সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০:১৫ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিদিন ১০ ঘণ্টা যুদ্ধবিরতি, গাজায় আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু

গাজায় আকাশপথে ত্রাণ ফেলেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। ছবি : সংগৃহীত
গাজায় আকাশপথে ত্রাণ ফেলেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। ছবি : সংগৃহীত

গাজার ভয়াবহ মানবিক সংকট এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিল ইসরায়েল। রোববার থেকে কার্যকর হওয়া এই ঘোষণায় বলা হয়েছে, তারা প্রতিদিন নির্দিষ্ট কিছু এলাকায় ১০ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখবে এবং নতুন ত্রাণ করিডর চালু করবে।

রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত (স্থানীয় সময়) আল-মাওয়াসি, মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এবং উত্তরের গাজা শহরে সামরিক তৎপরতা বন্ধ রাখা হবে। এই অঞ্চলগুলোকে ‘মানবিক এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইসরায়েলের এই ঘোষণার মধ্যেই জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বহুদিন পর আবারও আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু করেছে। জর্ডান সরকার জানিয়েছে, তারা এবং সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে প্রথম দফায় গাজায় ২৫ টন খাদ্য ও চিকিৎসা সহায়তা প্যারাশুটের মাধ্যমে পাঠিয়েছে। তবে জর্ডান স্পষ্ট করে দিয়েছে, এই এয়ারড্রপ কোনোভাবেই সড়কপথে ত্রাণ পৌঁছানোর বিকল্প নয়।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গাজা শহরে আকাশ থেকে পড়া ত্রাণের কিছু প্যাকেট মানুষের ওপর পড়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, খাবার ও ওষুধবাহী ত্রাণ বহনকারী ট্রাকের জন্য সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নির্দিষ্ট ‘নিরাপদ করিডোর’ চালু থাকবে। তবে, বাস্তবে এসব ত্রাণ যথাসময়ে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেছেন গাজার কর্মকর্তারা।

ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন, মিসরের রেড ক্রিসেন্ট যেসব ত্রাণ ট্রাক পাঠিয়েছে, সেগুলো রোববার বিকেল পর্যন্ত ইসরায়েলের কেরেম শালোম সীমান্তে আটকে ছিল।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, এই সাময়িক যুদ্ধবিরতির সময়ের মধ্যেই তাদের কর্মীরা ক্ষুধার্ত মানুষের কাছে যত বেশি সম্ভব ত্রাণ পৌঁছানোর চেষ্টা করবেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের টিম মাঠে সর্বোচ্চ চেষ্টা করবে যাতে যত বেশি ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা যায়।’

তবে, এসব মানবিক প্রচেষ্টার মাঝেও রোববার গাজার কেন্দ্রে আল-আকসা ও আল-আওয়দা হাসপাতালে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলি গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা অন্তত ১৭ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্ষুধা ও অপুষ্টিতে বহু মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এখন পর্যন্ত অপুষ্টি ও ক্ষুধায় মৃত্যু হয়েছে ১৩৩ জনের, যার মধ্যে ৮৭ জন শিশু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

‘পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয়’

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

টাঙ্গুয়ার হাওর / ‘হাওরের সুলতান-৪’ হাউসবোটের বিরুদ্ধে পর্যটকের মামলা

বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ, ভ্যানচালককে গণধোলাই

রাকসু নির্বাচন ঘিরে সরগরম রাবি : আস্থার সংকটে প্রশাসন

স্টেশনের সব ফ্যান খুলে নিল রেলওয়ের বিদ্যুৎ বিভাগ

মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে কিশোর গ্রেপ্তার, ১৩ বাড়িতে ভাঙচুর

১০

মেঘনা পেট্রোলিয়ামের নয়া এমডি শাহিরুল হাসান

১১

নির্বাচনের তারিখ ঘোষণার সিদ্ধান্তকে সাধুবাদ জাগপার

১২

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮

১৩

ভারত চীন সিঙ্গাপুরের মেডিকেল টিমকে কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১৪

ছেলের হাতে বাবা খুন

১৫

ফ্যাসিবাদের শাসন ব্যবস্থাকেও বিদায় করা হবে : জোনায়েদ সাকি

১৬

রাবিতে জাল স্বাক্ষরে ভর্তিচেষ্টায় শিক্ষার্থী আটক

১৭

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত

১৮

বাংলাভাষী ভারতীয়দের সীমান্তে পুশইন নিয়ে মুখ খুললেন ওয়াইসি

১৯

মির্জা ফখরুলের সঙ্গে নেজামে পার্টির বৈঠক

২০
X