কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৪:১৯ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ৭ কর্মী নিহত

হামলার পর ঘটনাস্থলে ধ্বংস হওয়া ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়ি। ছবি : আলজাজিরা
হামলার পর ঘটনাস্থলে ধ্বংস হওয়া ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়ি। ছবি : আলজাজিরা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় সাত ত্রাণকর্মী নিহত হয়েছেন। তারা ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের’ কর্মী ছিলেন। শরণার্থীদের মধ্যে খাবার বিতরণের দায়িত্বে থাকাদের উদ্দেশ্য করেই এ হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, নিহতরা ফিলিস্তিন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য, কানাডার নাগরিক। তাদের মধ্যে দ্বৈত নাগরিকও রয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার এ হামলা হয়। তখন তারা দুটি গাড়িতে যাচ্ছিলেন। এর একটিতে ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের’ লোগো ছিল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সংস্থাটি ত্রাণ কার্যক্রম চালাচ্ছিল। সমুদ্রপথে ১০০ টনের বেশি খাদ্যসহায়তা গাজায় পৌঁছায়। সেসব দেইর আল বালাহ গুদামে রেখে ওই কর্মীরা স্থান ত্যাগ করছিলেন। ঠিক সে সময়ই তাদের গাড়ি লক্ষ্য করে হামলা হয়।

সংস্থাটির প্রধান নির্বাহী এরিন গোর বলেন, এটি শুধু ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ওপর হামলা নয়, এটি মানবিক সাহায্যকারী সংস্থার ওপর হামলা। খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, এ আক্রমণ তাই নির্দেশ করে। এ ঘটনা ক্ষমার অযোগ্য।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, এটি একটি মর্মান্তিক ঘটনা। পরিস্থিতি বোঝার জন্য সর্বোচ্চ স্তর থেকে একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা চলছে। একটি স্বাধীন, পেশাদার ও বিশেষজ্ঞদের দ্বারা ঘটনার তদন্ত করা হবে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় সর্বাত্মক হামলা শুরু করে। এরপর থেকে ৩২ হাজার ৮৪৫ ফিলিস্তিনি নিহত হন। আহত হয়েছেন ৭৫ হাজার ৩৯২ জন।

এদিকে সিরিয়ায় ইরানের দূতাবাসে বিমান হামলা হয়েছে। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ( আইআরজিসি) এক কমান্ডার নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দূতাবাসের এনেক্স ভবনে ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিমান দিয়ে এ হামলা চালায়। এতে আইআরজিসির এক কমান্ডারসহ অন্তত আটজন নিহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের মাজেহতে ইরানি দূতাবাসে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এ নিয়ে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল

বহিষ্কারের পরদিন জামায়াতে যোগ দিলেন বিএনপির ২ নেতা

ভুলভাবে চিয়া সিড খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন ক্যানসারের ভয়

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সব আরোহী নিহত

বুলডোজার দিয়ে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা  

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

ফেসবুকে হত্যার হুমকি / ‘হান্নান, আগুন নিয়ে খেলা করো না’

ওসমান হাদির মৃত্যুতে বিসিবি-বাফুফের শোক

ইউজিসির নিয়োগ পরীক্ষা স্থগিত

১০

সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা

১১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১২

ঘুমের মধ্যে পায়ের রগে টান পড়া স্বাভাবিক নাকি কোনো রোগের ইঙ্গিত

১৩

দ্রুত বিচার না হলে এনসিপি কঠোর কর্মসূচিতে যাবে : আকতার হোসেন 

১৪

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৫

হাদির প্রথম জানাজা কোথায়, জানাল ইনকিলাব মঞ্চ

১৬

টানা ৯ দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

১৭

ইলেকট্রিক কেটলি ব্যবহারের এই ৫ ভুলে হতে পারে বড় ক্ষতি

১৮

বাংলাদেশ ব্যাংকের শুক্রবারের লিখিত পরীক্ষা স্থগিত

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X