কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:১৫ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। গত বুধবার (৬ ডিসেম্বর) রাত থেকে এ বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টি চলে গেলেই পুরোপুরিভাবে শীত নামবে।

আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মূলত শীতকাল হলেও বিভিন্ন জায়াগায় বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করে নভেম্বর মাসের শেষদিক থেকেই। যেটা এবারও হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বিবিসিকে জানান, মিগজাউমের প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছে এটা চলে যাওয়ার পর এই মাসের ১০ তারিখের পর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু হবে।

তিনি বলেন, উত্তরাঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে।

যদি তাপমাত্রা এ অবস্থায় নেমে আসে তাহলে সেটিকে শৈত্যপ্রবাহ বলা যায়। কারণ, শীতকালে ২.৬ থেকে শুরু করে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেলে সেটা শৈত্যপ্রবাহের পর্যায়ে পড়ে।

গত ৩০ বছরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা দেখেছেন, ডিসেম্বর মাসে সাধারণত একটি থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকে।

আরেক জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আবদুল মান্নানের মতে, ডিসেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ ১৬ তারিখের পর কোনো একটা সময় থেকে শীতকালের শুরু। তবে এই বৃষ্টি চলে গিয়ে তাপমাত্রা কমে যে শীত অনুভূত হবে সেটা প্রকৃত অর্থে শীতকাল বলে মনে করেন তিনি।

সর্বনিম্ন তাপমাত্রা কমার পাশাপাশি যখন আকাশ মেঘমুক্ত হয়ে বায়ুমণ্ডল পুরোপুরি শুষ্ক হয়ে যাবে তখন শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে। তবে এমন পরিস্থিতি হতে কিছুটা সময় লাগবে বলে মনে করছেন আবহাওয়াবিদ মান্নান।

তিনি বলেন, এ মাসের শেষ সপ্তাহের দিকে একটা মৃদু শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে, তবে সেটি পশ্চিম ও উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকার মাঝে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বরে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ মাসে দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডিসেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেও দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

সিলেটে ১৩টি গাড়ি পুড়ে ছাই

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে নিহত ২

গণতান্ত্রিক আন্দোলনভিত্তিক গবেষণায় ডাকসুর বিশেষ প্রণোদনা ঘোষণা

রাজধানীজুড়ে চেকপোস্ট, পুলিশের তল্লাশি

জবিতে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

নাশকতার প্রস্তুতির সময় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ 

দেশের প্রথম এআই প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রদর্শনী

স্থানীয়দের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী রবিন 

১০

আবু সাঈদের মৃত্যু কীভাবে, জানালেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

১১

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জানাল পূজা উদযাপন পরিষদ

১২

২০ বছরেও নির্মাণ হয়নি ধসে পড়া সংযোগ সড়ক

১৩

৩৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

১৪

দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চারা নষ্ট

১৫

র‍্যাবের অভিযানের সময় সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ

১৬

মহাসড়কের বিভাজকে লাগানো গাছ কেটে ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমুজ্জামানের

১৮

কেরানীগঞ্জে থানায় আগুন

১৯

রাজধানীতে বিদেশি রিভলভারসহ ১ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

২০
X