কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১১:২৫ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দেশের পরিস্থিতি নিয়ে আল জাজিরাকে তথ্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন তথ্যপ্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। পুরোনো ছবি
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন তথ্যপ্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। পুরোনো ছবি

কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ওই সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী আন্দোলন ও সহিংসতার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জানান, উত্তেজনা কমাতে সরকার যথাসাধ্য চেষ্টা করেছে। তবে তৃতীয় একটি পক্ষ আন্দোলনে অনুপ্রবেশ করে অস্থিরতা সৃষ্টি করেছে যাতে তারা সরকারের পতন ঘটাতে পারে।

গত বৃহস্পতিবার (২৫ জুলাই) আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে শান্তি ফেরানোর জন্য নিরাপত্তা বাহিনী সবকিছু করেছে।’

দেশে এই অস্থিরতা সৃষ্টির জন্য ‘চরমপন্থি’, ‘সন্ত্রাসী’সহ ‘তৃতীয় পক্ষ’কে অভিযুক্ত করে প্রতিমন্ত্রী আলজাজিরাকে বলেন, আমরা ছাত্রদেরকে সন্ত্রাসী এবং সহিংসতাকারী বলছি না। এটি করেছে একটি তৃতীয় পক্ষ, যারা আন্দোলনে অনুপ্রবেশ করেছে এবং তারাই এসব ঘটিয়েছে।

তিনি বলেন, আমরা উত্তেজনা কমানোর বিষয়ে যথাসাধ্য চেষ্টা করেছি। তবে কিছু লোক আগুনে ঘি ঢালার চেষ্টা করেছে এবং তারা এমন একটি পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে যার সুবিধা তারা নিতে পারে… এবং সরকারের পতন ঘটাতে পারে।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সদর দপ্তরে হামলার নিন্দা জানান। তিনি বলেন, ভবনের নিরাপত্তায় অনেক বেশি পুলিশ সদস্য ছিলেন। তবে তাদের গুলি চালানোর অনুমতি ছিল না। ফলে নাশকতাকারীরা বিটিভি ভবনের ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায়; আগুন দেয় ও ভাংচুরের মাধ্যমে সমস্ত সম্পদ নষ্ট করে।

মোহাম্মদ এ আরাফাত আরও বলেন, সরকার এখনও অস্থিরতা থেকে মৃতের সংখ্যা নিধারণ করতে পারেনি। কেননা যখন হাতহত, আহত এবং নিহতের কথা আসে তখন আমরা পুলিশ, সাধারণ মানুষ, বিক্ষোভকারী বা সরকারের সমর্থকদের মধ্যে বৈষম্য করতে রাজি নই।

সহিসংতার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, স্বাধীন বিচার বিভাগীয় কমিটি কী ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করবে, যাতে করে এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা যায়।

এ সময় মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের বিষয়ে যেকোনো আহ্বান প্রত্যাখ্যান করেন। প্রতিমন্ত্রী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) কেবল জনগণকে রক্ষা করেছেন।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মতো নেত্রী এ দেশে আর আসবেন না : শামা ওবায়েদ

যুবদল নেতাকে বহিষ্কার

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১০

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

১১

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১২

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১৩

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১৪

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১৫

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৬

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

১৭

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

১৮

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১৯

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

২০
X