কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১১:২৫ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দেশের পরিস্থিতি নিয়ে আল জাজিরাকে তথ্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন তথ্যপ্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। পুরোনো ছবি
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন তথ্যপ্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। পুরোনো ছবি

কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ওই সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী আন্দোলন ও সহিংসতার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জানান, উত্তেজনা কমাতে সরকার যথাসাধ্য চেষ্টা করেছে। তবে তৃতীয় একটি পক্ষ আন্দোলনে অনুপ্রবেশ করে অস্থিরতা সৃষ্টি করেছে যাতে তারা সরকারের পতন ঘটাতে পারে।

গত বৃহস্পতিবার (২৫ জুলাই) আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে শান্তি ফেরানোর জন্য নিরাপত্তা বাহিনী সবকিছু করেছে।’

দেশে এই অস্থিরতা সৃষ্টির জন্য ‘চরমপন্থি’, ‘সন্ত্রাসী’সহ ‘তৃতীয় পক্ষ’কে অভিযুক্ত করে প্রতিমন্ত্রী আলজাজিরাকে বলেন, আমরা ছাত্রদেরকে সন্ত্রাসী এবং সহিংসতাকারী বলছি না। এটি করেছে একটি তৃতীয় পক্ষ, যারা আন্দোলনে অনুপ্রবেশ করেছে এবং তারাই এসব ঘটিয়েছে।

তিনি বলেন, আমরা উত্তেজনা কমানোর বিষয়ে যথাসাধ্য চেষ্টা করেছি। তবে কিছু লোক আগুনে ঘি ঢালার চেষ্টা করেছে এবং তারা এমন একটি পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে যার সুবিধা তারা নিতে পারে… এবং সরকারের পতন ঘটাতে পারে।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সদর দপ্তরে হামলার নিন্দা জানান। তিনি বলেন, ভবনের নিরাপত্তায় অনেক বেশি পুলিশ সদস্য ছিলেন। তবে তাদের গুলি চালানোর অনুমতি ছিল না। ফলে নাশকতাকারীরা বিটিভি ভবনের ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায়; আগুন দেয় ও ভাংচুরের মাধ্যমে সমস্ত সম্পদ নষ্ট করে।

মোহাম্মদ এ আরাফাত আরও বলেন, সরকার এখনও অস্থিরতা থেকে মৃতের সংখ্যা নিধারণ করতে পারেনি। কেননা যখন হাতহত, আহত এবং নিহতের কথা আসে তখন আমরা পুলিশ, সাধারণ মানুষ, বিক্ষোভকারী বা সরকারের সমর্থকদের মধ্যে বৈষম্য করতে রাজি নই।

সহিসংতার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, স্বাধীন বিচার বিভাগীয় কমিটি কী ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করবে, যাতে করে এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা যায়।

এ সময় মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের বিষয়ে যেকোনো আহ্বান প্রত্যাখ্যান করেন। প্রতিমন্ত্রী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) কেবল জনগণকে রক্ষা করেছেন।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক

সাধারণ যানবাহনের সঙ্গেই ছিল জুবাইদার গাড়ি

মামলা তুলতে রাজি না হওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকায় মার্চ : নাহিদ

নেতা-কর্মীদের উদ্দেশে হেফাজতের যে আহ্বান

এবার ভারতের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি

শাহবাগে ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে শিবির

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আবদুল হামিদের পালানো নিয়ে তারেক রহমানের মন্তব্য

মুচলেকায় মুক্তি পেল ৯৩ জেলে  / জব্দ করা ৬১৫ কেজি ইলিশ গেল এতিমখানায়

১০

তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

১১

‘স্বাস্থ্য খাতে বিনিয়োগ মানুষের ভালো থাকার জন্য হতে হবে’

১২

ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ

১৩

লুকিয়ে রাখা ২৯ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩ 

১৪

হাসনাতের ফেসবুক পোস্টে ৩ দাবি

১৫

যানজট ও দুর্ঘটনা রোধে মাঠে ছাত্রদলের নেতাকর্মীরা

১৬

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জবি শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে

১৭

মুসলিম বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছে ‘সোনারগাঁ’ : মামুনুল হক

১৮

‘এ দেশে আ.লীগের নেতাকর্মীদের ভাত নেই’ 

১৯

ফিল্ম আর্কাইভে জাতীয় চলচ্চিত্র সংসদের সম্মেলন

২০
X