স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সালাহর রেকর্ড গোলে শীর্ষে লিভারপুল

সালাহর গোলে সমতায় ফেরে রিভারপুল। ছবি: সংগৃহীত
সালাহর গোলে সমতায় ফেরে রিভারপুল। ছবি: সংগৃহীত

এবারের প্রিমিয়ার লিগ মৌসুমে ইংলিশ জায়ান্ট লিভারপুলের আরেক নাম কামব্যাক কিংস দিয়ে দেওয়া যায়। প্রথমে পিছিয়ে পড়েও জয় নিয়ে আসাকে রীতিমতো যেন অভ্যাস বানিয়ে ফেলেছে ইয়র্গেন ক্লপের দল। সেই ধারাবাহিকতায় আজও প্রথমে গোল খেলেও ক্রিস্টাল প্যালেসকে মোহাম্মদ সালাহর লিভারপুল ক্যারিয়ারের ২০০তম গোলে এবং অ্যাসিস্টে ঠিকই হারিয়েছে অলরেডরা।

শনিবার (৯ নভেম্বর) ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহুস্ট পার্কে সালাহর গোল ও অ্যাসিস্টে ২-১ ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। এই জয়ে আর্সেনালকে টপকে আপাতত প্রিমিয়ার লিগের শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে অলরেডরা।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য লিভারপুলকে দমিয়েই রেখেছিল প্যালেস। ম্যাচের ২৯ মিনিটে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইকের বিরুদ্ধে বক্সে ফাউলের অভিযোগ এনে পেনাল্টির আপিল করে তারা। প্রথমে পেনাল্টি দিলেও পরে বিস্ময়কর ভাবে ভিএআরে তা প্রত্যাখান করেন ম্যাচ রেফারি।

এর কিছুক্ষণ পরেই দারুণ এক সেভে জেফারসন লার্মাকে ঠেকিয়ে লিভারপুলকে রক্ষা করেন কিপার আলিসন বেকার। বিরতির ঠিক আগে বারবার আক্রমণে গেলেও স্বাগতিকদের রক্ষণভাগের বাধায় সুবিধা করতে পারেনি সালাহ-দিয়াজরা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।

দ্বিতীয়ার্ধে ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা পার হওয়ার আগে আবারও পেনাল্টির জোরালো আবেদন করে ক্রিস্টাল। বক্সের মধ্যে জ্য ফিলিপ মাতেতাকে ফাউল করেন কুয়ানসাহ। এবার অবশ্য রেফারি ভিএআর দেখে পেনাল্টি দেন। পেনাল্টি থেকে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

৭৪ মিনিটে ইলিয়টকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন ক্রিস্টাল প্যালেসের জর্দান আইয়ু। ১০ জনের হওয়ার পরের মিনিটেই গোল খায় স্বগিতিকরা। বক্সের বাঁ প্রান্ত থেকে ক্রস স্বাগতিক ডিফেন্ডার বিপদমুক্ত করতে গেলে বল পান কুর্টিস জোন্স, তিনি বল বাড়িয়ে দেন সালাহর কাছে। মিশরীয় ফরোয়ার্ডের বাঁ পায়ের শট ক্লাইনের পায়ে লেগে জালে জড়ায়। এই গোল দিয়ে লিভারপুলের পঞ্চম খেলোয়াড় হিসেবে ২০০ গোলের মাইলফলকে নাম লেখান সালাহ, আর প্রিমিয়ার লিগে ১৫০তম গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় সেরা দশে জায়গা করে নেন।

দুই দলের ম্যাচ তখন টানা তৃতীয় বারের মতো ড্রয়ের দিকে এগোচ্ছিল। কিন্তু ইনজুরি টাইমে ঘুরে দাঁড়ায় লিভারপুল। সালাহর বাড়ানো বল পায়ে নিয়ে বক্সের ঠিক সামনে থেকে চোখ ধাঁধানো শটে গোল করেন ইলিয়ট।

এই জয়ে অন্তত কয়েক ঘণ্টার জন্য শীর্ষে উঠে গেলো লিভারপুল। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের অবস্থান ১৫ নম্বরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যা / ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ফের রিমান্ডে 

বেকার সমস্যা সমাধানে বৃহৎ পরিকল্পনা নিয়ে মাঠে বিএনপি : মিন্টু

ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের

পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার

‘ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এক জাদুকর মেসি’

সোহেল হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা ৮-এ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

নিজ দলের প্রার্থীকেই অবাঞ্ছিত ঘোষণা গণঅধিকারের নেতাকর্মীদের

লক্ষ্মীপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিয়ের আগে যে ৭ প্রস্তুতি নেওয়া জরুরি

১০

প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি পায় : মারিয়া মিম

১১

রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

১২

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, কারাগারে জেষ্ঠ্য সহকারী সচিব

১৩

বিএনপি ও জামায়াতের নেতাকে শোকজ

১৪

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যদণ্ড কার্যকর

১৫

সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে মুখোমুখি জায়েদ-তানিয়া

১৬

দেশে ফিরতে চান সালাউদ্দিন

১৭

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হাবিব ওয়াহিদ

১৮

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

১৯

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

২০
X