বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:১৮ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:৪৫ এএম
অনলাইন সংস্করণ

কোন বছর ৩টি ঈদ হয়েছে?

কোন বছর ৩টি ঈদ হয়েছে?
কোন বছর ৩টি ঈদ হয়েছে? | প্রতীকী ছবি

হিজরি সনে এক বছরে দুটি ঈদ আসে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। খ্রিষ্টীয় সন আরবি হিজরি সনের চেয়ে ১০ দিন বেশি। জানুয়ারি মাসে প্রথম ১০ দিনে যদি ঈদুল ফিতর বা ঈদুল আজহা হয়, তাহলে বছরের শেষ মাস ডিসেম্বরের শেষ ১০ দিনে আরেকটি ঈদুল ফিতর বা ঈদুল আজহা হবে এটাই স্বাভাবিক। জানুয়ারির প্রথম ১০ দিনে ঈদুল ফিতর হলে তার দুই মাস ১০ দিন পর মার্চে ঈদুল আজহা হবে।

এটা ঘটে ৩২ বছর পর পর। আবার যে বছর জানুয়ারির প্রথম ১০ দিনের মধ্যে ঈদুল আজহা হবে, সে বছর দুটি কোরবানির ঈদ এবং একটি ঈদুল ফিতর পালিত হবে। ১৯৬৮ সালে এবং ২০০০ সালে ৩ বার ঈদ হয়েছিল।

২০২৪ সালে ঈদ কয়টি?

চলতি বছর দুটি ঈদ অনুষ্ঠিত হবে; ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এ বছর ১১ এপ্রিল ঈদুল ফিতর এবং জুনের মাঝামাঝি সময়ে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

২০৩০ সালে কয়টি হবে?

ইংরেজি বছর অনুযায়ী রমজান মাস বছরে একবারই আসে। কখনো ২৯টি আবার কখনো ৩০টি রোজা পালন করতে হয়। কিন্তু কেমন হবে যদি বছরে দুবার রমজান মাস হয়? হ্যাঁ- আগামীতে এমনই একটি বছর আসবে যেটিতে রমজান মাস হবে বছরে দুবার! শুধু তাই-ই নয়, ২০৩০ সালে রাখতে হবে ৩৬টি রোজা।

এমনটি জানিয়েছেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি। তিনি বলেন, ২০৩০ সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে।

কারণ হিসেবে তিনি জানান, ইংরেজি বর্ষপঞ্জি ও চন্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে এমনটা ঘটবে। সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ৩০ অথবা ৩১ দিনে নির্ধারিত থাকে।

কিন্তু চন্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় ২৯ অথবা ৩০ দিনে। মাসে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। এভাবে বছরে ১১ দিন পার্থক্য থেকে যাওয়ায় ২০৩০ সালে দু’বার রমজান মাস পাবে মুসলিমরা।

গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারেও এ তথ্যের সত্যতা পাওয়া গেছে। ক্যালেন্ডারে দেখা গেছে, ওই বছর প্রথম রমজানটি শুরু হবে ৫ জানুয়ারি, শেষ হবে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় রমজান মাসটি শুরু হবে ২৬ ডিসেম্বর, যা শেষ হবে ২০৩১ সালের ২৪ জানুয়ারিতে। সুতরাং, অপর রমজানের ঈদুল ফিতর ঈদটি অনুষ্ঠিত হবে ২০৩১ সালে।

সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ বলেন, ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে ২০৩০ সালের ৫ জানুয়ারি। এ মাসটি ৩০ দিন পূর্ণ হবে। অর্থাৎ ফেব্রুয়ারির ৩ তারিখে শেষ হবে রমজান মাস। এ হিসাবে রমজান মাসের রোজা হবে ৩০টি।

এরপর একই বছর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ১৪৫২ হিজরির রমজান মাস। ৩১ ডিসেম্বর পর্যন্ত মুসলিমরা ৬ দিন রোজা পালন করবে। সে হিসাবে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা পালন করবে।

২০৩৩ সালের ঈদ কয়টি?

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০৩৩ সালে দুবার পূর্ণ রমজান মাস আসবে এবং সে বছর মোট ৩টি ঈদ অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতরের কতদিন পর ঈদুল আজহা অনুষ্ঠিত হয়?

হিজরি চন্দ্র বছরের গণনা অনুযায়ী, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে ২ মাস ১০ দিন ব্যবধান থাকে। দিনের হিসেবে যা সর্বোচ্চ ৭০ দিন হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১০

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১১

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১২

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৩

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৪

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৫

জয়ের পরও শান্তর মুখে হতাশা

১৬

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান নিয়ে প্রশ্ন

১৭

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

১৮

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

১৯

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ ভারতের

২০
X