কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৪:১৯ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ৭ কর্মী নিহত

হামলার পর ঘটনাস্থলে ধ্বংস হওয়া ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়ি। ছবি : আলজাজিরা
হামলার পর ঘটনাস্থলে ধ্বংস হওয়া ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়ি। ছবি : আলজাজিরা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় সাত ত্রাণকর্মী নিহত হয়েছেন। তারা ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের’ কর্মী ছিলেন। শরণার্থীদের মধ্যে খাবার বিতরণের দায়িত্বে থাকাদের উদ্দেশ্য করেই এ হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, নিহতরা ফিলিস্তিন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য, কানাডার নাগরিক। তাদের মধ্যে দ্বৈত নাগরিকও রয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার এ হামলা হয়। তখন তারা দুটি গাড়িতে যাচ্ছিলেন। এর একটিতে ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের’ লোগো ছিল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সংস্থাটি ত্রাণ কার্যক্রম চালাচ্ছিল। সমুদ্রপথে ১০০ টনের বেশি খাদ্যসহায়তা গাজায় পৌঁছায়। সেসব দেইর আল বালাহ গুদামে রেখে ওই কর্মীরা স্থান ত্যাগ করছিলেন। ঠিক সে সময়ই তাদের গাড়ি লক্ষ্য করে হামলা হয়।

সংস্থাটির প্রধান নির্বাহী এরিন গোর বলেন, এটি শুধু ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ওপর হামলা নয়, এটি মানবিক সাহায্যকারী সংস্থার ওপর হামলা। খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, এ আক্রমণ তাই নির্দেশ করে। এ ঘটনা ক্ষমার অযোগ্য।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, এটি একটি মর্মান্তিক ঘটনা। পরিস্থিতি বোঝার জন্য সর্বোচ্চ স্তর থেকে একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা চলছে। একটি স্বাধীন, পেশাদার ও বিশেষজ্ঞদের দ্বারা ঘটনার তদন্ত করা হবে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় সর্বাত্মক হামলা শুরু করে। এরপর থেকে ৩২ হাজার ৮৪৫ ফিলিস্তিনি নিহত হন। আহত হয়েছেন ৭৫ হাজার ৩৯২ জন।

এদিকে সিরিয়ায় ইরানের দূতাবাসে বিমান হামলা হয়েছে। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ( আইআরজিসি) এক কমান্ডার নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দূতাবাসের এনেক্স ভবনে ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিমান দিয়ে এ হামলা চালায়। এতে আইআরজিসির এক কমান্ডারসহ অন্তত আটজন নিহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের মাজেহতে ইরানি দূতাবাসে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এ নিয়ে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের দুই সাবেক তারকা ক্রিকেটারের সম্পত্তি জব্দ

শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ

জাহানারার অভিযোগের প্রেক্ষিতে বিসিবির তদন্ত কমিটি গঠন

ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের দাপুটে জয়

এবার ঢাকার হয়ে বিপিএল মাতাবেন তাসকিন

নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হওয়া জুলাই সনদের আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি

জাহানারার বিস্ফোরক অভিযোগে তদন্তে নামছে বিসিবি

ঐকমত্য কমিশনের ব্যয় সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ

মির্জা ফখরুলকে ফোন করে আলোচনার আহ্বান জামায়াতে ইসলামীর

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১০

মারা গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

১১

চার দশক পর মার্কিন কংগ্রেস থেকে অবসর নিলেন ন্যান্সি পেলোসি

১২

মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. কাইয়ুমের

১৩

গাজায় আরও ফিলিস্তিনি নিহত, লেবাননেও ইসরায়েলি হামলা

১৪

ক্রান্তিকালীন একমাত্র বিএনপিই দেশের হাল ধরেছে : মোস্তফা জামান

১৫

জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে : জামায়াত আমির

১৬

একই বিদ্যালের ৮ শিক্ষার্থীর হঠাৎ শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি

১৭

ঢাকা-১২ আসনে আনোয়ারুজ্জামানকে ধানের শীষে মনোনীত করতে মিছিল

১৮

স্থগিত হওয়া পদ ফিরে পেলেন বিএনপি নেতা কচি

১৯

ঘাটাইলে বিএনপির ওবায়দুল হক নাসিরের মনোনয়ন পরিবর্তন দাবি

২০
X