কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ থেকে ইসরায়েলের বহিষ্কার চায় মালয়েশিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত

ইসরায়েলের গাজার বিরুদ্ধে চলমান হামলার তীব্র সমালোচনা করে আসছে মালয়েশিয়া। এবার জাতিসংঘে ইসরায়েলকে বহিষ্কারের প্রস্তাব উত্থাপন করতে প্রস্তুতি নিচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, আগামী সপ্তাহে আরব রাষ্ট্রগুলোর সমর্থন অর্জনের জন্য একটি জরুরি সম্মেলনে এ প্রস্তাবটি উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, তার সরকার ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের প্রস্তাবের খসড়া প্রণয়ন করছে।

এদিকে গাজার ওপর ইসরায়েলের হামলার ফলে ৪৩,০০০-এরও বেশি ফিলিস্তিনি, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু, প্রাণ হারিয়েছে। এ বিষয়টি গুরুত্বের সাথে আনোয়ার বলেছেন, ‘ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নির্দেশাবলি লঙ্ঘন করছে। আমরা আইন লঙ্ঘনের পর ইসরায়েলকে জাতিসংঘের সদস্য হিসেবে বহিষ্কারের প্রস্তাব নিয়ে আলোচনা করছি।’

আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, মালয়েশিয়া নিশ্চিত করবে যেন এ বিষয়টি যথাযথ গুরুত্ব পায় এবং ইসরায়েলি শাসনের বর্বরতা থামানোর পাশাপাশি ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা যায়।

প্রসঙ্গত, মালয়েশিয়া ইসরায়েলি হামলার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আসছে এবং ইতোমধ্যে দেশটি ইসরায়েলি শিপিং কোম্পানি জিমের প্রবেশ নিষিদ্ধ করেছে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, মালয়েশিয়া ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। আনোয়ার ইব্রাহিম আরব লীগে একটি জরুরি সম্মেলনে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন, যেখানে গাজায় ইসরায়েলের ‘অপরাধ ও লঙ্ঘন এবং লেবাননে সামরিক হামলার’ প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, জাতিসংঘে একটি সদস্য রাষ্ট্রকে স্থগিত বা বহিষ্কার করতে হলে প্রমাণ প্রয়োজন, সেই রাষ্ট্রটি ‘অবিরতভাবে’ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সিদ্ধান্ত লঙ্ঘন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। দীর্ঘকাল ধরে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনামূলক জাতিসংঘের প্রস্তাবগুলোকে ভেটো দিয়ে আসছে।

এ ছাড়া আনোয়ার ইব্রহিম পশ্চিমা নেতাদের ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতি নীরব থাকার জন্য সমালোচনা করেছেন এবং আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। মালয়েশিয়া এ বিষয়ে একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ করবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা 

খেজুর খাওয়ার সেরা সময় কখন, খালি পেটে নাকি রাতে ঘুমানোর আগে?

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

জুমার দিন মসজিদে সামনের কাতারে জায়গাজুড়ে রাখা কি জায়েজ?

১৯ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি 

ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩

১৯ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

সীমান্তে ১২ রোহিঙ্গাকে পুশইন

৫ বছর পর এবি পার্টি থেকে আবার জামায়াতে ফিরলেন ৪০ নেতাকর্মী

১০

প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে : আমিনুল হক

১১

একটি মহল পিআরের নামে গণতন্ত্র নস্যাতের পাঁয়তারা করছে : টুকু

১২

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবগঠিত কমিটি অনুমোদন

১৩

তিতুমীর কলেজ ক্যান্টিনে ফ্যান বসালেন ছাত্রদল নেতা রিমু

১৪

বগুড়ায় আগুনে নিঃস্ব তিন পরিবারের পাশে তারেক রহমান

১৫

শেষ হলো ঢাকা জেলা প্রশাসন প্রাঙ্গণে ৩ দিনব্যাপী পাটপণ্য মেলা

১৬

ট্রাম্পের হেলিকপ্টারের জরুরি অবতরণ

১৭

এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি

১৮

বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা

১৯

ম্যাচ চলাকালীন হৃদরোগে লঙ্কান ক্রিকেটারের বাবার মৃত্যু

২০
X