কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ থেকে ইসরায়েলের বহিষ্কার চায় মালয়েশিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত

ইসরায়েলের গাজার বিরুদ্ধে চলমান হামলার তীব্র সমালোচনা করে আসছে মালয়েশিয়া। এবার জাতিসংঘে ইসরায়েলকে বহিষ্কারের প্রস্তাব উত্থাপন করতে প্রস্তুতি নিচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, আগামী সপ্তাহে আরব রাষ্ট্রগুলোর সমর্থন অর্জনের জন্য একটি জরুরি সম্মেলনে এ প্রস্তাবটি উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, তার সরকার ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের প্রস্তাবের খসড়া প্রণয়ন করছে।

এদিকে গাজার ওপর ইসরায়েলের হামলার ফলে ৪৩,০০০-এরও বেশি ফিলিস্তিনি, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু, প্রাণ হারিয়েছে। এ বিষয়টি গুরুত্বের সাথে আনোয়ার বলেছেন, ‘ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নির্দেশাবলি লঙ্ঘন করছে। আমরা আইন লঙ্ঘনের পর ইসরায়েলকে জাতিসংঘের সদস্য হিসেবে বহিষ্কারের প্রস্তাব নিয়ে আলোচনা করছি।’

আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, মালয়েশিয়া নিশ্চিত করবে যেন এ বিষয়টি যথাযথ গুরুত্ব পায় এবং ইসরায়েলি শাসনের বর্বরতা থামানোর পাশাপাশি ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা যায়।

প্রসঙ্গত, মালয়েশিয়া ইসরায়েলি হামলার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আসছে এবং ইতোমধ্যে দেশটি ইসরায়েলি শিপিং কোম্পানি জিমের প্রবেশ নিষিদ্ধ করেছে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, মালয়েশিয়া ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। আনোয়ার ইব্রাহিম আরব লীগে একটি জরুরি সম্মেলনে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন, যেখানে গাজায় ইসরায়েলের ‘অপরাধ ও লঙ্ঘন এবং লেবাননে সামরিক হামলার’ প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, জাতিসংঘে একটি সদস্য রাষ্ট্রকে স্থগিত বা বহিষ্কার করতে হলে প্রমাণ প্রয়োজন, সেই রাষ্ট্রটি ‘অবিরতভাবে’ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সিদ্ধান্ত লঙ্ঘন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। দীর্ঘকাল ধরে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনামূলক জাতিসংঘের প্রস্তাবগুলোকে ভেটো দিয়ে আসছে।

এ ছাড়া আনোয়ার ইব্রহিম পশ্চিমা নেতাদের ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতি নীরব থাকার জন্য সমালোচনা করেছেন এবং আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। মালয়েশিয়া এ বিষয়ে একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ করবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মনোনয়ন পাওয়ার একদিন পর স্থগিত—কে এই কামাল জামান মোল্লা

ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক

সভা শেষে ফেরার পথে প্রাণ গেল তিন বিএনপি কর্মীর

মুচলেকায়  মুক্তি / ঢাকা কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশ দিল শিক্ষার্থীরা 

মেডিক্যাল শিক্ষকদের জন্য বড় সুখবর

উত্তরাধিকার সূত্রে ধানের শীষের প্রার্থী যারা

নভেম্বরের ৩ দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

এশিয়া কাপ বিতর্কে বড় শাস্তি পেলেন পাকিস্তানি পেসার

‘তত্তাবধায়ক ব্যবস্থা বাতিল রায়ের অভিশাপ ভোগ করছে পুরো জাতি’

১০

আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল

১১

কুমিল্লার রামমালা গ্রন্থাগার দীর্ঘদিন ধরে অবহেলিত : তথ্য উপদেষ্টা মাহফুজ

১২

কেশবপুর আসনটি বিএনপিকে উপহার দিতে চান শ্রাবণ

১৩

চূড়ান্ত হলো বিপিএলের পাঁচ দল

১৪

প্রাথমিকের সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের নতুন বার্তা

১৫

গাইবান্ধা-৩ আসনে ভোট করতে চান এনসিপির সোহাগ

১৬

রাতে মাঠে নামছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ, খেলা দেখবেন যেভাবে

১৭

মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

১৮

প্রার্থিতা হারিয়ে বিএনপি নেতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

১৯

ভোটারপ্রতি সর্বোচ্চ যত টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী

২০
X