স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ তারকা ফুটবলাররা, বিপদে আর্জেন্টাইন কোচ

নিষিদ্ধ হওয়া উরুগুয়ের ফুটবলাররা। ছবি: সংগৃহীত
নিষিদ্ধ হওয়া উরুগুয়ের ফুটবলাররা। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকা কাপ শেষ হয়েছে প্রায় দেড় মাস আগে। তবে এর রেশ রয়ে গেছে এখনও। সেই রেশে আরও বাড়িয়ে দিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ৫ ফুটবলারকে নিষিদ্ধ করাসহ সর্বমোট ১১জনকে শাস্তি দিয়েছে সংস্থাটি। এতে বিপদে পড়তে যাচ্ছেন উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা।

ঘটনাটি ১১ জুলাইয়ের। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হয় কলম্বিয়া-উরুগুয়ের দ্বিতীয় সেমিফাইনাল। তবে শেষটা হয় হিংসাত্মকভাবে। কলম্বিয়ার কাছে হেরে ফাইনালে উঠতে না পেরে আক্রমণাত্মক হয়ে উঠেন উরুগুয়ের ফুটবলাররা।

প্রথমে মাঠে কলম্বিয়ান ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়ান তারা। এরপর ডারউইন নুনেজের নেতৃত্বে বেশ কয়েকজন উরুগুয়ের ফুটবলার গ্যালারিতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের উপর হামলা চালান। তাদের ঘুষি মারার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

সে সময়ই কড়া বার্তা দেয় লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)। তবে ফুটবলারদের পক্ষে সাফাই গেয়েছিলেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ইগনাসিও আলোনসো। তিনি বলেছিলেন পরিবারের সদস্যদের রক্ষা করতেই এমনটা করেছেন ফুটবলাররা।

এতে শেষ রক্ষা হলো না উরুগুয়ের ফুটবলারদের। স্টেডিয়ামে মারামারিতে জড়িয়ে কড়া শাস্তি পেলেন তারা। সর্বোচ্চ ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ডারউইন নুনেজ। একই সঙ্গে ২০ হাজার ডলার গুনতে হবে লিভারপুল তারকাকে। এ ছাড়া ৪ ম্যাচ খেলতে পারবেন না মিডফিল্ডার রদ্রিগো বেন্তাঙ্কুর। টটেনহাম তারকাকে বাড়তি ১৬ ডলার জরিমানা করা হয়েছে।

৩ ম্যাচ করে নিষিদ্ধ হন উরুগুয়ের তিন ডিফেন্ডার মাথিয়াস ওলিভেরা, রোনাল্দ আরাউহো এবং অধিনায়ক জোসে মারিয়া গিমেনেজ। এ ছাড়া ১২ হাজার ডলার জরিমানা করা হয়েছে তিন জনকে। এ ছাড়া শুধু জরিমানা করা হয়েছে আরও ছয় ফুটবলারকে। নিষিদ্ধ এবং জরিমানা মিলিয়ে সর্বমোট ১১ ফুটবলারকে শাস্তি দেওয়া হয়েছে।

দলের সেরা ৫ তারকা নিষিদ্ধ হওয়ায় একাদশ সাজাতে হিমশিম খেতে হবে উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসাকে। তবে শাস্তি কবে থেকে কার্যকর হবে বিবৃতিতে জানায়নি লাতিন ফুটবলের নিয়ন্ত্রক কনমেবল।

তবে এটা নিশ্চিত সংস্থাটির আয়োজিত ম্যাচগুলো এই শাস্তির আওতাভুক্ত থাকবে। ফ্লোরিডায় আগামী রোববার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে লড়বে উরুগুয়ে।

এরপর ২০২৬ সালে বিশ্বকাপ বাছাইয়ে ৭ সেপ্টেম্বর প্যারাগুয়ে ও ১১ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। এরপর পেরু, ভেনেজুয়ো ও ইকুয়েডেরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে উরুগুয়ের।

স্কোয়াডের মূল পাঁচ ফুটবলার নিষিদ্ধ হওয়ায় সামনের ম্যাচগুলোতে শক্তিশালি একাদশ সাজাতে বেশ কষ্ট করতে হবে বিয়েলসাকে। তবে কনমেবলের এ শাস্তির বিরুদ্ধে সাত দিনের মধ্যে আপিল করতে পারবে উরুগুয়ে ফুটবল অ্যাসেসিয়েশন। এই আপিলে শাস্তির পরিমাণ না কমলে তারকা ফুটবলারদের ছাড়াই খেলতে হবে দলটিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেন্টরস স্টাডি এব্রোডের আয়োজনে স্টাডি ইন অস্ট্রেলিয়া এক্সপো অনুষ্ঠিত

শেখ হাসিনার প্রতি আচরণ বদলাচ্ছে ভারতের মিডিয়া

৫০০ কোটির ক্লাবে আমির খানের যে চার সিনেমা

সোহেল বহিষ্কার, নতুন ভারপ্রাপ্ত মহাসচিব পেল এনডিপি

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল বাদে বাকি সবার ব্যর্থতার গল্প

রাত ১০টার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না থাকার নির্দেশ

প্রশাসনে ৫ বড় পদে রদবদল

সাবেক সিইসি নুরুল হুদার জামিন মেলেনি

সাজানো অভিযান / কলাবাগান থানায় সাবেক ওসির বিরুদ্ধে মামলা

মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট মারামারি করে : আসিফ নজরুল

১০

গবেষণায় উৎকর্ষতার স্বীকৃতি পেলেন আইইউবিএটির শিক্ষার্থীরা

১১

তাসকিনের তাণ্ডবের পরেও লঙ্কানদের লড়াকু সংগ্রহ

১২

ইউলাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

১৩

কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে : দুদু

১৪

কম্পিউটার সমিতির সভাপতি জহিরুলকে সনির শুভেচ্ছা

১৫

শেখ রেহানার স্বামী-দেবরের জমিসহ ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ

১৬

ছাত্রদলের অনুষ্ঠানে শিক্ষার্থীদের থাকতে অধ্যক্ষের নোটিশ

১৭

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরও ৪১৬ জন

১৮

এনবিআরের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৯

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

২০
X