কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

ব্যাটারিকে সুস্থ রাখতে কিছু সচেতনতা খুবই দরকার। ছবি : সংগৃহীত
ব্যাটারিকে সুস্থ রাখতে কিছু সচেতনতা খুবই দরকার। ছবি : সংগৃহীত

আজকাল মোবাইল ফোন ছাড়া আমাদের চলেই না। অফিসের কাজ হোক বা নিজের ব্যক্তিগত প্রয়োজন—প্রতিদিন অনেক কিছুই আমরা ফোনে করি। ঘুম থেকে উঠতে অ্যালার্ম, হাঁটার সময় ফিটনেস ট্র্যাকিং, নোট নেওয়া—সব কিছুতেই মোবাইল ফোনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এ কারণে ফোনটা ভালোভাবে যত্নে রাখা জরুরি। সবচেয়ে বেশি সমস্যা যেটা দেখা যায়, সেটা হলো ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া বা ব্যাটারির কর্মক্ষমতা কমে যাওয়া। অনেকেই ফোন সবসময় শতভাগ চার্জ দিয়ে রাখেন, আবার কেউ কেউ বলেন, এটা ফোনের জন্য ক্ষতিকর।

এ নিয়ে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আসুন জেনে নিই ফোনের ব্যাটারি ঠিকঠাক রাখতে কী কী বিষয় খেয়াল রাখা দরকার :

১. ফোন ২০% চার্জে নামার আগে চার্জে দেবেন না

সাধারণ স্মার্টফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারিগুলোর আয়ু বাড়ানোর জন্য একটা ‘চার্জ সাইকেল’ মেনে চলা উচিত। চেষ্টা করুন ফোনের চার্জ ২০ শতাংশে নামলে তবেই চার্জ দিতে, আর চার্জ ৮০ শতাংশ হয়ে গেলে তা খুলে ফেলতে। এই নিয়ম মেনে চললে ব্যাটারির আয়ু বাড়ে।

২. ধীরে চার্জ হওয়াই ভালো

চার্জ যদি ধীরে হয়, সেটি ব্যাটারির জন্য ভালো। তবে ব্যস্ত সময়ে দ্রুত চার্জ দরকার হলে ফাস্ট চার্জার ব্যবহার করাই যায়। মাঝেমধ্যে ফাস্ট চার্জ ব্যবহার করা কোনো সমস্যা নয়, তবে সবসময় এটা ব্যবহার করাটা ঠিক নয়।

৩. চার্জ শেষ হলেও প্লাগড ইন রাখা যাবে না

অনেকেই রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে রাখেন এবং সেটা সারা রাত প্লাগে সংযুক্তই থাকে। এতে ফোনের চার্জ ১০০% হলেও বিদ্যুৎ সংযোগ চালু থাকে। এই অভ্যাস ফোনের ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দিতে পারে। অফিসে, বাড়িতে বা চলার পথে সবসময় ফোন চার্জে রেখে দেওয়াও ভালো না।

৪. ফোন একেবারে শূন্য চার্জে যাওয়া ঠিক নয়

ভিডিও দেখা, গেম খেলা বা অন্য কোনো কাজে ফোন ব্যবহার করতে করতে কখনো কখনো ব্যাটারির চার্জ একেবারে শূন্য হয়ে যায়। এটা নিয়মিত হলে ব্যাটারির ওপরে চাপ পড়ে এবং দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব এই অভ্যাস এড়িয়ে চলুন।

৫. ফোন গরম হতে দিলে বিপদ

ফোন খুব গরম হয়ে গেলে ব্যাটারির ক্ষতি হয়। বিশেষ করে যদি ফোনের তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের (প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস) বেশি হয়, তাহলে সেটা ব্যাটারির জন্য বিপজ্জনক। ঠান্ডা আবহাওয়ায় সমস্যা হয় না, তবে খুব বেশি ঠান্ডা—যেমন বরফ জমার মতো আবহাওয়া—তাও ফোনের জন্য ঠিক না।

৬. ব্যাটারি নষ্ট মানেই নতুন ফোন নয়: অনেকেই ভাবেন, ব্যাটারি দ্রুত শেষ হলে বা ঠিকমতো চার্জ না রাখলে নতুন ফোন কেনাই একমাত্র উপায়। আসলে তা নয়। ফোনের ব্যাটারি নষ্ট হলে চাইলে আলাদা করে ব্যাটারি বদলে নেওয়া যায়। ভালো সার্ভিস সেন্টার বা ফোন কোম্পানির নিজস্ব দোকান থেকে নতুন ব্যাটারি নিয়ে নিলেই হয়।

ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটা অনেকটা আমাদের জীবনের সঙ্গী। তাই ফোনকে ভালো রাখতে হলে, বিশেষ করে ব্যাটারিকে সুস্থ রাখতে কিছু সচেতনতা খুবই দরকার। অভ্যাসগুলো একটু বদলালেই আপনার ফোন দীর্ঘদিন ভালো সার্ভিস দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন : মিন্টু

একই ক্লাবের ১৭ জন গ্রেপ্তার

ইউজিসিতে জবির শিক্ষক না থাকায় বৈষম্যের শিকার হচ্ছি : জকসু ভিপি

বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ কর্মকর্তাকে কান ধরাল বিক্ষুব্ধ জনতা

‘জনতার ইশতেহার’  / ৩৭ হাজারের বেশি মতামত পেল জামায়াত

ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াতি রাজনীতির দেউলিয়াপনা : নাছির উদ্দীন

৩৫ লাখ টাকার সম্পদ বাপ দিছে, আমি জেল খাটব কেন : সিয়াম

ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না : ইসি

১০

মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১, আহত ১২

১১

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১২

এবার বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত-পাকিস্তান

১৩

বিয়ের পথে টম-জেনডায়া

১৪

ইডেন মহিলা কলেজে বাঁধন ইউনিটের বার্ষিক সভা অনুষ্ঠিত

১৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

১৬

কারাবন্দিদের প্যারোলে মুক্তির বিষয়ে নতুন নীতিমালা জারি

১৭

কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করব না : ডিসি রায়হান

১৮

জামায়াত প্রার্থীর ওপর ভোট কেনার অভিযোগ বিএনপি নেতার

১৯

বিক্ষোভে উসকানিদাতাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না : ইরান

২০
X