উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। গত ছয় দশকের মধ্যে কখনো এমন বিপর্যয়ের মুখে পড়েনি দেশটি। ফলে বিপদে তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ। পিছিয়ে নেই ব্যক্তি পর্যায়ের সহায়তাও।
এবার দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে অ্যাম্বুলেন্স চালিয়ে ১৮০০ মাইল পাড়ি দিয়েছেন এক ব্রিটিশ চিকিৎসক।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের খবর শোনার পরের দিন অভিযানে অংশ নিতে যাত্রা শুরু করেন ওই চিকিৎসক। এজন্য তাকে পাড়ি দিতে হয়েছে ১ হাজার ৮০০ মাইল। যাত্রার সময়ে তিনি সঙ্গে অ্যাম্বুলেন্সবোঝাই ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়েছেন। তবে তার এ যাত্রার খবরে পরে যোগ দিয়েছেন আরও চারজন। যদিও তারা বিমানে করে মরক্কো গিয়েছেন।
গত শুক্রবার ছয় দশকের মধ্যে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয় মরক্কো। এ ভূমিকম্পে ব্যাপক হতাহতের পাশাপাশি অ্যাটলাস পর্বতমালার আশপাশে বিভিন্ন ঐতিহাসিক ভবন এবং ইট ও মাটির তৈরি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ দুর্যোগে তিন লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল অ্যাটলাস পর্বতমালার ওকাইমেডিনের স্কি রিসোর্টের কাছে। এ জায়গাটি দেশের চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মারাকেশ শহরই।
ভূমিকম্পের তিনদিন পার হলেও এখনো ঘরে ফিরতে পারছেন না অনেক মানুষ। ভূমিকম্পপরবর্তী আফটারশকের বিষয়ে সতর্কতা জারি থাকায় তাদের সড়কে খোলা আকাশের নিচে রাতযাপন করতে হচ্ছে বাসিন্দাদের। এদিকে উদ্ধারকাজে সেনাবাহিনী যোগ দিয়েছে। এ ছাড়া তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিদেশি কিছু উদ্ধারকারী দল। দেশটিতে ধসে পড়া বিভিন্ন ভবনগুলোর নিচে এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন