কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

ব্যাটারিকে সুস্থ রাখতে কিছু সচেতনতা খুবই দরকার। ছবি : সংগৃহীত
ব্যাটারিকে সুস্থ রাখতে কিছু সচেতনতা খুবই দরকার। ছবি : সংগৃহীত

আজকাল মোবাইল ফোন ছাড়া আমাদের চলেই না। অফিসের কাজ হোক বা নিজের ব্যক্তিগত প্রয়োজন—প্রতিদিন অনেক কিছুই আমরা ফোনে করি। ঘুম থেকে উঠতে অ্যালার্ম, হাঁটার সময় ফিটনেস ট্র্যাকিং, নোট নেওয়া—সব কিছুতেই মোবাইল ফোনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এ কারণে ফোনটা ভালোভাবে যত্নে রাখা জরুরি। সবচেয়ে বেশি সমস্যা যেটা দেখা যায়, সেটা হলো ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া বা ব্যাটারির কর্মক্ষমতা কমে যাওয়া। অনেকেই ফোন সবসময় শতভাগ চার্জ দিয়ে রাখেন, আবার কেউ কেউ বলেন, এটা ফোনের জন্য ক্ষতিকর।

এ নিয়ে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আসুন জেনে নিই ফোনের ব্যাটারি ঠিকঠাক রাখতে কী কী বিষয় খেয়াল রাখা দরকার :

১. ফোন ২০% চার্জে নামার আগে চার্জে দেবেন না

সাধারণ স্মার্টফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারিগুলোর আয়ু বাড়ানোর জন্য একটা ‘চার্জ সাইকেল’ মেনে চলা উচিত। চেষ্টা করুন ফোনের চার্জ ২০ শতাংশে নামলে তবেই চার্জ দিতে, আর চার্জ ৮০ শতাংশ হয়ে গেলে তা খুলে ফেলতে। এই নিয়ম মেনে চললে ব্যাটারির আয়ু বাড়ে।

২. ধীরে চার্জ হওয়াই ভালো

চার্জ যদি ধীরে হয়, সেটি ব্যাটারির জন্য ভালো। তবে ব্যস্ত সময়ে দ্রুত চার্জ দরকার হলে ফাস্ট চার্জার ব্যবহার করাই যায়। মাঝেমধ্যে ফাস্ট চার্জ ব্যবহার করা কোনো সমস্যা নয়, তবে সবসময় এটা ব্যবহার করাটা ঠিক নয়।

৩. চার্জ শেষ হলেও প্লাগড ইন রাখা যাবে না

অনেকেই রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে রাখেন এবং সেটা সারা রাত প্লাগে সংযুক্তই থাকে। এতে ফোনের চার্জ ১০০% হলেও বিদ্যুৎ সংযোগ চালু থাকে। এই অভ্যাস ফোনের ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দিতে পারে। অফিসে, বাড়িতে বা চলার পথে সবসময় ফোন চার্জে রেখে দেওয়াও ভালো না।

৪. ফোন একেবারে শূন্য চার্জে যাওয়া ঠিক নয়

ভিডিও দেখা, গেম খেলা বা অন্য কোনো কাজে ফোন ব্যবহার করতে করতে কখনো কখনো ব্যাটারির চার্জ একেবারে শূন্য হয়ে যায়। এটা নিয়মিত হলে ব্যাটারির ওপরে চাপ পড়ে এবং দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব এই অভ্যাস এড়িয়ে চলুন।

৫. ফোন গরম হতে দিলে বিপদ

ফোন খুব গরম হয়ে গেলে ব্যাটারির ক্ষতি হয়। বিশেষ করে যদি ফোনের তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের (প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস) বেশি হয়, তাহলে সেটা ব্যাটারির জন্য বিপজ্জনক। ঠান্ডা আবহাওয়ায় সমস্যা হয় না, তবে খুব বেশি ঠান্ডা—যেমন বরফ জমার মতো আবহাওয়া—তাও ফোনের জন্য ঠিক না।

৬. ব্যাটারি নষ্ট মানেই নতুন ফোন নয়: অনেকেই ভাবেন, ব্যাটারি দ্রুত শেষ হলে বা ঠিকমতো চার্জ না রাখলে নতুন ফোন কেনাই একমাত্র উপায়। আসলে তা নয়। ফোনের ব্যাটারি নষ্ট হলে চাইলে আলাদা করে ব্যাটারি বদলে নেওয়া যায়। ভালো সার্ভিস সেন্টার বা ফোন কোম্পানির নিজস্ব দোকান থেকে নতুন ব্যাটারি নিয়ে নিলেই হয়।

ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটা অনেকটা আমাদের জীবনের সঙ্গী। তাই ফোনকে ভালো রাখতে হলে, বিশেষ করে ব্যাটারিকে সুস্থ রাখতে কিছু সচেতনতা খুবই দরকার। অভ্যাসগুলো একটু বদলালেই আপনার ফোন দীর্ঘদিন ভালো সার্ভিস দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা কতটা দখলে, জানাল ইসরায়েলি বাহিনী

টানা তিন দিন কমলো জ্বালানি তেলের দাম

গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি : এ্যানি

ভালুকের আক্রমণে আহত পাকিস্তানি গায়িকা

জনগণের কাছে ক্ষমা চান, জামায়াতকে ফারুক 

মোদির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ‘এখন শেষ’

মাঠের মধ্যেই মারা গেলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক (ভিডিও)

বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকে : রহমাতুল্লাহ

ইউটিউব দেখে আনার চাষ, দেখতে যেন কাশ্মীরের বাগান 

তিন মাসে স্বর্ণের দামে রেকর্ড উত্থান

১০

প্রলোভনের ঊর্ধ্বে ওঠাই জনপ্রতিনিধিদের প্রধান কাজ : ফাওজুল কবির

১১

ভারী বর্ষণের শঙ্কা ৩ বিভাগে

১২

শবনম ফারিয়াকে সারজিসের পরামর্শ

১৩

নদীর উচ্ছেদকে কেন্দ্র করে উত্তাল কক্সবাজার

১৪

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল আরও তিন দেশ

১৫

সিআইডির ওপর হামলা, যুবক আটক

১৬

শুল্কের প্রভাব কমাতে এসি, চা ও স্কুল সরঞ্জামের দাম কমাচ্ছে ভারত

১৭

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে স্বপ্নের কথা জানালেন জামায়াত আমির

১৮

গুরুতর অভিযোগে আর্জেন্টিনাকে কোটি টাকার জরিমানা ফিফার

১৯

সুরমা নদীতে ভাসছিল জমিয়ত নেতার মরদেহ

২০
X