কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ শেষে গাজায় বাফার জোন চায় ইসরায়েল

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ভেতরে একটি বাফার জোন তৈরি করতে চায় ইসরায়েল। এরই মধ্যে যুদ্ধ-পরবর্তী এই পরিকল্পনার কথা বেশ কয়েকটি আরব দেশকে জানিয়ে দিয়েছে তেল আবিব। শুক্রবার (১ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক বেশ কয়েকটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন নজিরবিহীন হামলার জবাবে হামাসকে নির্মূলের লক্ষ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।

দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। তবে শুক্রবার সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই। তবে গাজায় যুদ্ধবিরতি আবারও কার্যকর করতে আলোচনা চলছে বলে জানিয়েছে কাতার।

যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শুক্রবার সকালে শেষ হলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। নতুন করে হামলা শুরুর প্রথম দিনে গাজায় ১৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই যুদ্ধ শেষে গাজার ভবিষ্যৎ কী হবে সে প্রশ্ন বারবার সামনে আসছে। এ বিষয়ে একেক সময় একেক খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তিনটি আঞ্চলিক সূত্রের বরাতে রয়টার্স বলেছে, মিসর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতকে গাজায় বাফার জোন তৈরি করার পরিকল্পনার কথা অবহিত করেছে ইসরায়েল। সৌদি আরব ও তুরস্কও এ বিষয়ে অবহিত করা হয়েছে। মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের সঙ্গে ইসরায়েলর কূটনৈতিক সম্পর্ক থাকলেও সৌদি আরবের সঙ্গে কোনো সম্পর্ক নেই তেলআবিবের।

ইসরায়েলি এমন উদ্যোগের মানে এই নয় যে দ্রুতই গাজা যুদ্ধের ইতি টানছে ইসরায়েলি সেনারা। সাত দিনের যুদ্ধবিরতির পরে শুক্রবার পুনরায় সেখানে হামলা শুরু করেছে তারা।

নাম প্রকাশ না করার শর্তে এক ঊর্ধ্বতন আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা বলেছেন, উত্তর থেকে দক্ষিণ গাজা ও ইসরায়েলের মধ্যে এই বাফার জোন তৈরি করতে চায় ইসরায়েল যাতে হামাস বা অন্য কোনো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ইসরায়েলে অনুপ্রবেশ বা আক্রমণ করতে না পারে।

এ প্রতিবেদনের বিষয়ে মিসর, সৌদি আরব, কাতার ও তুরস্ক সরকারের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি। এ ছাড়া তাৎক্ষণিকভাবে জর্ডানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বার্তা সংস্থাটি।

ইসরায়েলি এই বাফার জোন সম্পর্কে জিজ্ঞেস করা হলে সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা সরাসরি কোনো জবাব দেননি। তবে তিনি বলেন, স্থিতিশীলতা ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ-পরবর্তী গাজা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতির ভিত্তিতে গৃহীত যেকোনো কার্যক্রমকে সমর্থন করবে আবুধাবি।

বাফার জোনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ওফির ফাল্ক রয়টার্সকে বলেছেন, আপনারা যেভাবে বলছেন এই পরিকল্পনাটি তার চেয়েও বিস্তৃত। এটি তিন স্তরবিশিষ্ট একটি প্রক্রিয়া।

এ পরিকল্পনা নিয়ে ইসরায়েলি সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, তিনটি স্তরের মধ্যে হামাসকে নির্মূল, গাজাকে নিরস্ত্রীকরণ এবং গাজায় উগ্রবাদ দমন থাকবে। নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে বাফার জোন হতে পারে। যদিও আরব দেশগুলো বলছে, হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না ইসরায়েল।

ইসরায়েলের একটি সিনিয়র নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বাফার জোনের পরিকল্পনার বিষয়টি তারা বিচার-বিবেচনা করে দেখছেন। বাফার জোন গাজার ঠিক কতখানি এলাকা নিয়ে হবে তা এই মুহূর্তে পরিষ্কার নয়। এটি এক বা দুই কিলোমিটার হতে পারে। আবার কয়েকশ মিটার হতে পারে।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে না জানিয়ে বাফার জোন তৈরির পরিকল্পনা করেছে। ফিলিস্তিনি ভূখণ্ড কমে যাবে এমন যে কোনো পরিকল্পনা ওয়াশিংটন সমর্থন করবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

গাজা ফাতাহর সাবেক নিরাপত্তাবিষয়ক প্রধান মোহাম্মদ দাহলান বলেন, ইসরায়েলি এই বাফার জোন পরিকল্পনা অবাস্তব। এটি ইসরায়েলি বাহিনীকে রক্ষা করতে পারবে না। এই বাফার জোন তৈরি করা হলে এর ভেতরেই নেতানিয়াহু বাহিনীর ওপর হামলা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালে মৌরি ভেজানো পানি খেলে শরীরে যেসব পরিবর্তন ঘটে

পিরোজপুরের নৌকা কিনতে চায় আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী

‘ইলিশের দাম শুনেই গলা শুকিয়ে আসে’

মুক্তির অপেক্ষায় পবণ কল্যাণের ‘হরি হারা বীরা মালু’

মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় নিহত ৫

ইরান-ইসরায়েল দ্বন্দ্বে আঞ্চলিক প্রভাব রক্ষায় কৌশলী চীন

জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে মাঠে প্রস্তুত ২০ হাজার স্বেচ্ছাসেবক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া-ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

বাফুফে সহসভাপতি / ফুটবলে দর্শক পাওয়া যেত না, এখন টিকিট পাওয়া যাচ্ছে না 

১০

৫৪ বছর ধরে রশি টেনে ডিঙি নৌকায় নদী পারাপার

১১

সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা

১২

খেলা বন্ধ হয়নি, আরেকটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেন : নাহিদ 

১৩

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৪

১৯ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

১৯ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৭

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল 

১৮

সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক 

১৯

ইবি ছাত্রের রহস্যজন্যক মৃত্যুর তদন্তের দাবিতে ছাত্রশিবিরের টর্চ মিছিল

২০
X