ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মীর বিচার শুরু করেছে ইরান। দেশটির আইনানুসারে এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। রোববার (১০ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম জোহান ফ্লোডেরাস। তিনি সুইডেনের নাগরিক। তার বিরুদ্ধে দুর্নীতি, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ব্যাপক কর্মকাণ্ডে লিপ্ত থাকা ও ইহুদিবাদী শাসকদের সাথে মিলে গোয়েন্দা সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলি সূত্রের বরাতে ইরানের বিচার ব্যবস্থাভিত্তিক সংবাদমাধ্যম মিজানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফ্লোডেরাসকে ২০২২ সালের ১৭ এপ্রিল তেহরানের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক বিভাগে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের পর তাকে তেহরানের ইভিন কারাগারে রাখা হয়েছে।
সংবাদমাধ্যম মিজান তার একটি ছবিও প্রকাশ করেছে। এতে তাকে বিচারকের সামনে ফিকে নীল রঙের জেলের ইউনিফর্মে পরিহিত অবস্থায় হাতকড়া সহকারে দেখা গেছে।
ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লোডেরাস ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় প্রতিষ্ঠানের প্রকল্পের মাধ্যমে কাজ করেছিলেন।
ইরানের কর্মকর্তারা জানান, সুইডিশ ওই নাগরিক বেশ কয়েকজন ইউরোপীয় ও অইউরোপীয় সন্দেহভাজনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এছাড়া তিনি ইরান সফরের আগে ইসরায়েল সফর করেছিলেন।
সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইমেইলের জবাবে রয়টার্সকে জানান, জোহান ফ্লোডেরাসকে নির্বিচারে আটক করা হয়েছে এবং তার প্রতি আনীত প্রতিটি অভিযোগ মিথ্যা।
মন্তব্য করুন