজ উদ্বোধন হয়েছে আজ রোববার (১৫ অক্টোবর) দুপুরে। একইসঙ্গে পাশে সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি পুলিশ বক্সও উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আর প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

অনুষ্ঠানে অসন্তোষ প্রকাশ করে মেয়র আতিক বলেন, আমি একটি ট্রাফিক পুলিশ বক্স উঠিয়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে, সেখানে ৮ ইঞ্চি ঢালাই দিয়ে পুলিশ বক্সটি বানানো হয়েছে। অথচ সিটি করপোরেশন আগে থেকে বিষয়টি জানত না। এখন ব্যাঙের ছাতার মতো মোড়ে মোড়ে বিজ্ঞাপন নিয়ে পুলিশ বক্স উঠে যাচ্ছে। এতে শহরটা নষ্ট হয়ে যায়। শহরটা দেখতে ভালো লাগে না।

এ সময় তিনি কোনো কোম্পানির বিজ্ঞাপন প্রচারের অংশ হিসেবে তাদের কাছ থেকে অপরিকল্পিতভাবে পুলিশবক্স না করানোর জন্য অনুরোধ করেন।

মেয়র বলেন, পুলিশ বাহিনীর জন্য রাস্তায় পুলিশ বক্সের প্রয়োজন আছে। আপনাদের বলতে চাই, যেখানে পুলিশ বক্স বসাবেন সেটি ডিএমপি কমিশনারের মাধ্যমে বা এডিশনাল কমিশনারের মাধ্যমে আমাদের জানালে আমরা নন্দিত পুলিশ বক্স বানিয়ে দেব। ঢাকা শহরে যতগুলো পুলিশ বক্স আছে পুলিশ বাহিনীর সঙ্গে আলাপ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রতিটিই করে দেবে। যাতে পথচারীরও অসুবিধা না হয় আবার পুলিশ সদস্যদেরও কোনো অসুবিধা না হয়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে যানজট নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করছে। তাদের কথাও আমাদের চিন্তা করতে হবে। তাদের যেন অসুবিধা না হয় এ জন্যই ছোট ছোট পুলিশ বক্স তৈরি করেছেন। মেয়র মহোদয় যেটা বলেছেন, সেগুলো পাল্টিয়ে দৃষ্টিনন্দন পুলিশ বক্স তৈরি করে দেবেন। এটাই তিনি বলতে চেয়েছেন। আমিও মেয়রকে রিকোয়েস্ট করছি, যতগুলো বক্স রয়েছে সেখানে আপনি এই ব্যবস্থা নেবেন।

মন্ত্রী বলেন, পুলিশ বাহিনী দায়িত্ব পালন করতে গিয়ে সব সময় ডিউটি করে রাস্তায়। তাদের প্রয়োজনে বা যে সার্জন সাহেব দাঁড়িয়ে থাকেন তিনি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। তার যদি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে, সহজে যেতে পারেন না। এমন কি মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে নারীর ব্যাপক ক্ষমতায়ন ঘটেছে। অনেক নারী পুলিশও বা সার্জনও দায়িত্ব পালন করেন ফলে তারা এ সময় ভীষণ একটা অসুবিধার মধ্যে পড়েন।

ফুটপাত বন্ধ না করে, জনসাধারণের চলাচল স্বাভাবিক রেখে আধুনিক সুবিধা সম্মলিত একটি পুলিশবক্স নির্মাণের জন্য তিনি ডিএনসিসি মেয়রকে ধন্যবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে খেলবেন না হামজা

ঢাবির হলে অতিথি থাকায় নিষেধাজ্ঞা

ধর্ষণের হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, শাস্তির দাবি শিবিরেরও

নারী নিপীড়নের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ

রাত ১১টার পর হলে ঢোকায় রাবির ৯১ ছাত্রীকে তলব, অতঃপর...

ঘরে ঢুকে ছেলে দেখেন মায়ের রক্তাক্ত লাশ

ভবিষ্যতে সরকারপ্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত : ফারুকী

স্থগিত হওয়া বিশ্বকাপ হতে পারে বাংলাদেশে!

উপাচার্য, প্রক্টরের পদত্যাগ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আ.লীগের মিছিলে স্লোগান দেওয়া সেই বাকপ্রতিবন্ধীর জামিন

১০

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে কেন তাড়াহুড়ো করছে পাকিস্তান?

১১

গাজীপুরে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের হামলা, সার্ভেয়ারসহ আহত ২

১২

চাঞ্চল্যকর কেয়া হত্যায় স্বামী সিফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১৩

শখের বাইকেই প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

১৪

আপনারা কারা, জাপা মহাসচিবকে রিজভী 

১৫

‘ড্যানসেস উইথ উলভস’ অভিনেতা গ্রাহাম গ্রীন আর নেই

১৬

ডি ভিলিয়ার্সের দৃষ্টিতে, সেরা পাঁচ ক্রিকেটার যারা

১৭

গাজীপুরে মেলার নামে লটারি প্রতারণা, এলাকাবাসীর ক্ষোভ

১৮

মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ

১৯

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার

২০
X