পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করেছে ভারতের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ ভিডিও শেয়ার করা হয়েছে।
শুক্রবার (০৯ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে, যাতে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যাচ্ছে। ভারতের দাবি, লাইন অব কন্ট্রোল (এলওসি) লঙ্ঘনের জবাবে এ হামলা চালানো হয়েছে। গত রাতে একাধিক সংঘাতের অভিযোগ করে এক এক্স (টুইটার) পোস্টে পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ জবাব দেওয়ার কথা জানায় ভারত।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়,পাকিস্তান গত রাতে এলওসিজুড়ে একাধিক আগ্রাসী কার্যক্রম চালিয়েছে। আমাদের সেনারা তা প্রতিহত করে শক্তিশালী প্রতিক্রিয়া জানিয়েছে।
আলজাজিরা জানিয়েছে, প্রকাশিত ভিডিওটিতে একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্ত ধারণ করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা বা স্থান-কাল নিয়ে এখনো স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, পাকিস্তানের সামরিক মুখপাত্র জানিয়েছেন, ভারতের আক্রমণের জবাবে তাদের বাহিনী শুধু প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, ভারত গত কয়েকদিনে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে।
এর আগে, মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি শহরে একযোগে হামলা চালায় ভারত। ভারত দাবি করে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারাদিনজুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালানো হয়।
পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে দুই-তিন বছর বয়সী একটি শিশু মেয়ে, সাতজন নারী ও চারজন পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন ৯ নারী ও ২৮ পুরুষ।
এদিকে পাকিস্তান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআরের ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা ৩টি রাফায়েল জেট, একটি মিগ-২৯, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি।
OPERATION SINDOOR Pakistan Armed Forces launched multiple attacks using drones and other munitions along entire Western Border on the intervening night of 08 and 09 May 2025. Pak troops also resorted to numerous cease fire violations (CFVs) along the Line of Control in Jammu and pic.twitter.com/WTdg1ahIZp — ADG PI - INDIAN ARMY (@adgpi) May 9, 2025
মন্তব্য করুন