কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৪:১০ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত হচ্ছে : জাতিসংঘ

ইসরায়েলের হামলায় গাজার আহত শিশুদের নিরস দুটি চোখের বার্তা পৃথিবীর মানুষ বুঝতে পারে কি? ছবি : সংগৃহীত
ইসরায়েলের হামলায় গাজার আহত শিশুদের নিরস দুটি চোখের বার্তা পৃথিবীর মানুষ বুঝতে পারে কি? ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গত ১৮ মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার পর থেকে প্রতিদিন কমপক্ষে ১০০ শিশু হতাহত হচ্ছে, এমনটি জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি।

একইসঙ্গে তিনি আরও বলেন, গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদের ওপর। প্রতিদিনের হতাহত সংখ্যা যে অস্বাভাবিকভাবে বাড়ছে, তা বিশেষ উদ্বেগের বিষয়।

এর আগে শুক্রবার (০৪ এপ্রিল) ভোরে ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হন। গাজা সিটির আল-আহলি হাসপাতালের পরিচালক জানিয়েছেন, এখন আর আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত জায়গা নেই।

হাসপাতালটি দ্রুত অস্থির পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সেবা সরবরাহের ব্যবস্থা অত্যন্ত সীমিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত ও ২৮৭ জন আহত হয়েছেন।

শনিবার (০৫ এপ্রিল) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এ রিপোর্ট অনুযায়ী, গাজা এখন এক ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষের প্রাণহানির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে এবং অনেক পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনদের।

হামাস, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন, সতর্ক করে জানিয়েছে যে, গাজায় যেসব এলাকাকে নতুন করে ইসরায়েলি সামরিক উচ্ছেদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে, সেসব এলাকায় থাকা অন্য বন্দিদের অধিকাংশই এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তারা বলেছে, নতুন অভিযানের কারণে গাজার শিশু, নারী ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৫০ হাজার ৬০৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১৫ হাজার ৬৩ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস আরও জানিয়েছে, মৃতের সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি হয়েছে। অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায়, তাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালে সেখানে কমপক্ষে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে, যা আজ পর্যন্ত থামেনি।

এভাবে, গাজার উপর যুদ্ধের ভয়াবহতা ক্রমেই বাড়ছে। ১৮ মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় আরও ১ হাজার ২৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩ হাজার ২২ জন আহত হয়েছেন। বর্তমান পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে এবং জাতিসংঘের কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতা বাড়ানোর দাবি জানানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেনে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল আশপাশের এলাকা

আমিরকে নিয়ে এশিয়া কাপের জন্য দল ঘোষণা ওমানের

গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি

কাতারে জুমার নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

বরগুনায় অবৈধ ডায়গনস্টিক সেন্টারে অভিযান

নির্বাচন বয়কটকারীরা মাইনাস হয়ে যাবে : সালাহউদ্দিন

অনেক সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে : সেলিমা রহমান

চাকসু নির্বাচনে তপশিলের তারিখ ঘোষণা

অজু শেষে যে দোয়া পড়লে জান্নাতের ৮টি দরজা খুলে যায়

ম্যাচ চলাকালে মাটিতে লুটিয়ে পড়ে ফুটবলারের মৃত্যু

১০

লন্ডনে বোরকা পরে চুরির সময় ধরা ভারতীয় নাগরিক লক্ষ্মণ লাল

১১

বন বিভাগের সামনেই অবাধে আসছে শিকার করা পণ্য

১২

ধামরাইয়ে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

১৩

শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

১৪

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১৫

শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের 

১৬

সাদাপাথর পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি

১৭

যেসব দেশে বিয়ে করলেই নাগরিকত্ব পেতে পারেন আপনিও

১৮

‘মামাতো ভাইকে দিয়ে যুবদল নেতাকে খুন করান স্ত্রী’

১৯

জার্মান যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 

২০
X