ইসরায়েলের তেল আবিবে বৃহস্পতিবার গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এটিকে ‘অপরাধমূলক ঘটনা’ হিসেবে চিহ্নিত করেছে।
এ ঘটনায় লা গার্ডিয়া স্ট্রিটের একাংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বিস্ফোরণের বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। খবর রয়টার্সের
এর আগে, ইসরায়েলের চ্যানেল১২ জানিয়েছে, বিস্ফোরণে কিছু মানুষ আহত হয়েছেন। পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তেল আবিবের দক্ষিণাঞ্চলের একটি প্রধান সড়কে একটি গাড়ি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ৪৬ বছর বয়সি এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য তেল আবিবের ইখিলোভ হাসপাতালে নেওয়া হচ্ছে। লা গুয়ার্দিয়া স্ট্রিটের ইয়াদ এলিয়াহু এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
মন্তব্য করুন