কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৪:১০ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত হচ্ছে : জাতিসংঘ

ইসরায়েলের হামলায় গাজার আহত শিশুদের নিরস দুটি চোখের বার্তা পৃথিবীর মানুষ বুঝতে পারে কি? ছবি : সংগৃহীত
ইসরায়েলের হামলায় গাজার আহত শিশুদের নিরস দুটি চোখের বার্তা পৃথিবীর মানুষ বুঝতে পারে কি? ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গত ১৮ মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার পর থেকে প্রতিদিন কমপক্ষে ১০০ শিশু হতাহত হচ্ছে, এমনটি জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি।

একইসঙ্গে তিনি আরও বলেন, গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদের ওপর। প্রতিদিনের হতাহত সংখ্যা যে অস্বাভাবিকভাবে বাড়ছে, তা বিশেষ উদ্বেগের বিষয়।

এর আগে শুক্রবার (০৪ এপ্রিল) ভোরে ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হন। গাজা সিটির আল-আহলি হাসপাতালের পরিচালক জানিয়েছেন, এখন আর আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত জায়গা নেই।

হাসপাতালটি দ্রুত অস্থির পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সেবা সরবরাহের ব্যবস্থা অত্যন্ত সীমিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত ও ২৮৭ জন আহত হয়েছেন।

শনিবার (০৫ এপ্রিল) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এ রিপোর্ট অনুযায়ী, গাজা এখন এক ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষের প্রাণহানির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে এবং অনেক পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনদের।

হামাস, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন, সতর্ক করে জানিয়েছে যে, গাজায় যেসব এলাকাকে নতুন করে ইসরায়েলি সামরিক উচ্ছেদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে, সেসব এলাকায় থাকা অন্য বন্দিদের অধিকাংশই এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তারা বলেছে, নতুন অভিযানের কারণে গাজার শিশু, নারী ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৫০ হাজার ৬০৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১৫ হাজার ৬৩ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস আরও জানিয়েছে, মৃতের সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি হয়েছে। অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায়, তাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালে সেখানে কমপক্ষে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে, যা আজ পর্যন্ত থামেনি।

এভাবে, গাজার উপর যুদ্ধের ভয়াবহতা ক্রমেই বাড়ছে। ১৮ মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় আরও ১ হাজার ২৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩ হাজার ২২ জন আহত হয়েছেন। বর্তমান পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে এবং জাতিসংঘের কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতা বাড়ানোর দাবি জানানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চ পর্যায়ের নির্বাচনী কর্মশালা স্থগিত 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা মদের আস্তানার সন্ধান

চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন ঢাকার অর্থঋণ আদালতের মুজাহিদুর

স্মিথের চোখের নিচে ‘কালো টেপ’, জানা গেল আসল কারণ

মানিকগঞ্জে শুরু হয়েছে খেঁজুরের রস আহরণের প্রস্তুতি

হুমকির পর মাঠে মিলল কৃষকের গলাকাটা মরদেহ

কেন নাতনিকে বিয়ে দিতে চান না জয়া বচ্চন?

নবজাতকের টিকা কার্ড করতে দিতে হয় টাকা

কবে শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ, জানাল শ্রীলঙ্কা

খুব প্রেম করতে ইচ্ছা করছে: স্বস্তিকা দত্ত

১০

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

১১

আন্দোলনরত শিক্ষকদের জন্য শিক্ষা উপদেষ্টার কঠোর বার্তা

১২

উঠান থেকে শিয়ালে টেনে নিয়ে গেল শিশুটিকে

১৩

দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান 

১৪

রাতের আঁধারে অর্ধশতাধিক বনজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

১৫

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. এ জেড এম জাহিদ 

১৬

পালিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেত্রী শাহনাজের

১৭

ভয়ংকর এই যুদ্ধবিমান বিশ্বের মাত্র একটি দেশেই আছে

১৮

আজ বায়ুদূষণে শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত? 

১৯

স্ত্রীর জন্য নায়িকাদের সঙ্গে রোমান্স করতে ভয় পান কপিল

২০
X