বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির নবম বোর্ড সভা হবে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি)। সবশেষ বোর্ড সভা হয় গত বছরের ১২ জুন। এ জন্য ঝুলে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগের সভাগুলোর সঙ্গে এই সভার বড় পার্থক্য হচ্ছে ক্রীড়ামন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বিসিবির সভায় সভাপতিত্ব করবেন নাজমুল হাসান পাপন।
আজকের সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তাকে। শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য আন্তর্জাতিক ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ ও মাঠ তৈরির জন্য জায়গা কেনার প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও আলোচনা হবে সভায়।
এ ছাড়া জাতীয় দলের বিশেষায়িত কোচ নিয়োগ, জাতীয় দলের অধিনায়ক ইস্যু, নির্বাচক প্যানেল ঢেলে সাজানোসহ সর্বমোট ১২টি বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া বিশ্বকাপ ব্যর্থতার মূল্যায়ন কমিটির রিপোর্ট উপস্থাপন ছাড়াও জনপ্রিয় ইস্যু হলো তামিম ইকবালের ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত।
এই সভায় তামিমের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত বোর্ড মেনে নিলে, অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তামিম। এতে হয় তো আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচে খেলিয়ে তাকে মাঠ থেকে বিদায় জানাতে বিসিবি। তবে এ ক্ষেত্রে তামিমের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে।
এ সবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো জাতীয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত করা। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বন্ধু থিলান সামারাভিরাকে। এ ছাড়া অন্যান্য শূন্য পদগুলোর নিয়োগও চূড়ান্ত হতে পারে।
রদবদল হতে পারে জাতীয় দলের নির্বাচক প্যানেলে। হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক করে নতুব ভাবে সাজানো হতে পারে প্যানেল। আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বর্তমান সদস্যদের মেয়াদ বাড়ানোর সম্ভাবনাও থাকছে।
বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়নে গঠিত বিশেষ কমিটি তাদের প্রতিবেদন উপস্থাপন করবেন। সেখানে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাব থাকতে পারে। জাতীয় দলের অধিনায়ক ইস্যুতেও আসবে বড় সিদ্ধান্ত।
সাকিব আল হাসান অধিনায়ক থাকতে না চাইলে নাজমুল হোসেন শান্তকে দেওয়া হতে পারে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে অধিনায়ক রাখার প্রস্তাব আসতে পারে।
নতুন করে কেন্দ্রীয় চুক্তির জন্য নাম প্রস্তাব করা হবে ২০-২১ জন ক্রিকেটারের। চুক্তির সব শ্রেণিতে বেতন বাড়ানোর প্রস্তাব করা হবে।
মন্তব্য করুন