কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:১৯ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর পুলিশ বক্স

মেয়র বললেন ‘ব্যাঙের ছাতা’, মন্ত্রী বললেন ‘প্রয়োজন’

ফার্মগেটে ফুটওভার ব্রিজ উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা
ফার্মগেটে ফুটওভার ব্রিজ উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা

এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন নিয়ে পুলিশ বক্স উঠে যাচ্ছে। এতে শহরটা নষ্ট হয়ে যায়, শহর দেখতে ভালো লাগে না। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের এমন মন্ত্যব্যের জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ব্যাঙের ছাতার মতো নয়। পুলিশ তার প্রয়োজনেই বক্স তৈরি করেছে।

রাজধানীর ফার্মগেটে ফুটওভার ব্রিজ উদ্বোধন হয়েছে আজ রোববার (১৫ অক্টোবর) দুপুরে। একইসঙ্গে পাশে সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি পুলিশ বক্সও উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আর প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

অনুষ্ঠানে অসন্তোষ প্রকাশ করে মেয়র আতিক বলেন, আমি একটি ট্রাফিক পুলিশ বক্স উঠিয়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে, সেখানে ৮ ইঞ্চি ঢালাই দিয়ে পুলিশ বক্সটি বানানো হয়েছে। অথচ সিটি করপোরেশন আগে থেকে বিষয়টি জানত না। এখন ব্যাঙের ছাতার মতো মোড়ে মোড়ে বিজ্ঞাপন নিয়ে পুলিশ বক্স উঠে যাচ্ছে। এতে শহরটা নষ্ট হয়ে যায়। শহরটা দেখতে ভালো লাগে না।

এ সময় তিনি কোনো কোম্পানির বিজ্ঞাপন প্রচারের অংশ হিসেবে তাদের কাছ থেকে অপরিকল্পিতভাবে পুলিশবক্স না করানোর জন্য অনুরোধ করেন।

মেয়র বলেন, পুলিশ বাহিনীর জন্য রাস্তায় পুলিশ বক্সের প্রয়োজন আছে। আপনাদের বলতে চাই, যেখানে পুলিশ বক্স বসাবেন সেটি ডিএমপি কমিশনারের মাধ্যমে বা এডিশনাল কমিশনারের মাধ্যমে আমাদের জানালে আমরা নন্দিত পুলিশ বক্স বানিয়ে দেব। ঢাকা শহরে যতগুলো পুলিশ বক্স আছে পুলিশ বাহিনীর সঙ্গে আলাপ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রতিটিই করে দেবে। যাতে পথচারীরও অসুবিধা না হয় আবার পুলিশ সদস্যদেরও কোনো অসুবিধা না হয়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে যানজট নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করছে। তাদের কথাও আমাদের চিন্তা করতে হবে। তাদের যেন অসুবিধা না হয় এ জন্যই ছোট ছোট পুলিশ বক্স তৈরি করেছেন। মেয়র মহোদয় যেটা বলেছেন, সেগুলো পাল্টিয়ে দৃষ্টিনন্দন পুলিশ বক্স তৈরি করে দেবেন। এটাই তিনি বলতে চেয়েছেন। আমিও মেয়রকে রিকোয়েস্ট করছি, যতগুলো বক্স রয়েছে সেখানে আপনি এই ব্যবস্থা নেবেন।

মন্ত্রী বলেন, পুলিশ বাহিনী দায়িত্ব পালন করতে গিয়ে সব সময় ডিউটি করে রাস্তায়। তাদের প্রয়োজনে বা যে সার্জন সাহেব দাঁড়িয়ে থাকেন তিনি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। তার যদি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে, সহজে যেতে পারেন না। এমন কি মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে নারীর ব্যাপক ক্ষমতায়ন ঘটেছে। অনেক নারী পুলিশও বা সার্জনও দায়িত্ব পালন করেন ফলে তারা এ সময় ভীষণ একটা অসুবিধার মধ্যে পড়েন।

ফুটপাত বন্ধ না করে, জনসাধারণের চলাচল স্বাভাবিক রেখে আধুনিক সুবিধা সম্মলিত একটি পুলিশবক্স নির্মাণের জন্য তিনি ডিএনসিসি মেয়রকে ধন্যবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

টাঙ্গাইলে গির্জায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে : সালাহউদ্দিন

শর্তসাপেক্ষে ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি!

মালয়েশিয়ায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৪৩ বাংলাদেশি নারীসহ গ্রেপ্তার ১৩৯

সারের দাবিতে মহাসড়ক অবরোধ

পদে থেকে উপদেষ্টারা ভোট করতে পারবেন কি না, জানালেন ইসি সানাউল্লাহ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করা হবে : সালাহউদ্দিন আহমদ

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে যমুনায় সিইসিসহ কমিশনাররা

হাড়কে মজবুত রাখাবে যেসব খাবার

১০

সম্পূর্ণ নিয়ন্ত্রণে তুলার গোডাউনের আগুন

১১

গ্রিস উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৮

১২

জন্মদিনে ময়ূরীকন্যার পোস্ট ভাইরাল

১৩

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

১৪

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

১৫

নিজ বিদ্যালয়ে অতিথি হয়ে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

১৬

গায়েহলুদ শেষ, তবুও ভাঙল গায়ক-ক্রিকেটারের বিয়ে

১৭

এনসিপির নির্বাচনী জোট ঘোষণা

১৮

৮ কুকুরছানা হত্যা মামলার আসামি সেই গৃহবধূর জামিন

১৯

ফের বিতর্কে কঙ্গনা রানাউত

২০
X