ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রিতু মনি কি অটো চয়েজ!

রিতু মনি। পুরোনো ছবি
রিতু মনি। পুরোনো ছবি

৩ ওভারে তখন দরকার ৩৩ রান। ১৮তম ওভারেই ১৫ রান তোলেন দারুণ ছন্দে থাকা শারমিন আক্তার সুপ্তা। ১২ বলে লক্ষ্য দাঁড়ায় ১৮। ননস্ট্রাইকে তখন ১২ বলে ২২ রান করে অপরাজিত সুপ্তা। ওভারের প্রথম বলে বোল্ড হলেন স্বর্ণা আক্তার। নতুন ব্যাটার রিতু মনি এসে তিন বলে খেলে কোনো রান করতে পারলেন না; উল্টো দলকে চাপে ফেলেই ফিরে গেছেন সাজঘরে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ১২ রানে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল নিগার সুলতানা জ্যোতিরা। ১-০ এগিয়ে গেল আয়ারল্যান্ড। তবে আরও একবার প্রশ্ন জাগাল, রিতু কি দলে অটো চয়েজ!

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৬৯ রান তোলে আয়ারল্যান্ড। জবাবে দারুণ শুরু পেয়েও ১৫৭ রানে গিয়ে থামল স্বাগতিকরা। ১২ রানের জয়ের দিনে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হলেন অর্লিনে কেলি।

ম্যাচটা জিততে পারত বাংলাদেশ। সে সুযোগও তৈরি করেছিল। কিন্তু ১৮তম ওভারে কোনো রান তো নিতে পারলই না। উল্টো আইরিশদের দুটি উইকেট উপহার দিল বাংলাদেশ। এতে জেতার সুযোগটাও নষ্ট হলো। অবশ্য এখানে হতাশ করেছেন ১২ বছর ধরে জাতীয় দলের নিয়মিত মুখ রিতু মনি। জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ৭৫তম টি-টোয়েন্টি খেললেন তিনি। অথচ ৩ বলে কোনো রানই করতে পারলেন না!

রিতু মনির ক্যারিয়ার কখনোই সমৃদ্ধ দেখা যায়নি। ৭৫ ম্যাচে ৬০ ইনিংস বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন তিনি। ১০.৯৭ গড়ে রান করেছেন মাত্র ৪৭২; সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান। সমান ম্যাচে ৪৬ ইনিংসে বোলিং করেছেন তিনি। ১১১.৩ ওভারে নিয়েছেন মোটে ২৯ উইকেট। তারপরও নিয়মিতই জাতীয় দলে দেখা যায় এই অলরাউন্ডারকে। বিকল্পের অভাব নাকি রিতু মনির ওপর অতি নির্ভরশীলতা থেকেই বারবার দলে নেওয়া-তার কোনো উত্তর মেলেনি।

হারের জন্য আরও একবার দায় নিতে পারেন ব্যাটাররা। অবিশ্বাস্য ভাগ্য সহায়ক ছিল তাদের সঙ্গে। ১২ ওভারে উদ্বোধনী জুটিতে যোগ হয়েছিল ১০৩ রান। প্রতিপক্ষের হাত ফসকে ৬ বার জীবনও পেয়েছিলেন ওপেনার দিলারা আক্তার। কিন্তু জীবন পাওয়ার ফাঁকে আর রান করতে পারেননি তিনি। ৪১ বলে ৪৯ রান করে ক্যাচ তুলে ফেরেন। আরেক ওপেনার সোবহানা মোস্তারি ৩৫ বলে ৪৬ রান করে ফেরেন। মিডল অর্ডারে শারমিন আক্তার সুপ্তা ১৩ বলে খেলেন ২৩ রানের ইনিংস। এতে জয়ের আশা জেগেছিল বটে। কিন্তু শেষ দুই ওভারে হাত থেকে ম্যাচটাই ফসকে ফেলে জ্যোতির দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

বিজয় থালাপতি এখন বিপাকে

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১০

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১১

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১২

সুর নরম আইসিসির

১৩

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৪

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৫

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৬

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

১৭

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

১৮

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

২০
X