শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সালাহর রেকর্ড গোলে শীর্ষে লিভারপুল

সালাহর গোলে সমতায় ফেরে রিভারপুল। ছবি: সংগৃহীত
সালাহর গোলে সমতায় ফেরে রিভারপুল। ছবি: সংগৃহীত

এবারের প্রিমিয়ার লিগ মৌসুমে ইংলিশ জায়ান্ট লিভারপুলের আরেক নাম কামব্যাক কিংস দিয়ে দেওয়া যায়। প্রথমে পিছিয়ে পড়েও জয় নিয়ে আসাকে রীতিমতো যেন অভ্যাস বানিয়ে ফেলেছে ইয়র্গেন ক্লপের দল। সেই ধারাবাহিকতায় আজও প্রথমে গোল খেলেও ক্রিস্টাল প্যালেসকে মোহাম্মদ সালাহর লিভারপুল ক্যারিয়ারের ২০০তম গোলে এবং অ্যাসিস্টে ঠিকই হারিয়েছে অলরেডরা।

শনিবার (৯ নভেম্বর) ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহুস্ট পার্কে সালাহর গোল ও অ্যাসিস্টে ২-১ ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। এই জয়ে আর্সেনালকে টপকে আপাতত প্রিমিয়ার লিগের শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে অলরেডরা।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য লিভারপুলকে দমিয়েই রেখেছিল প্যালেস। ম্যাচের ২৯ মিনিটে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইকের বিরুদ্ধে বক্সে ফাউলের অভিযোগ এনে পেনাল্টির আপিল করে তারা। প্রথমে পেনাল্টি দিলেও পরে বিস্ময়কর ভাবে ভিএআরে তা প্রত্যাখান করেন ম্যাচ রেফারি।

এর কিছুক্ষণ পরেই দারুণ এক সেভে জেফারসন লার্মাকে ঠেকিয়ে লিভারপুলকে রক্ষা করেন কিপার আলিসন বেকার। বিরতির ঠিক আগে বারবার আক্রমণে গেলেও স্বাগতিকদের রক্ষণভাগের বাধায় সুবিধা করতে পারেনি সালাহ-দিয়াজরা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।

দ্বিতীয়ার্ধে ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা পার হওয়ার আগে আবারও পেনাল্টির জোরালো আবেদন করে ক্রিস্টাল। বক্সের মধ্যে জ্য ফিলিপ মাতেতাকে ফাউল করেন কুয়ানসাহ। এবার অবশ্য রেফারি ভিএআর দেখে পেনাল্টি দেন। পেনাল্টি থেকে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

৭৪ মিনিটে ইলিয়টকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন ক্রিস্টাল প্যালেসের জর্দান আইয়ু। ১০ জনের হওয়ার পরের মিনিটেই গোল খায় স্বগিতিকরা। বক্সের বাঁ প্রান্ত থেকে ক্রস স্বাগতিক ডিফেন্ডার বিপদমুক্ত করতে গেলে বল পান কুর্টিস জোন্স, তিনি বল বাড়িয়ে দেন সালাহর কাছে। মিশরীয় ফরোয়ার্ডের বাঁ পায়ের শট ক্লাইনের পায়ে লেগে জালে জড়ায়। এই গোল দিয়ে লিভারপুলের পঞ্চম খেলোয়াড় হিসেবে ২০০ গোলের মাইলফলকে নাম লেখান সালাহ, আর প্রিমিয়ার লিগে ১৫০তম গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় সেরা দশে জায়গা করে নেন।

দুই দলের ম্যাচ তখন টানা তৃতীয় বারের মতো ড্রয়ের দিকে এগোচ্ছিল। কিন্তু ইনজুরি টাইমে ঘুরে দাঁড়ায় লিভারপুল। সালাহর বাড়ানো বল পায়ে নিয়ে বক্সের ঠিক সামনে থেকে চোখ ধাঁধানো শটে গোল করেন ইলিয়ট।

এই জয়ে অন্তত কয়েক ঘণ্টার জন্য শীর্ষে উঠে গেলো লিভারপুল। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের অবস্থান ১৫ নম্বরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১০

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১১

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১২

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৩

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৪

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৫

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৬

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৭

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৮

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১৯

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

২০
X