

আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ‘নান্দাইল উপজেলা চাকরিজীবী কল্যাণ পরিষদ-ঢাকা’র প্রথম বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জের আড়াইহাজারের প্রবাসী পল্লি প্রজেক্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন সংগঠনটির ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক নূর মামুন।
ঢাকাস্থ নান্দাইলবাসীর এই মিলনমেলায় খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছিল। এ ছাড়া বিশেষ ‘রাফেল ড্র’ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়ার পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি মো. মাহবুব আলম।
বনভোজনে সম্মানিত উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ এবং ঢাকা ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক মো. আরিফুর রহমান।
বিশেষ সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাপ মিয়া ও জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের ইন্সপেক্টর মো. শফিকুল আলম রবিন।
এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ হাইটেক পার্কের (আইসিটি ডিভিশন) ডেপুটি ডাইরেক্টর মো. শফিক উদ্দিন ভূঁইয়া, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম আকাশ, বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার (মেজর) ফকির মেহেদী হাসান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রোগ্রামার মাফরুল আলম জনি, ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘নান্দাইল উপজেলার চাকরিজীবীদের কল্যাণে এই সংগঠন ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।’
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ব্র্যান্ডের শিল্পীরা গান পরিবেশন করেন।
মন্তব্য করুন