কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

জ্বলন্ত তেল শোধনাগারের সামনে টিকটক করায় ২ তরুণী গ্রেপ্তার

ইউক্রেনের ড্রোন হামলায় আগুন ধরে যাওয়া একটি তেল শোধনাগারের সামনে টিকটক ভিডিও করছে দুই রুশ তরুণী।
ইউক্রেনের ড্রোন হামলায় আগুন ধরে যাওয়া একটি তেল শোধনাগারের সামনে টিকটক ভিডিও করছে দুই রুশ তরুণী।

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সোচিতে ইউক্রেনের ড্রোন হামলায় একটি তেল শোধনাগারে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। সেই জ্বলন্ত তেল শোধনাগারের সামনে টিকটক ভিডিও করায় দুই রুশ তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ তাদের গ্রেফতার করে। স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার হামলার জবাবে গত রোববার (১ আগস্ট) সকালে ড্রোন হামলা চালায় ইউক্রেন। হামলায় রাশিয়ার সোচিতে একটি তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটে এবং আগুন লাগে। সেই জ্বলন্ত তেল শোধনাগারের সামনেইটিকটক ভিডিও বানান দুই তরুণী ও এক তরুণ।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তাতে দেখা যায়, জ্বলন্ত তেল শোধানাগার থেকে কালো ধোয়ার কুণ্ডলি আকাশে উঠে যাচ্ছে। আর এদিকে ওই দুই রুশ তরুণী একটি জনপ্রিয় রুশ র‍্যাপ গানের তালে তালে টিকটক ভিডিও করছেন। এ সময় তাদের পেছনে এক তরুণকেও দেখা যায়।

জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট এ ঘটনায় রুশ কর্মকর্তারা ভিডিওটিকে ‘অসংবেদনশীল ও অনুপযুক্ত’ বলে সমালোচনা করেন। রাশিয়ার সেফ ইন্টারনেট লীগের প্রধান ও ক্রেমলিনের নৈতিক অভিভাবক ইয়েকাতেরিনা মিজুলিনা ভিডিওটি শেয়ার করে বলেন, সোচিতে ড্রোন হামলার পর তারা ভিডিও ধারণ করছে। তারা কি বোঝে না যে, এটা বিপজ্জনক। কয়েক ঘণ্টা পর তাদের তিনজনকেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই তরুণীর একজন হলেন দারিয়া ভ্লাদিমিরোভনা লসকুটোভা (২০) এবং অপরজন হলেন কারিনা এভজেনিভনা ও শুরকোভা (১৯)। তবে, তরুণের পরিচয় জানানো হয়নি। তারা রাশিয়ার সভেরদলোভস্ক অঞ্চলের শিল্প নগরী নিঝনি তাগিলের বাসিন্দা। ঘটনার দিন তারা সোচি ভ্রমণে এসেছিল। জিজ্ঞাসাবাদের সময় তারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তারা যেটা করেছেন তার জন্য দোষ স্বীকার করেন। এরপর তাদের রাশিয়ার একটি আদালতে হাজির করা হয় এবং সেখানে তারা ক্ষমা প্রার্থনা করেন। তারা বলেন, অমন পরিস্থিতিতে ভিডিওটি ধারণ করে সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমরা কাউকে অপমান বা আঘাত করার উদ্দেশ্যে ভিডিওটি পোস্ট করিনি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, এই ধরনের ভুল আর হবে না। আমরা রুশ আইনের আওতায় যেকোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত।’ ভিডিওটি ধারণের ঘটনায় ২০ বছর বয়সি তরুণী দারিয়া ভ্লাদিমিরোভনা লসকুটোভা জরুরি অবস্থার সময় জননিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার ৩০ হাজার পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে, ইউক্রেন এই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেনি। ইউক্রেনের সশস্ত্র বাহিনী আক্রমণের সময় ধারাবাহিকভাবে রাশিয়ার জ্বালানি ও সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাথর লুটপাটকারীদের নিয়ে যে পদক্ষেপ নিচ্ছে দুদক

প্লট ও ফ্ল্যাট বরাদ্দে মন্ত্রী-সচিবসহ যাদের কোটা বাতিল

১১ বছর আগে মারা যাওয়া স্বামীই সন্তানের বাবা, দাবি অন্তঃসত্ত্বার

ডাকসু নির্বাচন / দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নিয়েছেন ১৩ জন

জরায়ুর বদলে লিভারে বেড়ে উঠছে ভ্রূণ, বিস্মিত চিকিৎসকরাও

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : অর্থ উপদেষ্টা

মোদির হাতেই দেশ নিরাপদ, বললেন কংগ্রেস নেতা

অসহায় বিধবা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

এবার জাফলংয়ে পাথর লুটপাট বন্ধে অভিযান

ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তি নিয়ে সুখবর

১০

একবার ফোন চার্জ দিলে কত টাকা খরচ হয় আপনার? জেনে নিন

১১

১২ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো ১২ দিনে

১২

ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

১৩

এসএসসি পাসেই পানি উন্নয়ন বোর্ডে চাকরি, নেবে ২৮৪ জন

১৪

বিচ্ছেদের পর কাজ থেকে বিরতি, এখনো চিকিৎসা নিচ্ছেন ফারিয়া

১৫

হস্তান্তরের আগেই নবনির্মিত স্কুল ভবনে ফাটল

১৬

পরীক্ষায় কম নম্বর দেওয়ায় শিক্ষিকাকে মারধর করল ছাত্র

১৭

অভাব-ঋণের ভারে মা-মেয়ের বিষপান

১৮

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল : রিজভী

১৯

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ৬ খাবার, বাদ দিন এখনই

২০
X