কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৬:৪২ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কোকাকোলা বয়কটের পক্ষে দেশের ৮৯ শতাংশ মানুষ

কালবেলার জরিপ (বাঁ পাশে)।
কালবেলার জরিপ (বাঁ পাশে)।

কোকাকোলা নিয়ে সমালোচনা অনেক আগে থেকেই। এর আগেও এই পণ্যটিকে বয়কটের ডাক দেওয়া হয়েছিল বেশ কয়েকবার। কিন্তু সম্প্রতি কোকাকোলা নিয়ে একটি বিজ্ঞাপন প্রচার হওয়ায় আবারও নতুন করে সমালোচনা শুরু হয়। তোলপার ওঠে নেট দুনিয়ায়।

এবার বিজ্ঞাপনটিসহ কোকাকোলাকে বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা। এ নিয়ে একের পর এক পোস্ট দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

তবে কোকাকোলা বয়কটের এই ডাক কি শুধুই সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ কি না তা যাচাই করতে বা বয়কটের পক্ষে বা বিপক্ষে সমর্থন দেখতে জরিপ করেছে দৈনিক কালবেলা। সেই জরিপ অনুযায়ী প্রায় ৮৯ শতাংশ মানুষ এই দাবির সঙ্গে একমত।

গত ১১ জুন বিকেল ৪টা ২১ মিনিটে মতামত জরিপ শুরু করে কালবেলা অনলাইন। যেখানে রোববার (১৬ জুন) সোয়া ৬টা পর্যন্ত প্রায় ৩৩ হাজার ৪৪৪ জন মতামত দেন। (মতামত জরিপের লিংক)

কালবেলার মতামত জরিপে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোকাকোলা বয়কটের পক্ষে-বিপক্ষে চলছে তর্ক-বিতর্ক। আপনি কি কোকাকোলা বয়কট সমর্থন করেন? এই প্রশ্নের তিনটি উত্তর রাখা হয়। প্রথমটি, হ্যা? দ্বিতীয়টি, না? আরেকটি হলো-মন্তব্য নেই।

এখানে প্রথম প্রশ্নের উত্তরে সমর্থন করেছেন ৮৮ দশমকি ৯৮ শতাংশ। প্রশ্নের উত্তরে সমর্থন জানায় ০৯ দশমিক ৬০ শতাংশ। এ ছাড়াও শেষ প্রশ্নের উত্তরে সমর্থন দিয়েছে ০১ দশমিক ৪১ শতাংশ মানুষ।

কোকাকোলা বয়কট কেন?

কোকাকোলা পানীয়ের জগতে সুপরিচিত ব্র্যান্ড। যা বিশ্বব্যাপী চলে। বাংলাদেশেও এর ইতিবাচক ধারণা ছিল। কিন্তু গত বছরের ৭ অক্টোবরের পরে নাটকীয়ভাবে এই অবস্থায় পরিবর্তন ঘটে।

মূলত গত ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলার পর থেকেই কোকাকোলা বয়কটের ডাক দেওয়া শুরু হয়। যদিও বিষয়টি একপর্যায়ে গিয়ে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু সম্প্রতি কোকাকোলার বিজ্ঞাপনটি আবারও সেই বয়কট প্রচারণাকে উসকে দিয়েছে।

ইসরায়েলের সঙ্গে কোকাকোলার সম্পর্ক

১৯৬৬ সাল থেকেই কোকাকোলা ইসরায়েলের কট্টর সমর্থক। কোকাকোলার যে ফ্যাক্টরি নিয়ে বিজ্ঞাপনে বলা হয়েছে সেটি ১৯৬৭ থেকে ১৯৯১ সালে দখল করা ফিলিস্তিনি ভূমিতেই প্রতিষ্ঠা করা হয়েছে।

যার ফলে সেই সময়ে আরব লিগ কোকাকোলাকে আনুষ্ঠানিকভাবে বয়কট করেছিল। এমনকি ২০২০ সালে দখল করা ভূমিতে নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য জাতিসংঘ কর্তৃক ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছিল।

ইসরায়েল সরকারের অর্থনৈতিক মিশন থেকেও কোকাকোলার সঙ্গে তেল আবিবের সম্পর্কের গভীরতা অনুমান করা যায়। ১৯৯৭ সালে ব্র্যান্ডটিকে প্রায় ৩০ বছর ধরে সহযোগিতা করার জন্য সম্মানিত করা হয়।

কোম্পানিটি মার্কিন-ইসরায়েলি চেম্বার অফ কমার্স অ্যাওয়ার্ডসকেও স্পনসর করে। যার মাধ্যমে ইসরায়েলি অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়িক গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় ফেল করলেন মারুফা

ফের ধারাবাহিকে স্বস্তিকা

এইচএসসি পরীক্ষা / ১১ বোর্ডে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৬৯ শিক্ষার্থী

ময়মনসিংহে পাসের হারে এগিয়ে মেয়েরা

জানা গেল সেই আনিসার ফল

৫ বছরে সবচেয়ে কম পাস কুমিল্লা বোর্ডে

বগুড়ার ৫ আসনে বিএনপির যেসব প্রার্থী আলোচনায়

চতুর্থ বর্ষে কালবেলা, আলেমদের শুভেচ্ছা-দোয়া

বড় চমক রেখে সেরা ওয়ানডে একাদশ বাছাই করলেন ম্যাক্সওয়েল

দিনাজপুর বোর্ডে এইচএসসির ফলাফলে ধস

১০

ইনজেকশন খুব ভয় লাগে: শ্রাবন্তী 

১১

ফের কাছাকাছি অগস্ত্য-সুহানা

১২

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

১৩

ক্যাম্পাসের ৬ প্রবেশপথে কঠোর নিরাপত্তা, ঢুকতে পারছে না বহিরাগত

১৪

ভোট দিতে ২৫টি বাসে আসছেন অনাবাসিক শিক্ষার্থীরা

১৫

অত্যন্ত চমৎকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবেশ বিরাজ করছে : রাবি প্রক্টর

১৬

জয়ের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী

১৭

রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, আশ্বস্ত ট্রাম্প

১৮

ভোট দিয়ে যা বললেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী

১৯

এইচএসসি ২০২৫: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে কারা এগিয়ে

২০
X