স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০২:০৫ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলের নতুন নিয়মে আইসিসিকে বৃদ্ধাঙ্গুল!

ট্রফির সঙ্গে আইপিএলের দলগুলোর অধিনায়করা। ছবি: সংগৃহীত
ট্রফির সঙ্গে আইপিএলের দলগুলোর অধিনায়করা। ছবি: সংগৃহীত

আর কিছুক্ষণ পর পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের ১৭তম আসরের। এরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে আসন্ন এই আসরকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন ক্রিকেটাররা। এবারের আসরে বেশকিছু নিয়মের পরিবর্তন এনেছে আইপিএল কর্তৃপক্ষ।

নতুন এই আসরে চারটি নতুন নিয়ম প্রয়োগ করা হবে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির নিয়মের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। এককথায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আইপিএলে চালু হচ্ছে নতুন নিয়ম।

দুই বাউন্সার ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে এক ওভারে বোলাররা একটি বাউন্সার দিতে পারে। কিন্তু এবারের আইপিএলে বদল আনা হচ্ছে এই নিয়মে। বোলারদের অতিরিক্ত সুবিধা দিতে, চলতি বছর থেকে বোলাররা দুটি বাউন্সার দিতে পারবেন। সাধারণত লাল বলের ক্রিকেটে এই নিয়ম চালু রয়েছে।

রিভিউতে নতুন নিয়ম বদল আনা হয়েছে রিভিউতেও। আইসিসির নিয়ম হচ্ছে, যদি ফিল্ডিংয়ে থাকা দল স্টাম্পিংয়ের জন্য রিভিউ নেয়, তাহলে তৃতীয় আম্পায়ার শুধু সেটির বিবেচনা করবেন। উইকেটকিপারের হাতে যাওয়ার আগে বল ব্যাটে লেগেছে কিনা, তা দেখা হয় না। এর জন্য আলাদা রিভিউ নিতে হয়। তবে আইপিএলে স্টাম্প আউটের রিভিউ নিলে, ব্যাটার ক্যাচ আউট হয়েছে কি না, তা আগে দেখা হবে।

থাকবে না স্টপ ক্লক স্টপ ক্লক নিয়মটি নতুন চালু করেছে আইসিসি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও এর প্রয়োগ হবে। তবে আইপিএলে থাকছে না এ নিয়ম। এর ব্যাখ্যায় বলা হয়েছে আইপিএলে দুই ওভারের মাঝে বোলিংয়ে থাকা দলকে অনেক পরিকল্পনা করতে হয়। ফলে এবারের আইপিএলে দুই ওভারের মাঝে কোনো সময়সীমা থাকবে না।

স্মার্ট রিপ্লে সিস্টেম আইপিএলের নতুন নিয়মে যোগ হচ্ছে স্মার্ট রিপ্লে সিস্টেম। মূলত আম্পায়ারদের সিদ্ধান্ত গ্রহণকে আরও নিখুঁত ও গতিশীল করতে এই নিয়ম চালু করা হচ্ছে। এই নিয়ম প্রয়োগের ক্ষেত্রে একই কক্ষকে কাজ করবেন টেলিভিশন আম্পায়ার ও হক-আই অপারেটর।

ফলে দুজনের মধ্যে তৃতীয় পক্ষের উপস্থিতির প্রয়োজন পড়বে না। আগে টিভি আম্পায়াররা, ব্রডকাস্ট ডিরেক্টেরের মাধ্যমে হক-আই অপারেটের সঙ্গে যোগাযোগ করতেন। এবার নতুন এই পদ্ধতিতে হক-আই ক্যামেরা থেকে আরও বেশি ফুটেজ পাবেন টিভি আম্পায়ার।

আরও বেশি অ্যাঙ্গেল এবং একই সঙ্গে ভিন্ন ভিন্ন স্ক্রিন দেখে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন আম্পায়াররা। ফলে সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ এবং নিখুঁত হবে। এর আগে এই পদ্ধতি ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট-দ্য হান্ড্রেডে ব্যবহার করা হয়েছে। এবার আইপিএলেও প্রয়োগ হবে স্মার্ট রিপ্লে পদ্ধতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১০

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১১

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১২

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১৩

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১৪

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৬

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৭

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৮

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৯

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

২০
X