কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে রাশিয়ায় শতাধিক ইউক্রেনীয় ড্রোনের হানা

হামলায় বিধ্বস্ত একটি এলাকা। ছবি : সংগৃহীত
হামলায় বিধ্বস্ত একটি এলাকা। ছবি : সংগৃহীত

রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গভীর রাতে শতাধিক ড্রোন দেশটিতে আঘাত হানে। এদের বেশিরভাগ ঠেকানো সম্ভব হলেও কয়েকটি প্রাণঘাতী আঘাত হানে। খবর আনাদোলু এজেন্সির।

বুধবার (২৯ জানুয়ারি) রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, রাশিয়ার বেলগোরোড অঞ্চলে রাতে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

গ্ল্যাডকভ টেলিগ্রামে লিখেছেন, বেলগোরোড অঞ্চলের রাজুমনয়ে গ্রামের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। ফলে সেখানে সপ্তাহের সবচেয়ে খারাপ ঘটনাটি ঘটেছে। দুই বছরের একটি শিশু এবং তার মা নিহত হয়েছেন। বাড়িতে থাকা আরও এক শিশু এবং তার বাবা আহত হয়েছেন।

একটি পৃথক বিবৃতিতে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাতে রাশিয়ার একাধিক অঞ্চলে ১০৪টি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়। এদের মধ্যে কুর্স্ক অঞ্চলে ৪৭টি ড্রোন ভূপাতিত করা হয়। এ ছাড়া ব্রায়ানস্ক অঞ্চলে ২৭টি, স্মোলেনস্কে ১১টি, টোভারে ৭টি এবং বেলগোরোডে ৪টি ড্রোন ধ্বংস করা হয়। নিঝনি নভগোরড এবং কালুগা অঞ্চলে ৩টি ড্রোন আটকায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেমনি একটি রোস্তভ অঞ্চলে এবং আরেকটি লেনিনগ্রাদ অঞ্চলে ভূপাতিত করে রাশিয়ার সামরিক বাহিনী।

ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতার মধ্যে এ ধরনের হামলা হলো। এদিকে শপথ গ্রহণের পর ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে আলোচনার জন্য কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তার এ হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বলেছে, তারা আলোচনার জন্য উন্মুক্ত।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প বলেন, তিনি যদি প্রেসিডেন্ট হন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। এর জন্য, তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ অন্তত ২০ বছরের জন্য পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন, যুদ্ধ অব্যাহত রাখলে ইউক্রেন কোনোভাবেই জয়ী হবে না। শুধু পশ্চিমা দেশগুলোর অর্থ ও সম্পদ নষ্ট হবে।

এ ছাড়া গত ডিসেম্বরে তিনি ইউক্রেন ও রাশিয়ার নেতাদের দ্রুত যুদ্ধবিরতির জন্য সম্মতিতে পৌঁছানোর আহ্বান জানান। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তি করে এই পাগলামি বন্ধ করতে রাজি হবে।’ শপথ গ্রহণের পরও ট্রাম্প যুদ্ধ বন্ধে তার নীতিতে অবিচল রয়েছেন বলে একাধিক ভাষণে জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

বিশ্বকাপ ড্র ঘিরে আলোচনায় বাবা ভাঙার ‘উদ্বেগজনক’ ভবিষ্যদ্বাণী

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির শরীয়তপুর গড়ে তুলব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই চলে গেলেন গুম হওয়া ছাত্রদল নেতার বাবা

১০

পূজা পরিষদ ও পূজা কমিটির মতবিনিময় / সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনসহ ৯ দাবি

১১

‘এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব’

১২

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

১৩

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

১৪

কোন দেশের হাতে বিশ্বকাপ দেখতে চান গার্দিওলা?

১৫

মহানবীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

১৬

কড়াইলের দুর্গতদের পাশে আনসার-ভিডিপির ৯ দিনের মানবিক সেবা কার্যক্রম সমাপ্ত

১৭

স্টার্কের দাপটে ব্রিসবেনে হারের পথে ইংল্যান্ড

১৮

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত

১৯

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০
X