কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর প্রত্যাহার

দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি নিয়ে নাটকীয় পরিবেশ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর তা আবার প্রত্যাহার করে নিয়েছেন।

বুধবার (০৪ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। পার্লামেন্টে ভোটে আদেশের বিষয়টি ব্লক হয়ে যাওয়ার পর তিনি সামরিক আইন প্রত্যাহার করেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে দেশটির জনগণ উদযাপন করেছেন। অ্যাসেম্বলি ভোটে সামরিক আইনের বিরুদ্ধে ভোটের পর তিনি আদেশ প্রত্যাহার করেন।

আল-জাজিরা জানিয়েছে, পার্লামেন্টে প্রস্তাব পাস হওয়ার পর আদেশ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ভোটের পর তিনি বলেন, সামরিক আইনের বিরুদ্ধে পার্লামেন্টের অবস্থান তিনি মেনে নিবেন। মন্ত্রিসভার বৈঠকের পর এ আইন প্রত্যাহার করা হবে।

ইওলের এ ঘোষণার পর দেশটির আইনপ্রণেতারা আদেশের বিরোধিতা করে ভোট দেন। এরপর পিছু হঠেন প্রেসিডেন্ট। গভীর রাতে সামরিক আইন জারি করায় বিষয়টি নিয়ে সবাই হতবাক হয়ে পড়েন।

এর আগে ন্যাশনাল অ্যাসেম্বলি সিল করে দেওয়া হয়। এ সময় কিছু সংখ্যক সেনা অ্যাসেম্বলি ভবনে প্রবেশ করেন। একই সময়ে শত শত বিক্ষোভকারী বাইরে জড় হন এবং নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হন।

স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে টেলিভিশনে এক ভাষণে প্রেসিডেন্ট বলেন, কিছুক্ষণ আগে ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা সামরিক আইন পরিচালনার জন্য মোতায়েন করা সামরিক বাহিনী প্রত্যাহার করছি।

তিনি বলেন, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলির প্রস্তাব মেনে নেব। মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে সামরিক আইন তুলে নেওয়া হবে। এরপর দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, মন্ত্রিসভায় আদেশ প্রত্যাহারের বিষয়টি অনুমোদন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

‘ঋণ শোধ করার আগেই ভাই দুনিয়া থেকে চলে গেল’

সড়কে নিজ মোটরসাইকেলের পাশে পড়ে ছিল মঞ্জুর মরদেহ

আমীর খসরু / যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে

ইহুদিদের উৎসবের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল

এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের টিকিট পেল যে ১৯ দেশ

টেলিস্কোপে চাঁদ-তারা দেখে মুগ্ধ শিক্ষার্থীরা

আস-সুন্নাহ ফাউন্ডেশনে কাজের সুযোগ, থাকছে একাধিক সুবিধা

ঘানি টানা ষাটোর্ধ্ব দম্পতির পাশে তারেক রহমান

পটুয়াখালীতে ক্যাম্পে র‍্যাব সদস্যের মৃত্যু

১০

চুক্তি হলেও উত্তর গাজায় ফিলিস্তিনিদের বাধা ইসরায়েলের

১১

রোববার থেকে দেওয়া হবে টাইফয়েড টিকা : ডা. সায়েদুর

১২

ধ্বংস হওয়া গাজা পুনর্গঠনে লাগবে ৬ লাখ কোটি টাকার বেশি

১৩

২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাবে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি

১৪

বাংলাদেশ সফরের জন্য চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

১৫

সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

১৬

বাথরুমে একদম খোলামেলা গোসল করা কি জায়েজ?

১৭

বড়শি প্রতিযোগিতার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা

১৮

মাইকে ঘোষণা করে যুদ্ধবিরতির খবর ছড়িয়ে দিচ্ছেন সাংবাদিকরা

১৯

সময়ের সঙ্গে চলচ্চিত্রে নারীদের অবস্থান বদলেছে: চিত্রাঙ্গদা সিং

২০
X